মঙ্গলবার | ২০ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo মোটরসাইকেল দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত Logo আইইবি’র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হলো এআই ভিত্তিক টেক্সটাইল অটোমেশন বিষয়ক সেমিনার Logo শহিদ জিয়ার জন্মবার্ষিকীতে খুবি এনটিএ ও ইউট্যাবের দোয়া Logo এবারের ভোটে রাজনৈতিক দলগুলো যদি লাইনের বাইরে চলে যায়, তাহলে তাদের চড়া মাশুল গুনতে হবে-সাতক্ষীরায় মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা Logo খুবিতে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম প্রত্যক্ষ করলেন উপ-উপাচার্য Logo আজ শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী Logo জিয়াউর রহমান : এক সত্যিকারের দেশপ্রেমিক ও জাতি গঠনের কারিগর Logo কেন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার: প্রেস উইংয়ের ব্যাখ্যা Logo পলাশবাড়ীর ফুটপাতেই ডাক্তারের উপহার, প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা! Logo পলাশবাড়ীর ফুটপাতেই ডাক্তারের উপহার, প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা!

“মা” দিবসে মায়ের জন্য উৎসর্গ

Oplus_16908288

“মা” শব্দটি এক অক্ষরের হলেও এতে লুকিয়ে আছে হাজারো আবদারের পাওয়া হাজারো ভালোবাসা। মা হলো এই পৃথিবীর সবচেয়ে দামী। যার সঙ্গে কোনও কিছুর তুলনা চলে না। যার মা নেই সেই একমাত্র বোঝে মা হারানোর যন্ত্রণা। মা হলেন এমন একজন, যিনি অন্য সবার স্থান নিতে পারেন কিন্তু যার স্থান অন্য কেউ নিতে পারে না।

একজন বাবা তার সন্তানের জন্য সর্বদা যত্নশীল, কিন্তু একজন মা তার সন্তানের প্রতি সর্বদা প্রেমময়। একজন মায়ের বাহু কোমলতা দিয়ে তৈরি এবং শিশুরা তার মধ্যে নিশ্চিন্তে ঘুমাতে পারে। মা আপনার প্রথম বন্ধু, সেরা বন্ধু, চিরকালের বন্ধু। মায়েরা অল্প সময়ের জন্য তাদের সন্তানদের হাত ধরে রাখে, কিন্তু তাদের হৃদয় চিরকালের জন্য।

আমার মা সমগ্র বিশ্বের সর্বশ্রেষ্ঠ মা। আমার স্বপ্নকে সত্যি করার জন্য, তিনি সবকিছু করেছেন। মায়ের ভালোবাসা যে কোনও তাজা ফুলের চেয়ে সুন্দর। আমার বয়স যতই হোক বা আমার যতো সন্তানই হোক না কেন, আমি সবসময় আমার মায়ের সন্তান হয়ে থাকবো। আমার মায়ের চেয়ে বেশি দয়ালু বা যত্নশীল কেউ নেই। আমার মা আমার মূল, আমার ভিত্তি। তিনি সেই বীজ রোপণ করেছিলেন যেটির উপর আমি আমার জীবনের ভিত্তি গড়ে ছিলাম।

আমার মা আমার জীবনে ধ্রুবক ছিলেন। তিনি আমাকে একাই বড় করেছেন। কান্নার সেরা জায়গা হল মায়ের কোল। তিনি আপনাকে তার ভালোবাসা, তার প্রার্থনা এবং আপনাকে পথ দেখানোর শক্তি দিয়ে পাঠান। মা ও মেয়ের ভালোবাসা কখনো আলাদা হয় না। মায়েরা কখনই অবসর গ্রহণ করেন না, তার সন্তানের বয়স যতোই হোক না কেন, তিনি সর্বদাই একজন মা। সর্বদা তার সন্তানদের, যে কোনও উপায়ে উত্সাহিত করতে এবং সাহায্য করতে ইচ্ছুক!

