নিউজ ডেস্ক:
ডায়াবেটিস বা ডায়বেটিস মেলিটাস(ইংরেজি ভাষায়: Diabetes mellitus), বাংলায় বহুমূত্র রোগ। একটি হরমোন সংশ্লিষ্ট রোগ। দেহযন্ত্র অগ্ন্যাশয় যদি যথেষ্ট ইনসুলিন তৈরি করতে না পারে অথবা শরীর যদি উৎপন্ন ইনসুলিন ব্যবহারে ব্যর্থ হয়, তাহলে যে রোগ হয় তা হলো ‘ডায়াবেটিস’ বা ‘বহুমূত্র রোগ’।
তখন রক্তে চিনি বা শকর্রার উপস্থিতিজনিত অসামঞ্জস্য দেখা দেয়। ইনসুলিনের ঘাটতিই হল এ রোগের মূল কথা। অগ্ন্যাশয় থেকে নিঃসৃত হরমোন ইনসুলিন, যার সহায়তায় দেহের কোষগুলো রক্ত থেকে গ্লুকোজকে নিতে সমর্থ হয় এবং একে শক্তির জন্য ব্যবহার করতে পারে। ইনসুলিন উৎপাদন বা ইনসুলিনের কাজ করার ক্ষমতা-এর যেকোনো একটি বা দুটোই যদি না হয়, তাহলে রক্তে বাড়তে থাকে গ্লুকোজ। আর একে নিয়ন্ত্রণ না করা গেলে ঘটে নানা রকম জটিলতা, দেহের টিস্যু ও যন্ত্র বিকল হতে থাকে।
নানা অসুখের ক্ষেত্রে মানুষ সত্য ঘটনার চেয়ে রূপকথা নিয়ে থাকতেই পছন্দ করে। এমন কয়েকটি ভুল ধারণা প্রচলিত আছে ডায়াবেটিসের ক্ষেত্রেও। জেনে নিন ডায়াবেটিস সম্পর্কে প্রচলিত কিছু ভুল ধারণা ও প্রকৃত সত্য।
বিশ্বের প্রায় ৫২ শতাংশ মানুষ বিশ্বাস করে ডায়াবেটিস ধরা পড়ার প্রাথমিক পর্যায়ে চিকিৎসা করালে ডায়াবেটিস ভালো হয় না। আসলে প্রাথমিক পর্যায়ের চিকিৎসা রক্তের গ্লুকোজকে স্বাভাবিক মাত্রায় নিয়ে আসে। শুরুতে ধরা পড়লে টাইপ-২ ডায়াবেটিস থেকে রক্ষা পাওয়া যায়।
৪২ শতাংশ মানুষ মনে করে ডায়াবেটিস সম্পূর্ণ আরোগ্য হয়। চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী, টাইপ ১ বা টাইপ ২ কোন ডায়াবেটিসই চিকিৎসায় সম্পূর্ণ ভালো হয় না।
৩৪ শতাংশ মানুষ মনে করে নারীদের ডায়াবেটিস বেশি হয়। গবেষণায় দেখা গেছে, টাইপ-২ ডায়াবেটিস নারীদের মধ্যে খুব একটা দেখা যায় না। অন্যান্য টাইপের ডায়াবেটিসেও নারীরা কম আক্রান্ত হয়।
এছাড়া ২০ শতাংশ মানুষ মনে করে ডায়াবেটিস ছোঁয়াচে রোগ। আসল ব্যাপারটি হল, ডায়াবেটিস কোন ছোঁয়াচে রোগ নয়। বিশেষ করে জিনগত কারণে টাইপ-২ ডায়াবেটিস হয়ে থাকে। জীবনযাপনও গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে।
সূত্র: উইকিপিডিয়া