শিরোনাম :
Logo  ইবির পাঁচ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার Logo ইবিতে দুর্গাপূজা উপলক্ষে পরীক্ষা স্থগিতের নোটিশ Logo সুন্দরবনে বন বিভাগের পৃথক অভিযানে ৫ জেলে আটক  ৩টা নৌকা, জাল, বিষের বোতল সহ মাছ জব্দ  Logo পলাশবাড়ীতে ভূয়া সমিতির নামে পৌনে এক কোটির টাকার গাছ বিক্রি করে অর্থ লুটপাট Logo কুবিতে এক সাংবাদিক সংগঠনের নিবন্ধন বাতিলের দাবিতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo পঞ্চগড়ে ভিডাব্লিউবি কার্ড বিতরণ নিয়ে লিখিত অভিযোগ মিথ্যা, ষড়যন্ত্রমূলক বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন Logo সিরাজগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারী নিহত, চারজন আহত Logo ভুক্তভোগীর সংবাদ সম্মেলন কচুয়ায় ফসলি জমি নষ্ট করে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, বাধা দিলে প্রাণনাশের হুমকি  Logo চাঁদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল সমাবেশ Logo ইবিতে “ক্যারিয়ার গাইডলাইন ফর ফ্রেশার্স ২০২৫” অনুষ্ঠিত 

একসঙ্গে খাবেন না যেসব ফল !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:৫৫:৪২ অপরাহ্ণ, শনিবার, ৬ মে ২০১৭
  • ৭৬২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ফল ও সবজি দুটোই স্বাস্থ্যের জন্য উপকারী। তবে সব ফল কি একসঙ্গে খাওয়া ঠিক? বা সব ফলের সঙ্গেই কি সব সবজি মিশিয়ে  খাওয়া ঠিক? বিশেষজ্ঞদের মতে, বিষয়টি ঠিক নয়। এতে হজমে সমস্যা হয়। যেমন ধরুন, পেয়ারার সঙ্গে কিন্তু কলা খাওয়া ঠিক নয়। এতে বমি বা বমি বমি ভাব হওয়ার আশঙ্কা থাকে।

একসঙ্গে খাওয়া ঠিক নয় এমন কিছু ফল ও সবজির তালিকা দিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট ফেমিনা।

এসিডিক, সাব এসিডিকের সঙ্গে মিষ্টিজাতীয় ফল
এসিডিক (যেমন : জাম্বুরা, স্ট্রবেরি ইত্যাদি) বা সাব এসিডিক ফলের (যেমন : আপেল, ডালিম, পিচ ইত্যাদি) সঙ্গে মিষ্টি ফল (যেমন কলা, কিশমিশ ইত্যাদি) খাবেন না। একই কারণে কলা ও পেয়ারা একত্রে খাবেন না। কিছু গবেষণায় বলা হয়, এতে বমি, এসিডোসিস ও মাথাব্যথার সমস্যা হতে পারে।

ফল ও সবজি একত্রে খাবেন না
ফল ও সবজি ভিন্নভাবে হজম হয়। ফল খুব দ্রুত হজম হয়। আর ফলের মধ্যে অনেক চিনি থাকে। কখনো কখনো এটি সবজিকে হজমে বাধা দেয়। এই একই কারণে কমলা ও গাজর একত্রে খাবেন না। এতে বুক জ্বালাপোড়া ও বাইল রিফ্লাক্সের সমস্যা হতে পারে।

স্টার্চি ফলের সঙ্গে উচ্চ প্রোটিন
সামান্য কিছু ফল স্টার্চি ধরনের হয়। এর মধ্যে রয়েছে কাচা কলা। তবে অনেক সবজি আছে যেগুলো স্টার্চি ধরনের হয়। যেমন: ভুট্টা, আলু, কাউপিস ইত্যাদি। এগুলো উচ্চ পরিমাণ প্রোটিন সমৃদ্ধ ফল ও সবজির (যেমন : কিশমিশ, পেয়ারা, পালং শাক, ব্রকলি ইত্যাদি) সঙ্গে মিশিয়ে খাবেন না। কারণ, প্রোটিন হজমের জন্য শরীরের এসিডিক বেজের প্রয়োজন হয়। আর এলকেলাইনের প্রয়োজন হয় স্টার্চ জাতীয় খাবার হজমে।

