নিউজ ডেস্ক:
উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-চীন সীমান্ত। আর তারই জের ধরে চীন সীমান্তে আরও সেনা পাঠিয়েছে ভারত।
সেখানে সেনাবাহিনী অভিযানের প্রস্তুতিও নিচ্ছে বলে দেশটির কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে।
জানা গেছে, সিকিম এবং অরুণাচল সীমান্তে ভারতীয় সেনাবাহিনী সতর্কতার মাত্রা বাড়িয়েছে। তবে ভারতীয় সেনাবাহিনী বিষয়টি স্বীকার করেননি। তারা বলছেন, অভিযানের বিস্তারিত তারা জানাতে পারেন না।
এ ব্যাপারে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, চীনের সাম্প্রতিক আক্রমণাত্মক হুমকির প্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে, সেনাবাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনী উত্তেজনা বাড়াতে চায় না। তবে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সতর্কতার মাত্রা বাড়ানো হয়েছে।
সূত্র: এনডিটিভি