নিউজ ডেস্ক:
‘‘বাংলাদেশে যুদ্ধাপরাধ ১৯৭১’’ শিরোনামে মুদ্রণকৃত স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন ও এ্যালবামটির মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে মন্ত্রিপরিষদ বৈঠকের শুরুতে তিনি ডাকটিকিট ও এ্যালবামের মোড়ক উন্মোচন করেন।
১৯৭১ সালে পাকিস্তানী সামরিক জান্তার নিষ্ঠুরতম গণহত্যার সেই সঠিক সত্য ইতিহাস এদেশের নতুন প্রজন্মকে জানার সুযোগ করে দেয়ার জন্য ৭১’র যুদ্ধের সময় কয়েকজন অকুতোভয় ফটো সাংবাদিকের তোলা গণহত্যা ও যুদ্ধাপরাধের ওপর ৭১টি বিশেষ ফটোগ্রাফ নিয়ে ৭১টি স্মারক ডাকটিকিট ও এ্যালবাম প্রস্তুত করা হয়।