শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ভূয়া সমিতির নামে পৌনে এক কোটির টাকার গাছ বিক্রি করে অর্থ লুটপাট Logo কুবিতে এক সাংবাদিক সংগঠনের নিবন্ধন বাতিলের দাবিতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo পঞ্চগড়ে ভিডাব্লিউবি কার্ড বিতরণ নিয়ে লিখিত অভিযোগ মিথ্যা, ষড়যন্ত্রমূলক বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন Logo সিরাজগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারী নিহত, চারজন আহত Logo ভুক্তভোগীর সংবাদ সম্মেলন কচুয়ায় ফসলি জমি নষ্ট করে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, বাধা দিলে প্রাণনাশের হুমকি  Logo চাঁদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল সমাবেশ Logo ইবিতে “ক্যারিয়ার গাইডলাইন ফর ফ্রেশার্স ২০২৫” অনুষ্ঠিত  Logo বেলকুচি আনন্দমেলায় টিকিট বাণিজ্য সময় বাড়ানোর আবেদন Logo বিনামূল্যে বাইসাইকেল পেয়ে উচ্ছ্বসিত চাঁদপুর সদরের ৫২ টি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থীরা  Logo বীরগঞ্জে ৪টি ইউনিয়ন বাল্যবিবাহ ও ১টি ইউনিয়ন শিশু শ্রম মুক্ত ঘোষণা

মানুষের চোখের রঙ একটাই !

  • আপডেট সময় : ১২:৫২:৪৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০১৬
  • ৮১৩ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক :

নীল নয়না কাউকে দেখে আমরা মুগ্ধ হই। আবার অস্বাভাবিক সবুজ রঙের চোখের কাউকে দেখে অবাক হই। কিংবা সাধারণ হালকা বাদামি বা কালো রঙের চোখের কাউকেও আমরা দেখে থাকি। কিন্তু আসলেই কি মানুষের চোখের রঙ ভিন্ন হয়?

 

আসলে আপনি অন্যের চোখের রঙ যাই দেখেন না কেন, সত্যি কথা হচ্ছে, মানুষের চোখের রঙ একমাত্র ‘বাদামি’ হয়। এর বাইরে আর কোনো রঙের চোখ হয় না। এমন দাবী বিজ্ঞানের।

 

কিন্তু এই যে আমাদের ভিন্ন রঙের চোখ দেখার তারতম্য এর কারণটা হচ্ছে, মেলালিন। যা চুল এবং চোখের রঙ নির্ধারণ করে এবং আপনার চোখের মনির মধ্যে ধরা হয়।

 

চক্ষু বিশেষজ্ঞ-গবেষক ড. গ্যারি হেইটিং বলেন, ক্ষুদ্র মেলালিন কোষ মেলানোসাইটের রঙ শুধুমাত্র বাদামি হয়। তাই প্রতিটি মানুষের চোখই বাদামি। তিনি বলেন, চোখের মনির মেলানিনের পরিমাণের ওপরই নির্ভর করে চোখের মণির রঙ কী দেখাতে পারে।।

 

eye

 

মেলানিনের পরিমাণ বাড়লে চোখের মণির রঙ তত বেশি গাঢ় হয়। চোখের দ্বারা কারো রঙ শোষণ করার পরিমাণের ওপরও নির্ভর করে মণির রঙ কী হবে। মেলানিন আলো শোষণ করে, ফলে যাদের চোখে মেলানিন বেশি, তাদের চোখ আরো বেশি বাদামি। যাদের চোখে মেলানিনের পরিমাণ কম, তাদের ক্ষেত্রে আরো বেশি আলো প্রতিফলিত হয়। এই পদ্ধতিকে বলে বিচ্ছুরণ। আলো বিচ্ছুরিত হলে কম তরঙ্গদৈর্ঘ্যে প্রতিসারিত হয়ে তা ফিরেও আসে। সেক্ষেত্রে চোখের রঙ নীল বলে মনে হয়।

 

যে ব্যক্তিদের চোখের রঙ সবুজ কিংবা কটা, তাদের ক্ষেত্রে মেলানিনের পরিমাণ এই দুইয়ের মাঝামাঝি। মোট কথা, মেলালিনের পরিমান ও আলোর প্রতিফলনের কারণে আমরা চোখের ভিন্ন রঙ দেখতে পাই। কিন্তু প্রকৃতপক্ষে সকল মানুষের চোখের মূল রঙ বাদামি।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ভূয়া সমিতির নামে পৌনে এক কোটির টাকার গাছ বিক্রি করে অর্থ লুটপাট

মানুষের চোখের রঙ একটাই !

আপডেট সময় : ১২:৫২:৪৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০১৬

প্রযুক্তি ডেস্ক :

নীল নয়না কাউকে দেখে আমরা মুগ্ধ হই। আবার অস্বাভাবিক সবুজ রঙের চোখের কাউকে দেখে অবাক হই। কিংবা সাধারণ হালকা বাদামি বা কালো রঙের চোখের কাউকেও আমরা দেখে থাকি। কিন্তু আসলেই কি মানুষের চোখের রঙ ভিন্ন হয়?

 

আসলে আপনি অন্যের চোখের রঙ যাই দেখেন না কেন, সত্যি কথা হচ্ছে, মানুষের চোখের রঙ একমাত্র ‘বাদামি’ হয়। এর বাইরে আর কোনো রঙের চোখ হয় না। এমন দাবী বিজ্ঞানের।

 

কিন্তু এই যে আমাদের ভিন্ন রঙের চোখ দেখার তারতম্য এর কারণটা হচ্ছে, মেলালিন। যা চুল এবং চোখের রঙ নির্ধারণ করে এবং আপনার চোখের মনির মধ্যে ধরা হয়।

 

চক্ষু বিশেষজ্ঞ-গবেষক ড. গ্যারি হেইটিং বলেন, ক্ষুদ্র মেলালিন কোষ মেলানোসাইটের রঙ শুধুমাত্র বাদামি হয়। তাই প্রতিটি মানুষের চোখই বাদামি। তিনি বলেন, চোখের মনির মেলানিনের পরিমাণের ওপরই নির্ভর করে চোখের মণির রঙ কী দেখাতে পারে।।

 

eye

 

মেলানিনের পরিমাণ বাড়লে চোখের মণির রঙ তত বেশি গাঢ় হয়। চোখের দ্বারা কারো রঙ শোষণ করার পরিমাণের ওপরও নির্ভর করে মণির রঙ কী হবে। মেলানিন আলো শোষণ করে, ফলে যাদের চোখে মেলানিন বেশি, তাদের চোখ আরো বেশি বাদামি। যাদের চোখে মেলানিনের পরিমাণ কম, তাদের ক্ষেত্রে আরো বেশি আলো প্রতিফলিত হয়। এই পদ্ধতিকে বলে বিচ্ছুরণ। আলো বিচ্ছুরিত হলে কম তরঙ্গদৈর্ঘ্যে প্রতিসারিত হয়ে তা ফিরেও আসে। সেক্ষেত্রে চোখের রঙ নীল বলে মনে হয়।

 

যে ব্যক্তিদের চোখের রঙ সবুজ কিংবা কটা, তাদের ক্ষেত্রে মেলানিনের পরিমাণ এই দুইয়ের মাঝামাঝি। মোট কথা, মেলালিনের পরিমান ও আলোর প্রতিফলনের কারণে আমরা চোখের ভিন্ন রঙ দেখতে পাই। কিন্তু প্রকৃতপক্ষে সকল মানুষের চোখের মূল রঙ বাদামি।