নেইমারকে ছাড়াই খেলবে পিএসজি !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৩৪:৫২ অপরাহ্ণ, শনিবার, ৫ আগস্ট ২০১৭
  • ৭৩১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কাগজপত্রের কিছু জটিলতার কারণে ফেঞ্চ লীগের প্রথম ম্যাচে আজ নেইমারকে ছাড়াই মাঠে নামবে প্যারিস সেন্ট-জার্মেইন (পিএসজি)। গ্যালারিতে বসে তাই দর্শকের ভূমিকাই পালন করবেন এ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

প্যারিসের ক্লাবটিতে সাপ্তাহিক আট লাখ ৬৫ হাজার ইউরো হিসেবে প্রতি বছর করসহ সাড়ে চার কোটি ইউরো আয় করবেন নেইমার। সঙ্গে বিশাল অঙ্কের ওই ট্রান্সফার ফি। সবমিলিয়ে ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডের পিছনে পিএসজির খরচ দাঁড়াবে ৪৫ কোটি ইউরো।

শুক্রবারই পিএসজির খেলোয়াড় হিসেবে জনসমক্ষে আসেন নেইমার। সেসময় তিনি বলেন, মানুষ ভাবে অর্থের লোভেই আমি বার্সেলোনা ছেড়ে পিএসজিতে। আমার জন্য এটা মেনে নেয়া কষ্টকর। আমি নতুন কিছু শুরুর জন্য এসেছি। বার্সেলোনায় আমি তারকা ছিলাম না বা আমাকে যথাযথ সম্মান দেয়া হয়নি- এরকম কোনো বিষয়ের জন্য আমি পিএসজিতে আসিনি।

ট্যাগস :

নেইমারকে ছাড়াই খেলবে পিএসজি !

আপডেট সময় : ১২:৩৪:৫২ অপরাহ্ণ, শনিবার, ৫ আগস্ট ২০১৭

নিউজ ডেস্ক:

কাগজপত্রের কিছু জটিলতার কারণে ফেঞ্চ লীগের প্রথম ম্যাচে আজ নেইমারকে ছাড়াই মাঠে নামবে প্যারিস সেন্ট-জার্মেইন (পিএসজি)। গ্যালারিতে বসে তাই দর্শকের ভূমিকাই পালন করবেন এ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

প্যারিসের ক্লাবটিতে সাপ্তাহিক আট লাখ ৬৫ হাজার ইউরো হিসেবে প্রতি বছর করসহ সাড়ে চার কোটি ইউরো আয় করবেন নেইমার। সঙ্গে বিশাল অঙ্কের ওই ট্রান্সফার ফি। সবমিলিয়ে ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডের পিছনে পিএসজির খরচ দাঁড়াবে ৪৫ কোটি ইউরো।

শুক্রবারই পিএসজির খেলোয়াড় হিসেবে জনসমক্ষে আসেন নেইমার। সেসময় তিনি বলেন, মানুষ ভাবে অর্থের লোভেই আমি বার্সেলোনা ছেড়ে পিএসজিতে। আমার জন্য এটা মেনে নেয়া কষ্টকর। আমি নতুন কিছু শুরুর জন্য এসেছি। বার্সেলোনায় আমি তারকা ছিলাম না বা আমাকে যথাযথ সম্মান দেয়া হয়নি- এরকম কোনো বিষয়ের জন্য আমি পিএসজিতে আসিনি।