শিরোনাম :
Logo কচুয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ১০ Logo সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন Logo রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম ক্যাশলেস ক্যাম্পাস Logo ইবি উপাচার্যের বক্তৃতায় মুখরিত মালয়েশিয়ার আন্তর্জাতিক সেমিনার Logo শেখ হাসিনা তরুনদের শরীরে ফ্যাসিবাদ বিরোধী ভ্যাকসিন দিয়ে গেছেন: ফারুক ওয়াসিফ Logo বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে এআই: ডাব্লিউটিও Logo আফগানিস্তানকে টপকে নবম স্থানে বাংলাদেশ Logo বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে Logo ইউএনজিএ-তে যোগ দিতে ২২ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করবেন প্রধান উপদেষ্টা: রোহিঙ্গা, সংস্কার ও গণতন্ত্র ইস্যু প্রাধান্য পাবে এজেন্ডায় Logo কয়রায় মিথ্যা মানববন্ধনের অভিযোগে সংবাদ সম্মেলন

গুগলের নতুন অ্যাপ দেবে জরুরী মুহূর্তে ইনফরমেশন

  • amzad khan
  • আপডেট সময় : ১১:১২:৩৯ অপরাহ্ণ, সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬
  • ৮২৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গুগলের ট্রাস্টেড কনট্যাক্টস অ্যাপ স্মার্টফোন এখন মানুষের নিত্যসঙ্গী। মানুষ যেখানে যাচ্ছে, সেখানেই স্মার্টফোনকে সঙ্গী করছে বলে টেকনোলজি সংস্থাগুলোর আগ্রহের বিষয় হয়ে উঠেছে।

জরুরি দরকারে বন্ধু ও পরিবারের সঙ্গে যোগাযোগ করতে ‘ট্রাস্টেড কনট্যাক্টস’ নামের একটি অ্যাপ্লিকেশন নিয়ে এসেছে গুগল। ট্রাস্টেড কনট্যাক্টস ব্যবহার করে ফোনের কনট্যাক্টস থেকে মানুষকে ট্যাগ করা যাবে। গাড়ি দুর্ঘটনা, আগুন, ভূমিকম্পের মতো জরুরি কোনো ঘটনা ঘটলে এই অ্যাপটি ব্যবহার করে কোন ব্যক্তির লোকেশান জানা যাবে এবং  মেসেজও পাঠানো যাবে।

স্ট্যাটাসে পছন্দসই কিছু লিখে বা ‘আই অ্যাম ওকে’ বা ‘আই নিড অ্যাসিসট্যান্স’-এর মতো মেসেজ পোস্ট করা যাবে। অ্যাপটিতে ‘অ্যাকটিভিটি স্ট্যাটাস’ শো করবে। গুগল এটাকে ব্যক্তিগত নিরাপত্তার অ্যাপ্লিকেশন বলছে। সোমবার গুগল প্লেস্টোরে এ অ্যাপটি রিলিজ করা হয়েছে। শিগ্রি আইওএস ভার্সানে এ অ্যাপটি চলে আসবে। গুগলের নতুন এ অ্যাপটির সঙ্গে ফেসবুকের সেফটি চেক ও অ্যাপলের আইওএসে থাকা ফিচারের মিল পাওয়া যায়।

গুগলের নতুন এই ভার্সানে কারও ‘ট্রাস্টেড’ স্ট্যাটাস হিসেবে মেল পাওয়ার অনুমতি দিলে তারা আপনার বর্তমান লোকেশানের ইনফরমেশন জানাতে পারবে। আপনি পাঁচ মিনিটের মধ্যে সাড়া না দিলে, তবে ওই অ্যাপটি আপনার সর্বশেষ লোকেশান অটোম্যাটিকভাবে শো করবে। ফোনের জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে এই লোকেশান সিলেক্ট করা হয়। বন্ধ না করা পর্যন্ত কনট্যাক্টসে থাকা যে কোনও গ্রুপের সঙ্গে আপনার লোকেশানের ইনফরমেশন শেয়ার করবে এটি। সুতরাং ২০ মিনিটের কোনো দূরত্বে গেলে কিংবা দু’মাসের কোনো ট্যুরে গেলেও এ অ্যাপটি কাজে লাগানো যাবে। অ্যাপ হিসেবে ট্রাস্টেড কনট্যাক্টস গুগলের জন্য নতুন হলেও ২০০৫ সাল থেকে ওয়েবে নিরাপত্তা টুল সুবিধা দিচ্ছে গুগল। ২০০৫ সালে হ্যারিকেন ক্যাটরিনার সময় ওয়েব টুল চালু করেছিল গুগল, যার মাধ্যমে জরুরি মুহূর্তে মানুষ প্রিয়জনের লোকেশান বের করতে পারতো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ১০

