আর্সেনালের যে ফুটবলারকে পেতে মরিয়া বার্সেলোনা !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:২৪:১০ অপরাহ্ণ, বুধবার, ১৪ জুন ২০১৭
  • ৭৩৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দায়িত্ব নিয়েই আগামী মৌসুমের জন্য দলগঠনের পরিকল্পনা সেরে নিলেন বার্সেলোনার নতুন কোচ আর্নেস্টো ভালভের্ডে ভালভের্ডে। বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টরের সঙ্গে কথা বলে ইতোমধ্যেই নিজের টার্গেট সেট করে ফেলেছেন আর্নেস্টো। আগামী বারোই জুলাই থেকে অনুশীলন শুরু করছেন বার্সা কোচ। তার আগেই দল গুছিয়ে নিতে মরিয়া মেসিদের হেডস্যার।

জানা গেছে, ড্যানি আলভেজ বার্সেলোনা ছাড়ার পর তার বিকল্পই এখনও খুঁজে বের করে উঠতে পারেনি ক্লাব। তাই আলভেজের জায়গায় আর্সেনালের হেক্টর বেলেরিনকে নিতে মরিয়া বার্সা। বেলেরিন এসে গেলে সার্গি রবার্তো নিজের পছন্দের মিডফিল্ড পজিসনে খেলতে পারবেন।

তবে ভালর্ভেডের টার্গেট নম্বর টু প্যারিস সেইন্ট জার্মেইনের মার্কো ভেরাতি। কারণ মেসি-সুয়ারেজ-নেইমার ত্রিফলা থাকা সত্বেও গত আসরে বার্সা কোনও বড় ট্রফি জিততে পারেনি। তাই আক্রমনে বৈচিত্র্য আনতে ব্রাজিলিয়ান সেনসেশন ফিলিপে কুনটিনহোকে ন্যু ক্যাম্পে আনতে মরিয়া ভালভের্ডে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আর্সেনালের যে ফুটবলারকে পেতে মরিয়া বার্সেলোনা !

আপডেট সময় : ১২:২৪:১০ অপরাহ্ণ, বুধবার, ১৪ জুন ২০১৭

নিউজ ডেস্ক:

দায়িত্ব নিয়েই আগামী মৌসুমের জন্য দলগঠনের পরিকল্পনা সেরে নিলেন বার্সেলোনার নতুন কোচ আর্নেস্টো ভালভের্ডে ভালভের্ডে। বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টরের সঙ্গে কথা বলে ইতোমধ্যেই নিজের টার্গেট সেট করে ফেলেছেন আর্নেস্টো। আগামী বারোই জুলাই থেকে অনুশীলন শুরু করছেন বার্সা কোচ। তার আগেই দল গুছিয়ে নিতে মরিয়া মেসিদের হেডস্যার।

জানা গেছে, ড্যানি আলভেজ বার্সেলোনা ছাড়ার পর তার বিকল্পই এখনও খুঁজে বের করে উঠতে পারেনি ক্লাব। তাই আলভেজের জায়গায় আর্সেনালের হেক্টর বেলেরিনকে নিতে মরিয়া বার্সা। বেলেরিন এসে গেলে সার্গি রবার্তো নিজের পছন্দের মিডফিল্ড পজিসনে খেলতে পারবেন।

তবে ভালর্ভেডের টার্গেট নম্বর টু প্যারিস সেইন্ট জার্মেইনের মার্কো ভেরাতি। কারণ মেসি-সুয়ারেজ-নেইমার ত্রিফলা থাকা সত্বেও গত আসরে বার্সা কোনও বড় ট্রফি জিততে পারেনি। তাই আক্রমনে বৈচিত্র্য আনতে ব্রাজিলিয়ান সেনসেশন ফিলিপে কুনটিনহোকে ন্যু ক্যাম্পে আনতে মরিয়া ভালভের্ডে।