ইতিহাস গড়লেন নাদাল !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৪৬:১২ পূর্বাহ্ণ, সোমবার, ১২ জুন ২০১৭
  • ৭৩০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদাল। এ মৌসুমেও দুর্দান্ত খেলছেন তিনি। আর তারই হাত ধরে রবিবার ফাইনালে স্টানিস্লাস ভাভরিঙ্কাকে হারিয়ে টেনিসের উন্মুক্ত যুগে প্রথম খেলোয়াড় হিসেবে নির্দিষ্ট কোনো গ্র্যান্ডস্লামের দশম শিরোপা জয়ের অবিস্মরণীয় কীর্তি গড়লেন স্প্যানিশ এই টেনিস সুপারস্টার।

এদিন ফাইনালে রাফায়েল নাদালের কাছে পাত্তাই পেলেন না ভাভরিঙ্কা। ৬-২, ৬-৩ এবং ৬-১ সরাসরি গেমে ভাভরিঙ্কাকে হারিয়ে দশম শিরোপা জয়ের মাইলফলক স্পর্শ করেন নাদাল। আর সেইসঙ্গে স্বাদ নিলেন ১৫তম গ্র্যান্ডস্লাম জয়ের।

সূত্র : বিবিসি, মেইল অনলাইন

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতিহাস গড়লেন নাদাল !

আপডেট সময় : ১১:৪৬:১২ পূর্বাহ্ণ, সোমবার, ১২ জুন ২০১৭

নিউজ ডেস্ক:

ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদাল। এ মৌসুমেও দুর্দান্ত খেলছেন তিনি। আর তারই হাত ধরে রবিবার ফাইনালে স্টানিস্লাস ভাভরিঙ্কাকে হারিয়ে টেনিসের উন্মুক্ত যুগে প্রথম খেলোয়াড় হিসেবে নির্দিষ্ট কোনো গ্র্যান্ডস্লামের দশম শিরোপা জয়ের অবিস্মরণীয় কীর্তি গড়লেন স্প্যানিশ এই টেনিস সুপারস্টার।

এদিন ফাইনালে রাফায়েল নাদালের কাছে পাত্তাই পেলেন না ভাভরিঙ্কা। ৬-২, ৬-৩ এবং ৬-১ সরাসরি গেমে ভাভরিঙ্কাকে হারিয়ে দশম শিরোপা জয়ের মাইলফলক স্পর্শ করেন নাদাল। আর সেইসঙ্গে স্বাদ নিলেন ১৫তম গ্র্যান্ডস্লাম জয়ের।

সূত্র : বিবিসি, মেইল অনলাইন