প্রযুক্তি ডেস্ক :
নীল নয়না কাউকে দেখে আমরা মুগ্ধ হই। আবার অস্বাভাবিক সবুজ রঙের চোখের কাউকে দেখে অবাক হই। কিংবা সাধারণ হালকা বাদামি বা কালো রঙের চোখের কাউকেও আমরা দেখে থাকি। কিন্তু আসলেই কি মানুষের চোখের রঙ ভিন্ন হয়?
আসলে আপনি অন্যের চোখের রঙ যাই দেখেন না কেন, সত্যি কথা হচ্ছে, মানুষের চোখের রঙ একমাত্র ‘বাদামি’ হয়। এর বাইরে আর কোনো রঙের চোখ হয় না। এমন দাবী বিজ্ঞানের।
কিন্তু এই যে আমাদের ভিন্ন রঙের চোখ দেখার তারতম্য এর কারণটা হচ্ছে, মেলালিন। যা চুল এবং চোখের রঙ নির্ধারণ করে এবং আপনার চোখের মনির মধ্যে ধরা হয়।
চক্ষু বিশেষজ্ঞ-গবেষক ড. গ্যারি হেইটিং বলেন, ক্ষুদ্র মেলালিন কোষ মেলানোসাইটের রঙ শুধুমাত্র বাদামি হয়। তাই প্রতিটি মানুষের চোখই বাদামি। তিনি বলেন, চোখের মনির মেলানিনের পরিমাণের ওপরই নির্ভর করে চোখের মণির রঙ কী দেখাতে পারে।।
মেলানিনের পরিমাণ বাড়লে চোখের মণির রঙ তত বেশি গাঢ় হয়। চোখের দ্বারা কারো রঙ শোষণ করার পরিমাণের ওপরও নির্ভর করে মণির রঙ কী হবে। মেলানিন আলো শোষণ করে, ফলে যাদের চোখে মেলানিন বেশি, তাদের চোখ আরো বেশি বাদামি। যাদের চোখে মেলানিনের পরিমাণ কম, তাদের ক্ষেত্রে আরো বেশি আলো প্রতিফলিত হয়। এই পদ্ধতিকে বলে বিচ্ছুরণ। আলো বিচ্ছুরিত হলে কম তরঙ্গদৈর্ঘ্যে প্রতিসারিত হয়ে তা ফিরেও আসে। সেক্ষেত্রে চোখের রঙ নীল বলে মনে হয়।
যে ব্যক্তিদের চোখের রঙ সবুজ কিংবা কটা, তাদের ক্ষেত্রে মেলানিনের পরিমাণ এই দুইয়ের মাঝামাঝি। মোট কথা, মেলালিনের পরিমান ও আলোর প্রতিফলনের কারণে আমরা চোখের ভিন্ন রঙ দেখতে পাই। কিন্তু প্রকৃতপক্ষে সকল মানুষের চোখের মূল রঙ বাদামি।