নিউজ ডেস্ক:
ময়মনসিংহ শহরের নতুন বাজার এলাকায় বন্ধুদের হামলায় ইফতিয়ার আহমেদ তন্ময় নামের এক কিশোর নিহত হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে তার মৃত্যু হয়।
তন্ময় শহরের সিটি কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির ছাত্র এবং শহরের নওমহল গরুরখোয়ার এলাকার বাসিন্দা।
এলাকাবাসী জানান, আজ সকালে বন্ধুদের সঙ্গে তন্ময়ের ঝগড়া হয়। এ ঘটনা নিয়ে রাতে শহরের নতুন বাজার এলাকার মফিজ উদ্দিন ইনডেক্স প্লাজার সামনে তাদের মধ্যে আবার বাকবিতণ্ডা হয়। এসময় বন্ধুরা তন্ময়কে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামরুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।





















