গুগলের নতুন অ্যাপ দেবে জরুরী মুহূর্তে ইনফরমেশন

আপডেট সময় : ১১:১২:৩৯ অপরাহ্ণ, সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬

নিউজ ডেস্ক:

গুগলের ট্রাস্টেড কনট্যাক্টস অ্যাপ স্মার্টফোন এখন মানুষের নিত্যসঙ্গী। মানুষ যেখানে যাচ্ছে, সেখানেই স্মার্টফোনকে সঙ্গী করছে বলে টেকনোলজি সংস্থাগুলোর আগ্রহের বিষয় হয়ে উঠেছে।

জরুরি দরকারে বন্ধু ও পরিবারের সঙ্গে যোগাযোগ করতে ‘ট্রাস্টেড কনট্যাক্টস’ নামের একটি অ্যাপ্লিকেশন নিয়ে এসেছে গুগল। ট্রাস্টেড কনট্যাক্টস ব্যবহার করে ফোনের কনট্যাক্টস থেকে মানুষকে ট্যাগ করা যাবে। গাড়ি দুর্ঘটনা, আগুন, ভূমিকম্পের মতো জরুরি কোনো ঘটনা ঘটলে এই অ্যাপটি ব্যবহার করে কোন ব্যক্তির লোকেশান জানা যাবে এবং  মেসেজও পাঠানো যাবে।

স্ট্যাটাসে পছন্দসই কিছু লিখে বা ‘আই অ্যাম ওকে’ বা ‘আই নিড অ্যাসিসট্যান্স’-এর মতো মেসেজ পোস্ট করা যাবে। অ্যাপটিতে ‘অ্যাকটিভিটি স্ট্যাটাস’ শো করবে। গুগল এটাকে ব্যক্তিগত নিরাপত্তার অ্যাপ্লিকেশন বলছে। সোমবার গুগল প্লেস্টোরে এ অ্যাপটি রিলিজ করা হয়েছে। শিগ্রি আইওএস ভার্সানে এ অ্যাপটি চলে আসবে। গুগলের নতুন এ অ্যাপটির সঙ্গে ফেসবুকের সেফটি চেক ও অ্যাপলের আইওএসে থাকা ফিচারের মিল পাওয়া যায়।

গুগলের নতুন এই ভার্সানে কারও ‘ট্রাস্টেড’ স্ট্যাটাস হিসেবে মেল পাওয়ার অনুমতি দিলে তারা আপনার বর্তমান লোকেশানের ইনফরমেশন জানাতে পারবে। আপনি পাঁচ মিনিটের মধ্যে সাড়া না দিলে, তবে ওই অ্যাপটি আপনার সর্বশেষ লোকেশান অটোম্যাটিকভাবে শো করবে। ফোনের জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে এই লোকেশান সিলেক্ট করা হয়। বন্ধ না করা পর্যন্ত কনট্যাক্টসে থাকা যে কোনও গ্রুপের সঙ্গে আপনার লোকেশানের ইনফরমেশন শেয়ার করবে এটি। সুতরাং ২০ মিনিটের কোনো দূরত্বে গেলে কিংবা দু’মাসের কোনো ট্যুরে গেলেও এ অ্যাপটি কাজে লাগানো যাবে। অ্যাপ হিসেবে ট্রাস্টেড কনট্যাক্টস গুগলের জন্য নতুন হলেও ২০০৫ সাল থেকে ওয়েবে নিরাপত্তা টুল সুবিধা দিচ্ছে গুগল। ২০০৫ সালে হ্যারিকেন ক্যাটরিনার সময় ওয়েব টুল চালু করেছিল গুগল, যার মাধ্যমে জরুরি মুহূর্তে মানুষ প্রিয়জনের লোকেশান বের করতে পারতো।