শিরোনাম :
Logo শেরপুরে নিখোঁজের তিন দিন পর কিশোরীর মরদেহ উদ্ধার Logo হিটের প্রকল্প মূল্যায়নে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান Logo পলাশবাড়ী কালীবাড়ী বাজারে অবৈধ দখল উচ্ছেদ Logo পলাশবাড়ীতে ইউপি সদস্যের  হাত পা ভেঙ্গে দিয়েছে একদল দুর্বৃত্তরা  Logo ঝালকাঠির নবগ্রাম কৃষি ব্যাংক ব্যবস্থাপকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে সরেজমিনে ডিজিএম Logo সামাজিক মাধ্যমে অপপ্রচারে জর্জরিত দেশের শিল্পাঙ্গন বিনোদন প্রতিবেদন Logo ইবি কারাতে ক্লাবের নেতৃত্বে নোমান-সাদিয়া Logo গৌরবের অষ্টম বর্ষে আলোর দিশার পদার্পণে থাকছে নানা আয়োজন Logo শিক্ষার্থীদের রিটেক সমস্যা সমাধানে গাফিলতির অভিযোগ যবিপ্রবি প্রশাসনের বিরুদ্ধে  Logo নতুন ভবনেই বদলে যাবে সফিবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র”

কুষ্টিয়ায় ভুল প্রশ্নপত্র বিতরণের ঘটনায় কেন্দ্রসচিবসহ ৬ জনকে অব্যাহতি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:৫১:০৪ অপরাহ্ণ, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • ৭২২ বার পড়া হয়েছে

জেলার একটি কেন্দ্রে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় ভুল প্রশ্নপত্র বিতরণের ঘটনায় কেন্দ্রসচিবসহ ৬ জনকে পরীক্ষা পরিচালনার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিতরণ করা প্রশ্নপত্র নতুন করে ছাপার কাজ চলছে।

এ ঘটনায় যশোর শিক্ষা বোর্ড ও কুষ্টিয়ার জেলা প্রশাসক আলাদা তদন্ত কমিটি গঠন করেছে। গতকাল শুক্রবার কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। অব্যাহতি পাওয়া ব্যক্তিরা হলেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও কেন্দ্রসচিব সালাহ্ উদ্দিন, পরিচালনা কমিটির সদস্য রাজু উদ্দিন আহমেদ, সেলিম উদ্দিন, আব্দুর জব্বার, হারুনার রশিদ ও ট্যাগ অফিসার।

তিনি জানান, পরীক্ষা পরিচালনার জন্য গণিত বিভাগের সহকারী অধ্যাপক আজব আলী জোয়ার্দ্দারকে ভারপ্রাপ্ত কর্মকর্তা করে তিন সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে।
কলেজ সূত্র জানায়, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে যশোর শিক্ষা বোর্ড গঠিত ৩ সদস্যের তদন্ত কমিটি আদর্শ ডিগ্রি মহাবিদ্যালয় কেন্দ্রে আসেন। সেখানে বিকেল পর্যন্ত তারা অবস্থান করেন। এরপর তদন্ত কাজ শেষ করে বের হয়ে যান।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. মিজানুর রহমান জানান, যশোর বোর্ডের তদন্ত কমিটির সদস্যরা শুক্রবার কেন্দ্র ঘুরে গেছেন। কমিটির সিদ্ধান্তেই কেন্দ্রের পরীক্ষা পরিচালনা কমিটির দায়িত্বে থাকা ৬ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তিনি বলেন, যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্র নতুন করে ছাপার কাজ চলছে। শুক্রবার রাতের মধ্যে প্রশ্নপত্র সব জায়গায় পৌঁছে যাবে। যশোর শিক্ষা বোর্ড থেকে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি শুক্রবার কেন্দ্র পরিদর্শন করে। এছাড়াও জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তাকে প্রধান করে ৫ সদস্যের আরো একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

যশোর বোর্ডের কমিটির পক্ষ থেকে বলা হয়, প্রশ্নপত্র কেন্দ্রে আসার আগে যে ধাপগুলো আছে, সেই হিসেবে এক পরীক্ষার প্রশ্ন আরেক পরীক্ষায় আসা অসম্ভব। ট্রেজারিতে প্যাকেটবন্দির সময় খুবই সতর্কতার সাথে কাজগুলো করার কথা। সেক্ষেত্রে এ ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা খুব কম। এক্ষেত্রে দায়িত্বে থাকা কলেজের চার শিক্ষকের ভুলের কারণেই এমনটা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অব্যাহতি প্রাপ্ত কেন্দ্রসচিব ও আদর্শ ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সালাহ্ উদ্দিন বাসসকে বলেন, তদন্ত কমিটি লিখিতভাবে কিছু না জানালেও ওই চার শিক্ষকসহ আমাকে কেন্দ্রের পরিচালনা কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার মানবিক বিভাগের যুক্তিবিদ্যা বিষয়ের প্রথম পত্রের পরীক্ষা ছিল। এদিন আদর্শ ডিগ্রি মহাবিদ্যালয় কেন্দ্রে সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর ৩০ নম্বরের নৈর্ব্যাক্তিক পরীক্ষার প্রশ্নপত্র বিতরণ করা হয়। ওই কেন্দ্রে কয়েকটি কলেজের মানবিক বিভাগের ১২৬ জন পরীক্ষার্থী ছিল। এর মধ্যে দুটি কক্ষে ৫২ জনের মধ্যে যুক্তিবিদ্যা প্রথম পত্রের ‘গ’ সেট ১২১ কোডের নৈর্ব্যক্তিক (এমসিকিউ) প্রশ্নের পরিবর্তে দ্বিতীয় পত্রের ‘গ’ সেট ১২২ কোডের প্রশ্ন বিতরণ করা হয়।