আমার জীবনে তুমি সেই সূর্য যেটা কখনো ম্লান হয় না এবং সেই চাঁদ যা কখনো হারিয়ে যায় না। পৃথিবীতে মা-ই একমাত্র ব্যক্তি, যিনি কন্যার দুশ্চিন্তা এবং ভয়কে সুখে পরিণত করতে পারেন। আমার মায়ের চোখের দিকে তাকানো, মহাবিশ্বের গভীরতার দিকে তাকানোর মতো। তার শক্তি, তার ভালোবাসা, তার ভক্তি, তার ভয় এবং তার আত্মা আমার মধ্যে প্রতিফলিত হোক।

‘মা’ কে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী জুবাইর হোসেন বলেন, এইতো সেদিন সারা টা রাত গেলো অসুস্থতায়, কাশতে কাশতে জীবন বের হয়ে যাওয়ার উপক্রম। বাসায় থাকতে এমন হলে চলতো আমি কিভাবে সুস্থ হই তার কতো আয়োজন! মা হয়তো বার বার গরম চা এনে আমায় দিত আবার কখনোবা রসুন তেল গরম করে গলায় দিয়ে দিত,বুকে মালিশ করে দিত। কিন্তু আজ এমন এক শহরে আছি যেখানে থেকে মা কে শুধু মোবাইল ফোনের ওপাশেই পাওয়া যায়, শুধু কন্ঠ টাই শুনতে পাওয়া যায়। যেখানে আমি সারারাত ভর কাশতে কাশতে মরে গেলেও কেউ দেখতেও আসবে না। দেখতে আসবে কি বুঝতেই পারবে না। আজ আমি এমন শহরে আছি যেখানে রাতে কাশি শুরু হলে কেউ বলে না “বাবা চা খাবি বানায় দিব?” কেউ জোর করে গলায় বুকে তেল মালিশও করে দেয় না। আজ আমি এমন শহরে যেখানে সারাদিন না খেলেও কেউ জানতেও পারে না, খেতে জোর করা তো দুরের কথা। মঝে মাঝে খুবই ইচ্ছে হয় ছুটে চলে যাই বাড়ি মা কে একবার কাছ থেকে মন ভরে ডাক দিয়ে আসি মা… ওমা…। কিন্তু তা তো আর হয় না আমি কোথায় থাকি ইট পাথরের ব্যাস্ত শহর রাজশাহীতে, মা তো থাকে সেই দিনাজপুরের এক নির্মল সবুজে ঢাকা গ্রামে। ইশশ!!আজ যদি মায়ের কাছে নিজের বাসায় থাকতাম তাহলে হয়তো এত কষ্টকর একটা রাত কাটাতে হতো না।

একজন মায়ের ভালোবাসাই সবকিছু। এটিই একটি শিশুকে এই পৃথিবীতে নিয়ে আসে। যখন একজন মা তার সন্তানকে বিপদে দেখেন, তিনি আক্ষরিক অর্থেই যে কোনও কিছু করতে সক্ষম হন। একজন মায়ের ভালোবাসা সবচেয়ে শক্তিশালী শক্তি। একজন মা এবং একটি মেয়ে সবসময় একটি বিশেষ বন্ধন ভাগ করে নেয়, যা তাদের হৃদয়ে খোদাই করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মোটরসাইকেল দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

“মা” দিবসে মায়ের জন্য উৎসর্গ

আপডেট সময় : ০১:০৪:১৪ অপরাহ্ণ, রবিবার, ১১ মে ২০২৫

“মা” শব্দটি এক অক্ষরের হলেও এতে লুকিয়ে আছে হাজারো আবদারের পাওয়া হাজারো ভালোবাসা। মা হলো এই পৃথিবীর সবচেয়ে দামী। যার সঙ্গে কোনও কিছুর তুলনা চলে না। যার মা নেই সেই একমাত্র বোঝে মা হারানোর যন্ত্রণা। মা হলেন এমন একজন, যিনি অন্য সবার স্থান নিতে পারেন কিন্তু যার স্থান অন্য কেউ নিতে পারে না।

একজন বাবা তার সন্তানের জন্য সর্বদা যত্নশীল, কিন্তু একজন মা তার সন্তানের প্রতি সর্বদা প্রেমময়। একজন মায়ের বাহু কোমলতা দিয়ে তৈরি এবং শিশুরা তার মধ্যে নিশ্চিন্তে ঘুমাতে পারে। মা আপনার প্রথম বন্ধু, সেরা বন্ধু, চিরকালের বন্ধু। মায়েরা অল্প সময়ের জন্য তাদের সন্তানদের হাত ধরে রাখে, কিন্তু তাদের হৃদয় চিরকালের জন্য।

আমার মা সমগ্র বিশ্বের সর্বশ্রেষ্ঠ মা। আমার স্বপ্নকে সত্যি করার জন্য, তিনি সবকিছু করেছেন। মায়ের ভালোবাসা যে কোনও তাজা ফুলের চেয়ে সুন্দর। আমার বয়স যতই হোক বা আমার যতো সন্তানই হোক না কেন, আমি সবসময় আমার মায়ের সন্তান হয়ে থাকবো। আমার মায়ের চেয়ে বেশি দয়ালু বা যত্নশীল কেউ নেই। আমার মা আমার মূল, আমার ভিত্তি। তিনি সেই বীজ রোপণ করেছিলেন যেটির উপর আমি আমার জীবনের ভিত্তি গড়ে ছিলাম।

আমার মা আমার জীবনে ধ্রুবক ছিলেন। তিনি আমাকে একাই বড় করেছেন। কান্নার সেরা জায়গা হল মায়ের কোল। তিনি আপনাকে তার ভালোবাসা, তার প্রার্থনা এবং আপনাকে পথ দেখানোর শক্তি দিয়ে পাঠান। মা ও মেয়ের ভালোবাসা কখনো আলাদা হয় না। মায়েরা কখনই অবসর গ্রহণ করেন না, তার সন্তানের বয়স যতোই হোক না কেন, তিনি সর্বদাই একজন মা। সর্বদা তার সন্তানদের, যে কোনও উপায়ে উত্সাহিত করতে এবং সাহায্য করতে ইচ্ছুক!

আমার জীবনে তুমি সেই সূর্য যেটা কখনো ম্লান হয় না এবং সেই চাঁদ যা কখনো হারিয়ে যায় না। পৃথিবীতে মা-ই একমাত্র ব্যক্তি, যিনি কন্যার দুশ্চিন্তা এবং ভয়কে সুখে পরিণত করতে পারেন। আমার মায়ের চোখের দিকে তাকানো, মহাবিশ্বের গভীরতার দিকে তাকানোর মতো। তার শক্তি, তার ভালোবাসা, তার ভক্তি, তার ভয় এবং তার আত্মা আমার মধ্যে প্রতিফলিত হোক।

‘মা’ কে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী জুবাইর হোসেন বলেন, এইতো সেদিন সারা টা রাত গেলো অসুস্থতায়, কাশতে কাশতে জীবন বের হয়ে যাওয়ার উপক্রম। বাসায় থাকতে এমন হলে চলতো আমি কিভাবে সুস্থ হই তার কতো আয়োজন! মা হয়তো বার বার গরম চা এনে আমায় দিত আবার কখনোবা রসুন তেল গরম করে গলায় দিয়ে দিত,বুকে মালিশ করে দিত। কিন্তু আজ এমন এক শহরে আছি যেখানে থেকে মা কে শুধু মোবাইল ফোনের ওপাশেই পাওয়া যায়, শুধু কন্ঠ টাই শুনতে পাওয়া যায়। যেখানে আমি সারারাত ভর কাশতে কাশতে মরে গেলেও কেউ দেখতেও আসবে না। দেখতে আসবে কি বুঝতেই পারবে না। আজ আমি এমন শহরে আছি যেখানে রাতে কাশি শুরু হলে কেউ বলে না “বাবা চা খাবি বানায় দিব?” কেউ জোর করে গলায় বুকে তেল মালিশও করে দেয় না। আজ আমি এমন শহরে যেখানে সারাদিন না খেলেও কেউ জানতেও পারে না, খেতে জোর করা তো দুরের কথা। মঝে মাঝে খুবই ইচ্ছে হয় ছুটে চলে যাই বাড়ি মা কে একবার কাছ থেকে মন ভরে ডাক দিয়ে আসি মা… ওমা…। কিন্তু তা তো আর হয় না আমি কোথায় থাকি ইট পাথরের ব্যাস্ত শহর রাজশাহীতে, মা তো থাকে সেই দিনাজপুরের এক নির্মল সবুজে ঢাকা গ্রামে। ইশশ!!আজ যদি মায়ের কাছে নিজের বাসায় থাকতাম তাহলে হয়তো এত কষ্টকর একটা রাত কাটাতে হতো না।

একজন মায়ের ভালোবাসাই সবকিছু। এটিই একটি শিশুকে এই পৃথিবীতে নিয়ে আসে। যখন একজন মা তার সন্তানকে বিপদে দেখেন, তিনি আক্ষরিক অর্থেই যে কোনও কিছু করতে সক্ষম হন। একজন মায়ের ভালোবাসা সবচেয়ে শক্তিশালী শক্তি। একজন মা এবং একটি মেয়ে সবসময় একটি বিশেষ বন্ধন ভাগ করে নেয়, যা তাদের হৃদয়ে খোদাই করা হয়।