সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জে খুচরা সার বিক্রেতাদের আইডি কার্ড বহাল ও কমিশন বাড়ানোর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক নজরুল ইসলামের কাছ একটি স্মারকলিপি পেশ করেন খুচরা সার ব্যবসয়ীরা।
বুধবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা সভাপতি সামসুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে সাধারণ সম্পাদক রুহুল আমিন সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে কৃষি উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি পেশ করেন।