শিক্ষার্থীরা দ্বিতীয় পত্রের প্রশ্ন দেখার পর বিষয়টি বুঝতে পেরে শিক্ষকদের জানায়। এসময় শিক্ষকেরা দ্রুত প্রশ্নগুলো প্রত্যাহার করে নেন। ঘটনা জানার পর জেলা প্রশাসনের কর্মকর্তারা কেন্দ্রটি পরিদর্শন করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শেরপুরে নিখোঁজের তিন দিন পর কিশোরীর মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় ভুল প্রশ্নপত্র বিতরণের ঘটনায় কেন্দ্রসচিবসহ ৬ জনকে অব্যাহতি

আপডেট সময় : ০২:৫১:০৪ অপরাহ্ণ, শনিবার, ১২ জুলাই ২০২৫

জেলার একটি কেন্দ্রে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় ভুল প্রশ্নপত্র বিতরণের ঘটনায় কেন্দ্রসচিবসহ ৬ জনকে পরীক্ষা পরিচালনার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিতরণ করা প্রশ্নপত্র নতুন করে ছাপার কাজ চলছে।

এ ঘটনায় যশোর শিক্ষা বোর্ড ও কুষ্টিয়ার জেলা প্রশাসক আলাদা তদন্ত কমিটি গঠন করেছে। গতকাল শুক্রবার কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। অব্যাহতি পাওয়া ব্যক্তিরা হলেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও কেন্দ্রসচিব সালাহ্ উদ্দিন, পরিচালনা কমিটির সদস্য রাজু উদ্দিন আহমেদ, সেলিম উদ্দিন, আব্দুর জব্বার, হারুনার রশিদ ও ট্যাগ অফিসার।

তিনি জানান, পরীক্ষা পরিচালনার জন্য গণিত বিভাগের সহকারী অধ্যাপক আজব আলী জোয়ার্দ্দারকে ভারপ্রাপ্ত কর্মকর্তা করে তিন সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে।
কলেজ সূত্র জানায়, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে যশোর শিক্ষা বোর্ড গঠিত ৩ সদস্যের তদন্ত কমিটি আদর্শ ডিগ্রি মহাবিদ্যালয় কেন্দ্রে আসেন। সেখানে বিকেল পর্যন্ত তারা অবস্থান করেন। এরপর তদন্ত কাজ শেষ করে বের হয়ে যান।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. মিজানুর রহমান জানান, যশোর বোর্ডের তদন্ত কমিটির সদস্যরা শুক্রবার কেন্দ্র ঘুরে গেছেন। কমিটির সিদ্ধান্তেই কেন্দ্রের পরীক্ষা পরিচালনা কমিটির দায়িত্বে থাকা ৬ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তিনি বলেন, যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্র নতুন করে ছাপার কাজ চলছে। শুক্রবার রাতের মধ্যে প্রশ্নপত্র সব জায়গায় পৌঁছে যাবে। যশোর শিক্ষা বোর্ড থেকে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি শুক্রবার কেন্দ্র পরিদর্শন করে। এছাড়াও জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তাকে প্রধান করে ৫ সদস্যের আরো একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

যশোর বোর্ডের কমিটির পক্ষ থেকে বলা হয়, প্রশ্নপত্র কেন্দ্রে আসার আগে যে ধাপগুলো আছে, সেই হিসেবে এক পরীক্ষার প্রশ্ন আরেক পরীক্ষায় আসা অসম্ভব। ট্রেজারিতে প্যাকেটবন্দির সময় খুবই সতর্কতার সাথে কাজগুলো করার কথা। সেক্ষেত্রে এ ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা খুব কম। এক্ষেত্রে দায়িত্বে থাকা কলেজের চার শিক্ষকের ভুলের কারণেই এমনটা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অব্যাহতি প্রাপ্ত কেন্দ্রসচিব ও আদর্শ ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সালাহ্ উদ্দিন বাসসকে বলেন, তদন্ত কমিটি লিখিতভাবে কিছু না জানালেও ওই চার শিক্ষকসহ আমাকে কেন্দ্রের পরিচালনা কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার মানবিক বিভাগের যুক্তিবিদ্যা বিষয়ের প্রথম পত্রের পরীক্ষা ছিল। এদিন আদর্শ ডিগ্রি মহাবিদ্যালয় কেন্দ্রে সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর ৩০ নম্বরের নৈর্ব্যাক্তিক পরীক্ষার প্রশ্নপত্র বিতরণ করা হয়। ওই কেন্দ্রে কয়েকটি কলেজের মানবিক বিভাগের ১২৬ জন পরীক্ষার্থী ছিল। এর মধ্যে দুটি কক্ষে ৫২ জনের মধ্যে যুক্তিবিদ্যা প্রথম পত্রের ‘গ’ সেট ১২১ কোডের নৈর্ব্যক্তিক (এমসিকিউ) প্রশ্নের পরিবর্তে দ্বিতীয় পত্রের ‘গ’ সেট ১২২ কোডের প্রশ্ন বিতরণ করা হয়।

শিক্ষার্থীরা দ্বিতীয় পত্রের প্রশ্ন দেখার পর বিষয়টি বুঝতে পেরে শিক্ষকদের জানায়। এসময় শিক্ষকেরা দ্রুত প্রশ্নগুলো প্রত্যাহার করে নেন। ঘটনা জানার পর জেলা প্রশাসনের কর্মকর্তারা কেন্দ্রটি পরিদর্শন করেন।