নিউজ ডেস্ক:
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে রবিবার সফরের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে সফরকারী ভারত। ৩-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ে উজ্জীবিত ভারত টি-২০ জিতে ক্যারিবীয় সফর শেষ করতে চায়। জয় দিয়ে সিরিজ শেষ করার লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজেরও। জ্যামাইকার সাবিনা পার্কে বাংলাদেশ সময় রবিবার রাত সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচটি।
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজে বিপক্ষে প্রাধান্য বিস্তার করে খেলে ভারত। ফলে সিরিজ জিততে কোনো অসুবিধাই হয়নি টিম ইন্ডিয়ার। ওয়ানডে সিরিজ জয়ে বেশ ফুরফুরা মেজাজেই রয়েছে ভারত। ওয়ানডে সিরিজের দলটিই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একমাত্র টি-২০ ম্যাচ খেলতে নামবে।
তবে ওয়েস্ট ইন্ডিজের টি-২০ দলে ব্যাপক পরিবর্তন রয়েছে। দলে ফিরেছেন ক্রিস গেইল, মারলন স্যামুয়েলস, কাইরন পোলার্ড, এভিন লুইস ও সুনীল নারাইনের মতো বিশ্ব তারকারা। দলের নেতৃত্বে রয়েছেন কালোর্স ব্রার্থওয়েট।
গেল বছরের আগস্টে সর্বশেষ টি-২০ ফরম্যাটে মুখোমুখি হয়েছিলো ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। নিরপেক্ষ ভেন্যু যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।
ভারত স্কোয়াড (সম্ভাব্য) : বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রবীন্দ্র জাদেজা, দিনেশ কার্তিক, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, মোহাম্মদ সামি, যুবরাজ সিং, আজিঙ্কা রাহানে, হার্ডিক পান্ডে, রবিচন্দ্রন অশ্বিন, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কুলদীপ যাদব ও ঋসভ পান্থ।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড (সম্ভাব্য) : কার্লোস ব্রার্থওয়েইট (অধিনায়ক), স্যামুয়েল বাদ্রি, রোন্সফোর্ড বিটন, ক্রিস গেইল, এভিন লুইস, জেসন মোহাম্মদ, সুনীল নারাইন, কাইরন পোলার্ড, রোভম্যান পাওয়েল, মারলন স্যামুয়েলস, জেরম টেইলর, চাদউইক ওয়ালটন (উইকেটরক্ষক) ও কেসরিক উইলিয়ামস।