এ ছাড়া বেশি পানীয় উপাদান থাকার কারণে বাঙ্গির সঙ্গে তরমুজ বা খরবুজ একত্রে খেতে নিষেধ করেন পুষ্টিবিদরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

 ইবির পাঁচ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

একসঙ্গে খাবেন না যেসব ফল !

আপডেট সময় : ০১:৫৫:৪২ অপরাহ্ণ, শনিবার, ৬ মে ২০১৭

নিউজ ডেস্ক:

ফল ও সবজি দুটোই স্বাস্থ্যের জন্য উপকারী। তবে সব ফল কি একসঙ্গে খাওয়া ঠিক? বা সব ফলের সঙ্গেই কি সব সবজি মিশিয়ে  খাওয়া ঠিক? বিশেষজ্ঞদের মতে, বিষয়টি ঠিক নয়। এতে হজমে সমস্যা হয়। যেমন ধরুন, পেয়ারার সঙ্গে কিন্তু কলা খাওয়া ঠিক নয়। এতে বমি বা বমি বমি ভাব হওয়ার আশঙ্কা থাকে।

একসঙ্গে খাওয়া ঠিক নয় এমন কিছু ফল ও সবজির তালিকা দিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট ফেমিনা।

এসিডিক, সাব এসিডিকের সঙ্গে মিষ্টিজাতীয় ফল
এসিডিক (যেমন : জাম্বুরা, স্ট্রবেরি ইত্যাদি) বা সাব এসিডিক ফলের (যেমন : আপেল, ডালিম, পিচ ইত্যাদি) সঙ্গে মিষ্টি ফল (যেমন কলা, কিশমিশ ইত্যাদি) খাবেন না। একই কারণে কলা ও পেয়ারা একত্রে খাবেন না। কিছু গবেষণায় বলা হয়, এতে বমি, এসিডোসিস ও মাথাব্যথার সমস্যা হতে পারে।

ফল ও সবজি একত্রে খাবেন না
ফল ও সবজি ভিন্নভাবে হজম হয়। ফল খুব দ্রুত হজম হয়। আর ফলের মধ্যে অনেক চিনি থাকে। কখনো কখনো এটি সবজিকে হজমে বাধা দেয়। এই একই কারণে কমলা ও গাজর একত্রে খাবেন না। এতে বুক জ্বালাপোড়া ও বাইল রিফ্লাক্সের সমস্যা হতে পারে।

স্টার্চি ফলের সঙ্গে উচ্চ প্রোটিন
সামান্য কিছু ফল স্টার্চি ধরনের হয়। এর মধ্যে রয়েছে কাচা কলা। তবে অনেক সবজি আছে যেগুলো স্টার্চি ধরনের হয়। যেমন: ভুট্টা, আলু, কাউপিস ইত্যাদি। এগুলো উচ্চ পরিমাণ প্রোটিন সমৃদ্ধ ফল ও সবজির (যেমন : কিশমিশ, পেয়ারা, পালং শাক, ব্রকলি ইত্যাদি) সঙ্গে মিশিয়ে খাবেন না। কারণ, প্রোটিন হজমের জন্য শরীরের এসিডিক বেজের প্রয়োজন হয়। আর এলকেলাইনের প্রয়োজন হয় স্টার্চ জাতীয় খাবার হজমে।

এ ছাড়া বেশি পানীয় উপাদান থাকার কারণে বাঙ্গির সঙ্গে তরমুজ বা খরবুজ একত্রে খেতে নিষেধ করেন পুষ্টিবিদরা।