কক্সবাজারের উখিয়ায় গ্যাসের সিলিন্ডারে করে ৫০ হাজার পিস ইয়াবা পাচারের সময় তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ জুলাই) সকালে উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং পশ্চিমপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী রহমতের বিল এলাকার বাসিন্দা মামুনুর রশিদ (২৪), কক্সবাজার পৌরসভার বিজিবি ক্যাম্প সংলগ্ন পশ্চিম চৌধুরীপাড়ার বাসিন্দা নুরুল ইসলাম (২৬) এবং একই এলাকার বাসিন্দা মো. কবির (২৩)।পুলিশ জানায়, একটি পেট্রোলচালিত প্রাইভেট কারের পেছনের সিটে অতিরিক্ত একটি গ্যাসের সিলিন্ডার বসিয়ে তার ভেতরে কৌশলে ইয়াবাগুলো লুকিয়ে রাখা হয়েছিল।
পরবর্তীতে পুলিশের তল্লাশিতে ইয়াবাগুলো জব্দ করা হয়। একইসঙ্গে মাদক পরিবহনের কাজে জড়িত থাকার অপরাধে গাড়িটিও জব্দ করা হয়েছে।কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আটকদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা রুজু করা হয়েছে।