শনিবার | ২০ ডিসেম্বর ২০২৫ | শীতকাল
শিরোনাম :
Logo ভারতীয় নাগরিকের গুলিবর্ষণে সিলেট সীমান্তে ২ বাংলাদেশি নিহত Logo সাতক্ষীরায় জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ, গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল Logo সাংবাদিকদের পাশে থাকবে সরকার: ন্যায়বিচারের আশ্বাস Logo প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, সুপরিকল্পিত: জাবিসাস Logo হাদি হত্যা ও হামলা-ভাঙচুর; জাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি Logo চাঁদপুর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁদপুরের যৌথ আয়োজনে চাঁদপুরে মাদক বিরোধী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন Logo চাঁদপুরে সর্বোচ্চ একক রেমিট্যান্সে শীর্ষে জনতা ব্যাংক পিএলসি নতুন বাজার কর্পোরেট শাখা Logo বিজয় দিবসে প্যাপিরাস পাঠাগারের আলোচনা সভা ও কবিতাপাঠ Logo বিজয় দিবসে রাঙামাটি পুলিশের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পুলিশ পরিবারকে সংবর্ধনা Logo সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পিপি আব্দুল লতিফের ৪দিন ও তার ছেলের ৩দিনের রিমান্ড মঞ্জুর

মানুষের চোখের রঙ একটাই !

  • আপডেট সময় : ১২:৫২:৪৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০১৬
  • ৮৫০ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক :

নীল নয়না কাউকে দেখে আমরা মুগ্ধ হই। আবার অস্বাভাবিক সবুজ রঙের চোখের কাউকে দেখে অবাক হই। কিংবা সাধারণ হালকা বাদামি বা কালো রঙের চোখের কাউকেও আমরা দেখে থাকি। কিন্তু আসলেই কি মানুষের চোখের রঙ ভিন্ন হয়?

 

আসলে আপনি অন্যের চোখের রঙ যাই দেখেন না কেন, সত্যি কথা হচ্ছে, মানুষের চোখের রঙ একমাত্র ‘বাদামি’ হয়। এর বাইরে আর কোনো রঙের চোখ হয় না। এমন দাবী বিজ্ঞানের।

 

কিন্তু এই যে আমাদের ভিন্ন রঙের চোখ দেখার তারতম্য এর কারণটা হচ্ছে, মেলালিন। যা চুল এবং চোখের রঙ নির্ধারণ করে এবং আপনার চোখের মনির মধ্যে ধরা হয়।

 

চক্ষু বিশেষজ্ঞ-গবেষক ড. গ্যারি হেইটিং বলেন, ক্ষুদ্র মেলালিন কোষ মেলানোসাইটের রঙ শুধুমাত্র বাদামি হয়। তাই প্রতিটি মানুষের চোখই বাদামি। তিনি বলেন, চোখের মনির মেলানিনের পরিমাণের ওপরই নির্ভর করে চোখের মণির রঙ কী দেখাতে পারে।।

 

eye

 

মেলানিনের পরিমাণ বাড়লে চোখের মণির রঙ তত বেশি গাঢ় হয়। চোখের দ্বারা কারো রঙ শোষণ করার পরিমাণের ওপরও নির্ভর করে মণির রঙ কী হবে। মেলানিন আলো শোষণ করে, ফলে যাদের চোখে মেলানিন বেশি, তাদের চোখ আরো বেশি বাদামি। যাদের চোখে মেলানিনের পরিমাণ কম, তাদের ক্ষেত্রে আরো বেশি আলো প্রতিফলিত হয়। এই পদ্ধতিকে বলে বিচ্ছুরণ। আলো বিচ্ছুরিত হলে কম তরঙ্গদৈর্ঘ্যে প্রতিসারিত হয়ে তা ফিরেও আসে। সেক্ষেত্রে চোখের রঙ নীল বলে মনে হয়।

 

যে ব্যক্তিদের চোখের রঙ সবুজ কিংবা কটা, তাদের ক্ষেত্রে মেলানিনের পরিমাণ এই দুইয়ের মাঝামাঝি। মোট কথা, মেলালিনের পরিমান ও আলোর প্রতিফলনের কারণে আমরা চোখের ভিন্ন রঙ দেখতে পাই। কিন্তু প্রকৃতপক্ষে সকল মানুষের চোখের মূল রঙ বাদামি।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভারতীয় নাগরিকের গুলিবর্ষণে সিলেট সীমান্তে ২ বাংলাদেশি নিহত

মানুষের চোখের রঙ একটাই !

আপডেট সময় : ১২:৫২:৪৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০১৬

প্রযুক্তি ডেস্ক :

নীল নয়না কাউকে দেখে আমরা মুগ্ধ হই। আবার অস্বাভাবিক সবুজ রঙের চোখের কাউকে দেখে অবাক হই। কিংবা সাধারণ হালকা বাদামি বা কালো রঙের চোখের কাউকেও আমরা দেখে থাকি। কিন্তু আসলেই কি মানুষের চোখের রঙ ভিন্ন হয়?

 

আসলে আপনি অন্যের চোখের রঙ যাই দেখেন না কেন, সত্যি কথা হচ্ছে, মানুষের চোখের রঙ একমাত্র ‘বাদামি’ হয়। এর বাইরে আর কোনো রঙের চোখ হয় না। এমন দাবী বিজ্ঞানের।

 

কিন্তু এই যে আমাদের ভিন্ন রঙের চোখ দেখার তারতম্য এর কারণটা হচ্ছে, মেলালিন। যা চুল এবং চোখের রঙ নির্ধারণ করে এবং আপনার চোখের মনির মধ্যে ধরা হয়।

 

চক্ষু বিশেষজ্ঞ-গবেষক ড. গ্যারি হেইটিং বলেন, ক্ষুদ্র মেলালিন কোষ মেলানোসাইটের রঙ শুধুমাত্র বাদামি হয়। তাই প্রতিটি মানুষের চোখই বাদামি। তিনি বলেন, চোখের মনির মেলানিনের পরিমাণের ওপরই নির্ভর করে চোখের মণির রঙ কী দেখাতে পারে।।

 

eye

 

মেলানিনের পরিমাণ বাড়লে চোখের মণির রঙ তত বেশি গাঢ় হয়। চোখের দ্বারা কারো রঙ শোষণ করার পরিমাণের ওপরও নির্ভর করে মণির রঙ কী হবে। মেলানিন আলো শোষণ করে, ফলে যাদের চোখে মেলানিন বেশি, তাদের চোখ আরো বেশি বাদামি। যাদের চোখে মেলানিনের পরিমাণ কম, তাদের ক্ষেত্রে আরো বেশি আলো প্রতিফলিত হয়। এই পদ্ধতিকে বলে বিচ্ছুরণ। আলো বিচ্ছুরিত হলে কম তরঙ্গদৈর্ঘ্যে প্রতিসারিত হয়ে তা ফিরেও আসে। সেক্ষেত্রে চোখের রঙ নীল বলে মনে হয়।

 

যে ব্যক্তিদের চোখের রঙ সবুজ কিংবা কটা, তাদের ক্ষেত্রে মেলানিনের পরিমাণ এই দুইয়ের মাঝামাঝি। মোট কথা, মেলালিনের পরিমান ও আলোর প্রতিফলনের কারণে আমরা চোখের ভিন্ন রঙ দেখতে পাই। কিন্তু প্রকৃতপক্ষে সকল মানুষের চোখের মূল রঙ বাদামি।