শিরোনাম :
Logo গম আমদানির লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর Logo জুলাই শহীদদের স্মরণে ঝিনাইদহে কৃষকদলের বৃক্ষরোপণ Logo আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, উপদেষ্টা ও সংসদ সদস্যসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ১৫ অক্টোবর Logo বিষাক্ত মদ খেয়ে খুলনায় ৫ জনের মৃত্যুর Logo কারফিউ শেষে গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি Logo দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা Logo বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে টেক্সটাইল শিক্ষার্থীর মৃত্যু Logo ইবি শিক্ষার্থী সাজিদের মৃত্যু: তথ্য চেয়ে তদন্ত কমিটির গণবিজ্ঞপ্তি প্রকাশ Logo আবারও মুজিববাদী-ভারতপন্থি শক্তি সক্রিয় হচ্ছে : সারজিস আলম Logo কমেছে কাঁচা মরিচের দাম,মুরগির দাম বাড়তি

জঙ্গিদের বিস্ফোরক বিশেষজ্ঞ মার্টিন পাঁচ দিনের রিমান্ডে !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৩৭:২২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০১৭
  • ৭৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার হওয়া নব্য জেএমবির বিস্ফোরক বিশেষজ্ঞ ও প্রশিক্ষক মুশফিকুর রহমান ওরফে মুশফিক মার্টিন জেনীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম এ এইচ এম তোহা রিমান্ডের আদেশ দেন। বিকেলে মার্টিনকে আদালতে হাজির করে বাড্ডা থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন র‌্যাবের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাজ্জাদ হোসেন।

বুধবার সকালে ঢাকার উত্তরা থেকে মুশফিকুর রহমান ওরফে মুশফিক মার্টিন জেনীকে গ্রেপ্তার করে র‌্যাব-১০। গ্রেপ্তারের পর র‌্যাব জানায়, মার্টিন জঙ্গিদের ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস তৈরি, তৈরির প্রশিক্ষণ ও তাদের কাছে সরবরহ করতেন। তথ্য প্রযুক্তি বিষয়ে তার প্রচুর জ্ঞান ছিল। এ জ্ঞান তিনি জঙ্গিবাদে কাজে লাগাতেন।

জানা যায়, মার্টিন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসসি) বিভাগের ২০০৫ সালের ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তিনি জঙ্গিবাদে উদ্বুদ্ধ হন। সহপাঠী ওয়ালী জামান ও আনোয়ারের মাধ্যমে তিনি জঙ্গিবাদে যুক্ত হন। ওয়ালী জামান ও আনোয়ার গত ২০ মার্চ বাড্ডা থানার একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন।

জঙ্গিবাদে জড়িয়ে পড়ার কারণে মার্টিন স্নাতক শেষ করতে পারেননি। মার্টিনের বাবা ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম নামকরা প্রকৌশলী ছিলেন। তারা দুই ভাই ও এক বোন। তাদের বাড়ি কুমিল্লার বুড়িচং থানার নিমসারে। ঢাকায় উত্তরার ১২ নম্বর সেক্টরের ১/এ রোডের ৮ নম্বর বাসায় তারা থাকতেন।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিজানুর রহমান ভূইয়া জানান, মার্টিন নব্য জেএমবির সব নাশকতার পরিকল্পনা প্রণয়ন, ঘটনাস্থল রেকি করা, রিমোট কন্ট্রোল ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস তৈরি ও স্থাপন করতেন।

র‌্যাব সূত্র জানায়, মার্টিন যেসব বিস্ফোরক তৈরি করতেন তা দিয়ে জঙ্গিরা দেশের বিভিন্ন জায়গায় সরকারি স্থাপনায় হামলা চালানোর পরিকল্পনা করেছিল। সম্প্রতি গ্রেপ্তার হওয়া নব্য জেএমবির ১৫ সদস্য জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানান। তারা জানান, পরিকল্পনা বাস্তবায়নের জন্য বিপুল পরিমাণ ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ও গান পাউডার মজুদ করে রেখেছেন তারা। কীভাবে এগুলো ব্যবহার করতে হবে সে বিষয়ে জঙ্গিদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গম আমদানির লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

জঙ্গিদের বিস্ফোরক বিশেষজ্ঞ মার্টিন পাঁচ দিনের রিমান্ডে !

আপডেট সময় : ১১:৩৭:২২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০১৭

নিউজ ডেস্ক:

রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার হওয়া নব্য জেএমবির বিস্ফোরক বিশেষজ্ঞ ও প্রশিক্ষক মুশফিকুর রহমান ওরফে মুশফিক মার্টিন জেনীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম এ এইচ এম তোহা রিমান্ডের আদেশ দেন। বিকেলে মার্টিনকে আদালতে হাজির করে বাড্ডা থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন র‌্যাবের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাজ্জাদ হোসেন।

বুধবার সকালে ঢাকার উত্তরা থেকে মুশফিকুর রহমান ওরফে মুশফিক মার্টিন জেনীকে গ্রেপ্তার করে র‌্যাব-১০। গ্রেপ্তারের পর র‌্যাব জানায়, মার্টিন জঙ্গিদের ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস তৈরি, তৈরির প্রশিক্ষণ ও তাদের কাছে সরবরহ করতেন। তথ্য প্রযুক্তি বিষয়ে তার প্রচুর জ্ঞান ছিল। এ জ্ঞান তিনি জঙ্গিবাদে কাজে লাগাতেন।

জানা যায়, মার্টিন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসসি) বিভাগের ২০০৫ সালের ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তিনি জঙ্গিবাদে উদ্বুদ্ধ হন। সহপাঠী ওয়ালী জামান ও আনোয়ারের মাধ্যমে তিনি জঙ্গিবাদে যুক্ত হন। ওয়ালী জামান ও আনোয়ার গত ২০ মার্চ বাড্ডা থানার একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন।

জঙ্গিবাদে জড়িয়ে পড়ার কারণে মার্টিন স্নাতক শেষ করতে পারেননি। মার্টিনের বাবা ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম নামকরা প্রকৌশলী ছিলেন। তারা দুই ভাই ও এক বোন। তাদের বাড়ি কুমিল্লার বুড়িচং থানার নিমসারে। ঢাকায় উত্তরার ১২ নম্বর সেক্টরের ১/এ রোডের ৮ নম্বর বাসায় তারা থাকতেন।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিজানুর রহমান ভূইয়া জানান, মার্টিন নব্য জেএমবির সব নাশকতার পরিকল্পনা প্রণয়ন, ঘটনাস্থল রেকি করা, রিমোট কন্ট্রোল ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস তৈরি ও স্থাপন করতেন।

র‌্যাব সূত্র জানায়, মার্টিন যেসব বিস্ফোরক তৈরি করতেন তা দিয়ে জঙ্গিরা দেশের বিভিন্ন জায়গায় সরকারি স্থাপনায় হামলা চালানোর পরিকল্পনা করেছিল। সম্প্রতি গ্রেপ্তার হওয়া নব্য জেএমবির ১৫ সদস্য জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানান। তারা জানান, পরিকল্পনা বাস্তবায়নের জন্য বিপুল পরিমাণ ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ও গান পাউডার মজুদ করে রেখেছেন তারা। কীভাবে এগুলো ব্যবহার করতে হবে সে বিষয়ে জঙ্গিদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে।