নিজ থেকে পদত্যাগের ইচ্ছা নেই , সরকার বললে চলে যাবো: শিক্ষা উপদেষ্টা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৪৭:২২ অপরাহ্ণ, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • ৭১২ বার পড়া হয়েছে

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রমে কোনো গাফিলতি হয়নি দাবি করে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেছেন, নিজ থেকে পদত্যাগের ইচ্ছা নেই তার। তবে সরকার (প্রধান উপদেষ্টা) যদি তাকে সরে যেতে বলেন, তাহলে তিনি চলে যাবেন।বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে বৈঠক করেন তিনি।

প্রসঙ্গত, রাষ্ট্রীয় শোক দিবসে মঙ্গলবার বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে বিক্ষোভ করে এবং ভেতরে প্রবেশ করে। তারা শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবি করে। ইতোমধ্যে শিক্ষা সচিবকে প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে উপদেষ্টার পদে থাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সেটা সরকার বিবেচনা করবে। আমার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে…’

আপনার দায়িত্বে থাকা উচিত কি না— এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমার মনে হয় রায় আপনারাই দিয়ে দিচ্ছেন। আমার এখানে দেওয়ার তেমন কিছু নেই। কোনো রকমের অব্যবস্থাপনা এখানে হয়নি। সেটাই বোঝাতে চেষ্টা করছি।’তিনি আরও বলেন, ‘সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে। এটা উচ্চতর একটি কমিটির সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তের সঙ্গে আমি জড়িত ছিলাম না। কেন দেওয়া হয়েছে, সে উত্তর আমি দিতে পারব না। নিজে থেকে পদত্যাগের কোনো অভিপ্রায় নেই। আমি মনে করি না, আমার কাজের কোনো ব্যত্যয় হয়েছে।’

সি আর আবরার বলেন, ‘আমাকে নিয়ে কথা হয়েছে। তাও যদি মনে করা হয় ব্যত্যয় হয়েছে, আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব। এখানে আঁকড়ে থাকার কিছু নেই, নিজেকে জাস্টিফাই করারও কিছু নেই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নিজ থেকে পদত্যাগের ইচ্ছা নেই , সরকার বললে চলে যাবো: শিক্ষা উপদেষ্টা

আপডেট সময় : ০৬:৪৭:২২ অপরাহ্ণ, বুধবার, ২৩ জুলাই ২০২৫

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রমে কোনো গাফিলতি হয়নি দাবি করে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেছেন, নিজ থেকে পদত্যাগের ইচ্ছা নেই তার। তবে সরকার (প্রধান উপদেষ্টা) যদি তাকে সরে যেতে বলেন, তাহলে তিনি চলে যাবেন।বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে বৈঠক করেন তিনি।

প্রসঙ্গত, রাষ্ট্রীয় শোক দিবসে মঙ্গলবার বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে বিক্ষোভ করে এবং ভেতরে প্রবেশ করে। তারা শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবি করে। ইতোমধ্যে শিক্ষা সচিবকে প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে উপদেষ্টার পদে থাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সেটা সরকার বিবেচনা করবে। আমার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে…’

আপনার দায়িত্বে থাকা উচিত কি না— এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমার মনে হয় রায় আপনারাই দিয়ে দিচ্ছেন। আমার এখানে দেওয়ার তেমন কিছু নেই। কোনো রকমের অব্যবস্থাপনা এখানে হয়নি। সেটাই বোঝাতে চেষ্টা করছি।’তিনি আরও বলেন, ‘সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে। এটা উচ্চতর একটি কমিটির সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তের সঙ্গে আমি জড়িত ছিলাম না। কেন দেওয়া হয়েছে, সে উত্তর আমি দিতে পারব না। নিজে থেকে পদত্যাগের কোনো অভিপ্রায় নেই। আমি মনে করি না, আমার কাজের কোনো ব্যত্যয় হয়েছে।’

সি আর আবরার বলেন, ‘আমাকে নিয়ে কথা হয়েছে। তাও যদি মনে করা হয় ব্যত্যয় হয়েছে, আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব। এখানে আঁকড়ে থাকার কিছু নেই, নিজেকে জাস্টিফাই করারও কিছু নেই।