বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে স্বামীর সঙ্গে অভিমান করে বর্ষা রানী মহন্ত (২৫) নামে এক গৃহবধূরর আত্মহত্যা। তিনি বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের মাহাতবপুর গ্রামের দেবারু মহন্তের মেয়ে।
সোমবার (২০ অক্টোবর ) সকাল ১০ টার দিকে উপজেলার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বৈরবাড়ী কাহপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর । তিনি জানান, মরদেহটি দিনাজপুর মেডিকেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তিনি আরও জানান, পোস্ট মেডামের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। এব্যাপারে বীরগঞ্জ থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে। সরজমিনে স্থানীরা জানান,উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বৈরবাড়ী কাহপাড়া গ্রামের ভাদু মহন্তের ছেলে দ্বীনবন্ধু মহন্তের সঙ্গে বর্ষা রানী মহন্তের
৫ বছর পূর্বে বিবাহ হয়। বিবাহের পর থেকেই স্বামী -স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনে কলহ শুরু হয়।
রবিবার বিকেলে স্বামীর সাথে সাবান দিয়ে অভিমান করে আধাপাকা ঘরে সবার অগোচরে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে বর্ষা।
সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে উদ্ধার উদ্ধার করেছেন।