নিউজ ডেস্ক:
হাসপাতালে রোগী দেখবেন জ্যোতিষীরা। অবিশ্বাস্য মনে হলেও সত্যি। এমনটাই ঘটতে চলেছে ভারতের মধ্যপ্রদেশের সরকারি হাসপাতালগুলিতে।
জানা গেছে, প্রতি সপ্তাহের দু’দিন তারা হাসপাতালের ওপিডি-তে বসবেন। সেপ্টেম্বর থেকে এই ব্যবস্থা চালু হবে। শুধু তাই নয়, জ্যোতিষীদের পাশাপাশি বাস্তু বিশেষজ্ঞদেরও পাওয়া যাবে হাসপাতালে। মাত্র ৫ টাকার রেজিস্ট্রেশন ফি’র বিনিময়ে নানা সমস্যার প্রতিকারের উপায় বলে দেবেন তারা। তবে এর জন্য মধ্যপ্রদেশ সরকারের সংস্থা মহর্ষি পতঞ্জলী সংস্কৃত সংস্থানের সদস্য হতে হবে ওই জ্যোতিষীদের।
আপাতত সপ্তাহে দুদিন পাওয়া যাবে এসব জ্যোতিষী ও বাস্তুবিদদের। হাসপাতালের ওপিডি-তে যেমন নবীন চিকিৎসকরা অভিজ্ঞদের অধীনে থেকে কাজ করেন, তেমনই শিক্ষানবিশ জ্যোতিষীরা অভিজ্ঞদের সঙ্গে থেকে শিখতে পারবেন। প্রশিক্ষণ শেষে তাদের হাতে ডিপ্লোমা সার্টিফিকেটও তুলে দেওয়া হবে।