বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া দলে বাড়তি স্পিনার !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৩১:১৭ অপরাহ্ণ, শনিবার, ৫ আগস্ট ২০১৭
  • ৭৪০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট ম্যাচের সিরিজে ১৩ সদস্যের দল আগেই ঘোষণা করেছিলেন অসি নির্বাচকরা। ইনজুরি কাটিয়ে স্টার্ক সেরে উঠেন কিনা এই অপেক্ষায় ফাঁকা ছিলো একটা জায়গা। তবে আলোচনায় বেশ কয়েকজন পেসারের নাম থাকলেও অবশেষে দলে নেওয়া হলো বাড়তি একজন স্পিনার। স্টার্কের জায়গায় ডাক পেয়েছেন মিচেল সুয়েপসন।

এ ব্যাপারে নির্বাচক ট্রেভর হনস বলেন, পেস বোলিং করার যথে আমাদের হাতে যথেষ্ট রসদ আছে। এই কারণে একজন স্পিনার নেওয়া হয়েছে। ও খুব রোমাঞ্চকর লেগ স্পিনার। উপমহাদেশে খেলে সে আরো সমৃদ্ধ হবে।

এদিকে, সাদা জার্সিতে এখনো অভিষেক হয়নি সুয়েপসনের। প্রথম শ্রেণীতে কুইন্সল্যান্ডের এই তরুণ ১৪টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ৪১ উইকেট পেয়েছেন। মূলত বাংলাদেশের কন্ডিশন বিবেচনাতেই দলে নেওয়া হয়েছে সুয়েপসনকে।

এদিকে স্কোয়াডে আরো আছেন অফ স্পিনার ন্যাথান লিয়ন, বাঁহাতি স্পিনার অ্যাস্টন অ্যাগার। পাশাপাশি গতি ঝড়াতে স্কোয়াডে রাখা হয়েছে, জস হ্যাজেলহুড, প্যাট্রিক কামিন্স ও জেমস প্যাটিনসনকে। সেই সাথে পেস অলরাউন্ডার হিল্টন কার্টরাইট তো আছেনই।

বাংলাদেশ সফরের অস্ট্রেলিয়া টেস্ট দল 
স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার (সহ-অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, হিল্টন কার্টরাইট, প্যাট কামিন্স, পিটার হ্যান্ডসকভ, জস হ্যাজেলহুড, ওসমান খাওয়াজা, ন্যাথান লিয়ন, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস প্যাটিনসন, ম্যাথু রেনশো, ম্যাথু ওয়েড ও মিচেল সুয়েপসন।

ট্যাগস :

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া দলে বাড়তি স্পিনার !

আপডেট সময় : ১২:৩১:১৭ অপরাহ্ণ, শনিবার, ৫ আগস্ট ২০১৭

নিউজ ডেস্ক:

বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট ম্যাচের সিরিজে ১৩ সদস্যের দল আগেই ঘোষণা করেছিলেন অসি নির্বাচকরা। ইনজুরি কাটিয়ে স্টার্ক সেরে উঠেন কিনা এই অপেক্ষায় ফাঁকা ছিলো একটা জায়গা। তবে আলোচনায় বেশ কয়েকজন পেসারের নাম থাকলেও অবশেষে দলে নেওয়া হলো বাড়তি একজন স্পিনার। স্টার্কের জায়গায় ডাক পেয়েছেন মিচেল সুয়েপসন।

এ ব্যাপারে নির্বাচক ট্রেভর হনস বলেন, পেস বোলিং করার যথে আমাদের হাতে যথেষ্ট রসদ আছে। এই কারণে একজন স্পিনার নেওয়া হয়েছে। ও খুব রোমাঞ্চকর লেগ স্পিনার। উপমহাদেশে খেলে সে আরো সমৃদ্ধ হবে।

এদিকে, সাদা জার্সিতে এখনো অভিষেক হয়নি সুয়েপসনের। প্রথম শ্রেণীতে কুইন্সল্যান্ডের এই তরুণ ১৪টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ৪১ উইকেট পেয়েছেন। মূলত বাংলাদেশের কন্ডিশন বিবেচনাতেই দলে নেওয়া হয়েছে সুয়েপসনকে।

এদিকে স্কোয়াডে আরো আছেন অফ স্পিনার ন্যাথান লিয়ন, বাঁহাতি স্পিনার অ্যাস্টন অ্যাগার। পাশাপাশি গতি ঝড়াতে স্কোয়াডে রাখা হয়েছে, জস হ্যাজেলহুড, প্যাট্রিক কামিন্স ও জেমস প্যাটিনসনকে। সেই সাথে পেস অলরাউন্ডার হিল্টন কার্টরাইট তো আছেনই।

বাংলাদেশ সফরের অস্ট্রেলিয়া টেস্ট দল 
স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার (সহ-অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, হিল্টন কার্টরাইট, প্যাট কামিন্স, পিটার হ্যান্ডসকভ, জস হ্যাজেলহুড, ওসমান খাওয়াজা, ন্যাথান লিয়ন, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস প্যাটিনসন, ম্যাথু রেনশো, ম্যাথু ওয়েড ও মিচেল সুয়েপসন।