রবিবার | ২৮ ডিসেম্বর ২০২৫ | শীতকাল
শিরোনাম :
Logo চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফ নির্বাচিত Logo বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেয়ালে ওসমান হাদির গ্রাফিতি  Logo পলাশবাড়ীতে দলিল লেখকের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ Logo শীতার্ত মানুষের পাশে প্রশাসন: বেদে পল্লীতে কম্বল দিলেন চাঁদপুর ডিসি Logo মাদকের কুফল সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গঠনে সমাবেশ সন্তানরা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে—এ বিষয়ে বাবা-মাকে আরও সচেতন হতে হবে-চাঁদপুর জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার Logo সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজে আগুনে একজনের মৃত্যু Logo দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক Logo শান্তর সেঞ্চুরিতে জয় দিয়ে বিপিএল শুরু রাজশাহীর Logo পলাশবাড়ীতে পুকুর থেকে ভাসমান অবস্থায় মৃগী রোগে আক্রান্ত যুবকের মরদেহ উদ্ধার Logo মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৪ যাত্রী, আহত অর্ধশতাধিক

মানুষের চোখের রঙ একটাই !

  • আপডেট সময় : ১২:৫২:৪৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০১৬
  • ৮৫৬ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক :

নীল নয়না কাউকে দেখে আমরা মুগ্ধ হই। আবার অস্বাভাবিক সবুজ রঙের চোখের কাউকে দেখে অবাক হই। কিংবা সাধারণ হালকা বাদামি বা কালো রঙের চোখের কাউকেও আমরা দেখে থাকি। কিন্তু আসলেই কি মানুষের চোখের রঙ ভিন্ন হয়?

 

আসলে আপনি অন্যের চোখের রঙ যাই দেখেন না কেন, সত্যি কথা হচ্ছে, মানুষের চোখের রঙ একমাত্র ‘বাদামি’ হয়। এর বাইরে আর কোনো রঙের চোখ হয় না। এমন দাবী বিজ্ঞানের।

 

কিন্তু এই যে আমাদের ভিন্ন রঙের চোখ দেখার তারতম্য এর কারণটা হচ্ছে, মেলালিন। যা চুল এবং চোখের রঙ নির্ধারণ করে এবং আপনার চোখের মনির মধ্যে ধরা হয়।

 

চক্ষু বিশেষজ্ঞ-গবেষক ড. গ্যারি হেইটিং বলেন, ক্ষুদ্র মেলালিন কোষ মেলানোসাইটের রঙ শুধুমাত্র বাদামি হয়। তাই প্রতিটি মানুষের চোখই বাদামি। তিনি বলেন, চোখের মনির মেলানিনের পরিমাণের ওপরই নির্ভর করে চোখের মণির রঙ কী দেখাতে পারে।।

 

eye

 

মেলানিনের পরিমাণ বাড়লে চোখের মণির রঙ তত বেশি গাঢ় হয়। চোখের দ্বারা কারো রঙ শোষণ করার পরিমাণের ওপরও নির্ভর করে মণির রঙ কী হবে। মেলানিন আলো শোষণ করে, ফলে যাদের চোখে মেলানিন বেশি, তাদের চোখ আরো বেশি বাদামি। যাদের চোখে মেলানিনের পরিমাণ কম, তাদের ক্ষেত্রে আরো বেশি আলো প্রতিফলিত হয়। এই পদ্ধতিকে বলে বিচ্ছুরণ। আলো বিচ্ছুরিত হলে কম তরঙ্গদৈর্ঘ্যে প্রতিসারিত হয়ে তা ফিরেও আসে। সেক্ষেত্রে চোখের রঙ নীল বলে মনে হয়।

 

যে ব্যক্তিদের চোখের রঙ সবুজ কিংবা কটা, তাদের ক্ষেত্রে মেলানিনের পরিমাণ এই দুইয়ের মাঝামাঝি। মোট কথা, মেলালিনের পরিমান ও আলোর প্রতিফলনের কারণে আমরা চোখের ভিন্ন রঙ দেখতে পাই। কিন্তু প্রকৃতপক্ষে সকল মানুষের চোখের মূল রঙ বাদামি।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফ নির্বাচিত

মানুষের চোখের রঙ একটাই !

আপডেট সময় : ১২:৫২:৪৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০১৬

প্রযুক্তি ডেস্ক :

নীল নয়না কাউকে দেখে আমরা মুগ্ধ হই। আবার অস্বাভাবিক সবুজ রঙের চোখের কাউকে দেখে অবাক হই। কিংবা সাধারণ হালকা বাদামি বা কালো রঙের চোখের কাউকেও আমরা দেখে থাকি। কিন্তু আসলেই কি মানুষের চোখের রঙ ভিন্ন হয়?

 

আসলে আপনি অন্যের চোখের রঙ যাই দেখেন না কেন, সত্যি কথা হচ্ছে, মানুষের চোখের রঙ একমাত্র ‘বাদামি’ হয়। এর বাইরে আর কোনো রঙের চোখ হয় না। এমন দাবী বিজ্ঞানের।

 

কিন্তু এই যে আমাদের ভিন্ন রঙের চোখ দেখার তারতম্য এর কারণটা হচ্ছে, মেলালিন। যা চুল এবং চোখের রঙ নির্ধারণ করে এবং আপনার চোখের মনির মধ্যে ধরা হয়।

 

চক্ষু বিশেষজ্ঞ-গবেষক ড. গ্যারি হেইটিং বলেন, ক্ষুদ্র মেলালিন কোষ মেলানোসাইটের রঙ শুধুমাত্র বাদামি হয়। তাই প্রতিটি মানুষের চোখই বাদামি। তিনি বলেন, চোখের মনির মেলানিনের পরিমাণের ওপরই নির্ভর করে চোখের মণির রঙ কী দেখাতে পারে।।

 

eye

 

মেলানিনের পরিমাণ বাড়লে চোখের মণির রঙ তত বেশি গাঢ় হয়। চোখের দ্বারা কারো রঙ শোষণ করার পরিমাণের ওপরও নির্ভর করে মণির রঙ কী হবে। মেলানিন আলো শোষণ করে, ফলে যাদের চোখে মেলানিন বেশি, তাদের চোখ আরো বেশি বাদামি। যাদের চোখে মেলানিনের পরিমাণ কম, তাদের ক্ষেত্রে আরো বেশি আলো প্রতিফলিত হয়। এই পদ্ধতিকে বলে বিচ্ছুরণ। আলো বিচ্ছুরিত হলে কম তরঙ্গদৈর্ঘ্যে প্রতিসারিত হয়ে তা ফিরেও আসে। সেক্ষেত্রে চোখের রঙ নীল বলে মনে হয়।

 

যে ব্যক্তিদের চোখের রঙ সবুজ কিংবা কটা, তাদের ক্ষেত্রে মেলানিনের পরিমাণ এই দুইয়ের মাঝামাঝি। মোট কথা, মেলালিনের পরিমান ও আলোর প্রতিফলনের কারণে আমরা চোখের ভিন্ন রঙ দেখতে পাই। কিন্তু প্রকৃতপক্ষে সকল মানুষের চোখের মূল রঙ বাদামি।