চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ৩ সেপ্টেম্বর ) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব ভবনের ৩য় তলায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরাম।
সংগঠনের সাধারণ সম্পাদক মো: শাওন পাটোয়ারীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি এসএম সোহেল, সহ-সভাপতি মাজহারুল ইসলাম অনিক, সিনিয়র যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম, যুগ্ম সম্পাদক সজিব খান, সাংগঠনিক সম্পাদক সাইদ হোসেন অপু চৌধুরী, কোষাধ্যক্ষ শেখ আল মামুন, দপ্তর সম্পাদক মানিক দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আনোয়ারুল হক, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ইমাম হোসেন গাজী, কার্যকরী সদস্য এম এ লতিফ, কেএম মাসুদ, মিজানুর রহমান লিটন, অভিজিৎ রায় প্রমূখ।
সভায় সংগঠনের বিভিন্ন উন্নয়নমূলক, বিগত সভার কার্যবিবরণী পাঠ,অভিষেক, বার্ষিক বনভোজন সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
উল্লেখ্য, নির্বাচিত এই পরিষদ ২০২৫ সালের ১ আগষ্ট থেকে আগামী ২ বছরের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন।
ক্যাপশান – চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির প্রথম সভায় সভাপতির বক্তব্য রাখছেন সভাপতিত্ব অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরাম।