নিউজ ডেস্ক:
সেমিফাইনালে প্রতিপক্ষ যেই হোক জয়ের জন্য খেলবো এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। শনিবার চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বের বি গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ডার্ক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ৪০ রানে হারায় ইংল্যান্ড। এর সুবাদে মাশরাফিদের সেমিফাইনাল নিশ্চিত হয়।
এরপরই এমন প্রতিক্রিয়া জানালেন মাশরাফি। আগামী ১৫ জুন বার্মিংহামে এ গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়নের মুখোমুখি হবে বাংলাদেশ।
তবে সেমিতে টাইগারদের সম্ভাব্য প্রতিপক্ষ টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ভারত অথবা আইসিসির নাম্বার ওয়ান টিম দক্ষিণ আফ্রিকা। তবে অস্বাভাবিক কোনো ফলাফল হলে পাকিস্তান বা শ্রীলঙ্কার সঙ্গেও সেমিতে দেখা হয়ে যেতে পারে বাংলাদেশের।
অবাক করার বিষয় হল গ্রুপের চার দলেরই এখনো সুযোগ আছে সেমিফাইনালে ওঠার! গ্রুপ ‘বি’ র চারটি দলই জিতেছে একটি করে ম্যাচ। হেরেছেও একটি করে ম্যাচে। চারদলেরই অর্জন সমান দুই পয়েন্ট। রান রেটে এগিয়ে থেকে গ্রুপ ‘বি’র শীর্ষস্থানে ভারত। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। এর পরের দুটি জায়গা যথাক্রমে শ্রীলঙ্কা ও পাকিস্তানের দখলে। তাতে অঘোষিত কোয়ার্টার ফাইনালে রূপ নিয়েছে দক্ষিণ আফ্রিকা-ভারত ও শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচ দুটি।
রান রেটে ভারত ও দক্ষিণ আফ্রিকার চেয়ে অনেক পিছিয়ে শ্রীলঙ্কা ও পাকিস্তান। শ্রীলঙ্কার রান রেট -০.৮৭৯ আর পাকিস্তানের রান রেট -১.৫৪৪। অন্যদিকে ভারতের রান রেট +১.২৭২। দক্ষিণ আফ্রিকার +১।
আজ রবিবার ভারত ও দক্ষিণ আফ্রিকা পরস্পরের মুখোমুখি হচ্ছে। সেক্ষেত্রে জয় পাওয়া দলের রান রেট বেড়ে যাবে আরও। তাই ভারত বা দক্ষিণ আফ্রিকাকেই সম্ভাব্য গ্রুপ চ্যাম্পিয়ন ধরা হচ্ছে। তবে শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচে জয়ী দল যদি অনেক বড় ব্যবধানে জেতে তবে রান রেট পরিবর্তনও হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে গ্রুপ চ্যাম্পিয়ন এবং রানার্সআপে আসতে পারে পরিবর্তন।
তবে সেমিতে প্রতিপক্ষ কে হবে তা নিয়ে টাইগারদের খুব বেশি মাথাব্যথা থাকার কথা নয়। পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জেতার নজির রয়েছে বাংলাদেশের। গেল এপ্রিলে শ্রীলঙ্কাকে তো তাদের মাঠেই রুখে দিয়েছে।