মাদ্রিদ ছেড়ে বেসিকটাসে পেপে !

  • আপডেট সময় : ০২:২১:৩২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭
  • ৭৩৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রিয়াল মাদ্রিদ ছেড়ে দুই বছরের চুক্তিতে তুরস্কের চ্যাম্পিয়ন বেসিকটাসে যোগ দিয়েছেন পর্তুগীজ তারকা ডিফেন্ডার পেপে। ইতোমধ্যেই তিনি নতুন ক্লাবে যোগ দিতে তুরষ্কের রাজধানীতে পৌঁছেছেন।

৩৪ বছর বয়সী পেপে যখন ব্যক্তিগত বিমানে ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছান তখন তাকে স্বাগত জানাতে হাজারো সমর্থক উপস্থিত ছিলেন।

ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে, বিমানবন্দর থেকে পেপে সোজা মেডিকেল পরীক্ষার জন্য ক্লাবে উপস্থিত হয়েছেন। আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিক চুক্তি ও এ সংক্রান্ত সংবাদ সম্মেলন হবার কথা রয়েছে।

বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টের সূত্র ধরে জানা গেছে, বার্ষিক ৩.৩৫ মিলিয়ন ইউরো বেতনে পেপে বেসিকটাসে যোগ দিয়েছেন। এর সাথে রয়েছে পারফরমেন্স বোনাস ও সাইন-অন ফি বাবদ আরও তিন মিলিয়ন ইউরো। তবে ট্রান্সফার ফি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। ফেনারবাখ ও গ্যালাতাসারেকে হটিয়ে গত দুই মৌসুম ধরে ব্ল্যাক ঈগলসরাই টার্কিশ সুপার লীগের শিরোপা জিতেছে। আর এই শিরোপার ফলে তুরষ্কের একমাত্র দল হিসেবে সরাসরি চ্যাম্পিয়নস লীগে খেলার যোগ্যতাও অর্জন করেছে বেসিকটাস। গত আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও এবার পারফরমেন্সের ভিত্তিতেই আরও উন্নতির আশা করছেন সংশ্লিষ্টরা।

ইতোমধ্যেই ফেনারবাখে ও গ্যালাতাসারেতে যোগ দিয়েছেন ফ্রেঞ্চ জাতীয় দলের দুই খেলোয়াড় ম্যাথিউ ভালবুয়েনা ও বাফেতিমবি গোমিস। তবে এবারের গ্রীষ্মে তুরস্কের সবচেয়ে বড় ট্রান্সফার হিসেবে পেপের নাম নিঃসন্দেহে তালিকার সবচেয়ে উপরে থাকবে।

গত এক দশকে অন্যতম বড় তারকা হিসেবে পেপে রিয়াল মাদ্রিদে টিকে ছিলেন। ২০১৬ সালে পর্তুগালকে ইউরো চ্যাম্পিয়নশীপ উপহার দিতে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পাশাপাশি তার অবদানও ছিল অনস্বীকার্য। ফ্রান্সের টুর্নামেন্টে স্বাগতিকদের বিপক্ষে ফাইনালে তিনি ম্যাচ সেরা পুরস্কার লাভ করেছিলেন। এর আগে পর্তুগীজের উইঙ্গার রিকার্ডো কুয়ারেসমা ২০১০-২০১২ পর্যন্ত খেলার পরে ২০১৫ সালে পুনরায় বেসিকটাসে ফিরে এসেছিলেন। বেসিকটাস সমর্থকদের কাছে রিকার্ডো অত্যন্ত জনপ্রিয় একজন খেলোয়াড়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদ্রিদ ছেড়ে বেসিকটাসে পেপে !

আপডেট সময় : ০২:২১:৩২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭

নিউজ ডেস্ক:

রিয়াল মাদ্রিদ ছেড়ে দুই বছরের চুক্তিতে তুরস্কের চ্যাম্পিয়ন বেসিকটাসে যোগ দিয়েছেন পর্তুগীজ তারকা ডিফেন্ডার পেপে। ইতোমধ্যেই তিনি নতুন ক্লাবে যোগ দিতে তুরষ্কের রাজধানীতে পৌঁছেছেন।

৩৪ বছর বয়সী পেপে যখন ব্যক্তিগত বিমানে ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছান তখন তাকে স্বাগত জানাতে হাজারো সমর্থক উপস্থিত ছিলেন।

ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে, বিমানবন্দর থেকে পেপে সোজা মেডিকেল পরীক্ষার জন্য ক্লাবে উপস্থিত হয়েছেন। আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিক চুক্তি ও এ সংক্রান্ত সংবাদ সম্মেলন হবার কথা রয়েছে।

বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টের সূত্র ধরে জানা গেছে, বার্ষিক ৩.৩৫ মিলিয়ন ইউরো বেতনে পেপে বেসিকটাসে যোগ দিয়েছেন। এর সাথে রয়েছে পারফরমেন্স বোনাস ও সাইন-অন ফি বাবদ আরও তিন মিলিয়ন ইউরো। তবে ট্রান্সফার ফি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। ফেনারবাখ ও গ্যালাতাসারেকে হটিয়ে গত দুই মৌসুম ধরে ব্ল্যাক ঈগলসরাই টার্কিশ সুপার লীগের শিরোপা জিতেছে। আর এই শিরোপার ফলে তুরষ্কের একমাত্র দল হিসেবে সরাসরি চ্যাম্পিয়নস লীগে খেলার যোগ্যতাও অর্জন করেছে বেসিকটাস। গত আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও এবার পারফরমেন্সের ভিত্তিতেই আরও উন্নতির আশা করছেন সংশ্লিষ্টরা।

ইতোমধ্যেই ফেনারবাখে ও গ্যালাতাসারেতে যোগ দিয়েছেন ফ্রেঞ্চ জাতীয় দলের দুই খেলোয়াড় ম্যাথিউ ভালবুয়েনা ও বাফেতিমবি গোমিস। তবে এবারের গ্রীষ্মে তুরস্কের সবচেয়ে বড় ট্রান্সফার হিসেবে পেপের নাম নিঃসন্দেহে তালিকার সবচেয়ে উপরে থাকবে।

গত এক দশকে অন্যতম বড় তারকা হিসেবে পেপে রিয়াল মাদ্রিদে টিকে ছিলেন। ২০১৬ সালে পর্তুগালকে ইউরো চ্যাম্পিয়নশীপ উপহার দিতে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পাশাপাশি তার অবদানও ছিল অনস্বীকার্য। ফ্রান্সের টুর্নামেন্টে স্বাগতিকদের বিপক্ষে ফাইনালে তিনি ম্যাচ সেরা পুরস্কার লাভ করেছিলেন। এর আগে পর্তুগীজের উইঙ্গার রিকার্ডো কুয়ারেসমা ২০১০-২০১২ পর্যন্ত খেলার পরে ২০১৫ সালে পুনরায় বেসিকটাসে ফিরে এসেছিলেন। বেসিকটাস সমর্থকদের কাছে রিকার্ডো অত্যন্ত জনপ্রিয় একজন খেলোয়াড়।