শিরোনাম :
Logo চাঁদপুরে খতিবের উপর হামলার প্রতিবাদে শহর জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo ইসলামী শ্রমিক আন্দোলন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা বিজেপি’র জেলা কমিটি গঠনকল্পে সমন্বয় সভা আন্দালিভ রহমান পার্থ বাংলাদেশে সুস্থধারার রাজনীতির দিকপাল ………উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা Logo আমরা সংস্কার চেয়েছি,জুলাই গণহত্যার বিচার চেয়েছি এবং নতুন সংবিধান চেয়েছি: নাহিদ ইসলাম Logo মিটফোর্ডে হত্যাকাণ্ডের প্রতিবাদে হাবিপ্রবিতে বিক্ষোভ Logo ইবিতে শাখা ছাত্রদলের সক্রিয় কর্মীর পদত্যাগ Logo কুষ্টিয়ায় ভুল প্রশ্নপত্র বিতরণের ঘটনায় কেন্দ্রসচিবসহ ৬ জনকে অব্যাহতি Logo রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের ফেয়ারওয়েল অনুষ্ঠিত Logo ঢাকায় ব্যবসায়ীকে নৃশংস হত্যার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ মিছিল Logo নির্মম ভাবে সোহাগ হত্যার ঘটনায় ইবিতে বিক্ষোভ

“মা” দিবসে মায়ের জন্য উৎসর্গ

Oplus_16908288

“মা” শব্দটি এক অক্ষরের হলেও এতে লুকিয়ে আছে হাজারো আবদারের পাওয়া হাজারো ভালোবাসা। মা হলো এই পৃথিবীর সবচেয়ে দামী। যার সঙ্গে কোনও কিছুর তুলনা চলে না। যার মা নেই সেই একমাত্র বোঝে মা হারানোর যন্ত্রণা। মা হলেন এমন একজন, যিনি অন্য সবার স্থান নিতে পারেন কিন্তু যার স্থান অন্য কেউ নিতে পারে না।

একজন বাবা তার সন্তানের জন্য সর্বদা যত্নশীল, কিন্তু একজন মা তার সন্তানের প্রতি সর্বদা প্রেমময়। একজন মায়ের বাহু কোমলতা দিয়ে তৈরি এবং শিশুরা তার মধ্যে নিশ্চিন্তে ঘুমাতে পারে। মা আপনার প্রথম বন্ধু, সেরা বন্ধু, চিরকালের বন্ধু। মায়েরা অল্প সময়ের জন্য তাদের সন্তানদের হাত ধরে রাখে, কিন্তু তাদের হৃদয় চিরকালের জন্য।

আমার মা সমগ্র বিশ্বের সর্বশ্রেষ্ঠ মা। আমার স্বপ্নকে সত্যি করার জন্য, তিনি সবকিছু করেছেন। মায়ের ভালোবাসা যে কোনও তাজা ফুলের চেয়ে সুন্দর। আমার বয়স যতই হোক বা আমার যতো সন্তানই হোক না কেন, আমি সবসময় আমার মায়ের সন্তান হয়ে থাকবো। আমার মায়ের চেয়ে বেশি দয়ালু বা যত্নশীল কেউ নেই। আমার মা আমার মূল, আমার ভিত্তি। তিনি সেই বীজ রোপণ করেছিলেন যেটির উপর আমি আমার জীবনের ভিত্তি গড়ে ছিলাম।

আমার মা আমার জীবনে ধ্রুবক ছিলেন। তিনি আমাকে একাই বড় করেছেন। কান্নার সেরা জায়গা হল মায়ের কোল। তিনি আপনাকে তার ভালোবাসা, তার প্রার্থনা এবং আপনাকে পথ দেখানোর শক্তি দিয়ে পাঠান। মা ও মেয়ের ভালোবাসা কখনো আলাদা হয় না। মায়েরা কখনই অবসর গ্রহণ করেন না, তার সন্তানের বয়স যতোই হোক না কেন, তিনি সর্বদাই একজন মা। সর্বদা তার সন্তানদের, যে কোনও উপায়ে উত্সাহিত করতে এবং সাহায্য করতে ইচ্ছুক!

আমার জীবনে তুমি সেই সূর্য যেটা কখনো ম্লান হয় না এবং সেই চাঁদ যা কখনো হারিয়ে যায় না। পৃথিবীতে মা-ই একমাত্র ব্যক্তি, যিনি কন্যার দুশ্চিন্তা এবং ভয়কে সুখে পরিণত করতে পারেন। আমার মায়ের চোখের দিকে তাকানো, মহাবিশ্বের গভীরতার দিকে তাকানোর মতো। তার শক্তি, তার ভালোবাসা, তার ভক্তি, তার ভয় এবং তার আত্মা আমার মধ্যে প্রতিফলিত হোক।

‘মা’ কে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী জুবাইর হোসেন বলেন, এইতো সেদিন সারা টা রাত গেলো অসুস্থতায়, কাশতে কাশতে জীবন বের হয়ে যাওয়ার উপক্রম। বাসায় থাকতে এমন হলে চলতো আমি কিভাবে সুস্থ হই তার কতো আয়োজন! মা হয়তো বার বার গরম চা এনে আমায় দিত আবার কখনোবা রসুন তেল গরম করে গলায় দিয়ে দিত,বুকে মালিশ করে দিত। কিন্তু আজ এমন এক শহরে আছি যেখানে থেকে মা কে শুধু মোবাইল ফোনের ওপাশেই পাওয়া যায়, শুধু কন্ঠ টাই শুনতে পাওয়া যায়। যেখানে আমি সারারাত ভর কাশতে কাশতে মরে গেলেও কেউ দেখতেও আসবে না। দেখতে আসবে কি বুঝতেই পারবে না। আজ আমি এমন শহরে আছি যেখানে রাতে কাশি শুরু হলে কেউ বলে না “বাবা চা খাবি বানায় দিব?” কেউ জোর করে গলায় বুকে তেল মালিশও করে দেয় না। আজ আমি এমন শহরে যেখানে সারাদিন না খেলেও কেউ জানতেও পারে না, খেতে জোর করা তো দুরের কথা। মঝে মাঝে খুবই ইচ্ছে হয় ছুটে চলে যাই বাড়ি মা কে একবার কাছ থেকে মন ভরে ডাক দিয়ে আসি মা… ওমা…। কিন্তু তা তো আর হয় না আমি কোথায় থাকি ইট পাথরের ব্যাস্ত শহর রাজশাহীতে, মা তো থাকে সেই দিনাজপুরের এক নির্মল সবুজে ঢাকা গ্রামে। ইশশ!!আজ যদি মায়ের কাছে নিজের বাসায় থাকতাম তাহলে হয়তো এত কষ্টকর একটা রাত কাটাতে হতো না।

একজন মায়ের ভালোবাসাই সবকিছু। এটিই একটি শিশুকে এই পৃথিবীতে নিয়ে আসে। যখন একজন মা তার সন্তানকে বিপদে দেখেন, তিনি আক্ষরিক অর্থেই যে কোনও কিছু করতে সক্ষম হন। একজন মায়ের ভালোবাসা সবচেয়ে শক্তিশালী শক্তি। একজন মা এবং একটি মেয়ে সবসময় একটি বিশেষ বন্ধন ভাগ করে নেয়, যা তাদের হৃদয়ে খোদাই করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে খতিবের উপর হামলার প্রতিবাদে শহর জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

“মা” দিবসে মায়ের জন্য উৎসর্গ

আপডেট সময় : ০১:০৪:১৪ অপরাহ্ণ, রবিবার, ১১ মে ২০২৫

“মা” শব্দটি এক অক্ষরের হলেও এতে লুকিয়ে আছে হাজারো আবদারের পাওয়া হাজারো ভালোবাসা। মা হলো এই পৃথিবীর সবচেয়ে দামী। যার সঙ্গে কোনও কিছুর তুলনা চলে না। যার মা নেই সেই একমাত্র বোঝে মা হারানোর যন্ত্রণা। মা হলেন এমন একজন, যিনি অন্য সবার স্থান নিতে পারেন কিন্তু যার স্থান অন্য কেউ নিতে পারে না।

একজন বাবা তার সন্তানের জন্য সর্বদা যত্নশীল, কিন্তু একজন মা তার সন্তানের প্রতি সর্বদা প্রেমময়। একজন মায়ের বাহু কোমলতা দিয়ে তৈরি এবং শিশুরা তার মধ্যে নিশ্চিন্তে ঘুমাতে পারে। মা আপনার প্রথম বন্ধু, সেরা বন্ধু, চিরকালের বন্ধু। মায়েরা অল্প সময়ের জন্য তাদের সন্তানদের হাত ধরে রাখে, কিন্তু তাদের হৃদয় চিরকালের জন্য।

আমার মা সমগ্র বিশ্বের সর্বশ্রেষ্ঠ মা। আমার স্বপ্নকে সত্যি করার জন্য, তিনি সবকিছু করেছেন। মায়ের ভালোবাসা যে কোনও তাজা ফুলের চেয়ে সুন্দর। আমার বয়স যতই হোক বা আমার যতো সন্তানই হোক না কেন, আমি সবসময় আমার মায়ের সন্তান হয়ে থাকবো। আমার মায়ের চেয়ে বেশি দয়ালু বা যত্নশীল কেউ নেই। আমার মা আমার মূল, আমার ভিত্তি। তিনি সেই বীজ রোপণ করেছিলেন যেটির উপর আমি আমার জীবনের ভিত্তি গড়ে ছিলাম।

আমার মা আমার জীবনে ধ্রুবক ছিলেন। তিনি আমাকে একাই বড় করেছেন। কান্নার সেরা জায়গা হল মায়ের কোল। তিনি আপনাকে তার ভালোবাসা, তার প্রার্থনা এবং আপনাকে পথ দেখানোর শক্তি দিয়ে পাঠান। মা ও মেয়ের ভালোবাসা কখনো আলাদা হয় না। মায়েরা কখনই অবসর গ্রহণ করেন না, তার সন্তানের বয়স যতোই হোক না কেন, তিনি সর্বদাই একজন মা। সর্বদা তার সন্তানদের, যে কোনও উপায়ে উত্সাহিত করতে এবং সাহায্য করতে ইচ্ছুক!

আমার জীবনে তুমি সেই সূর্য যেটা কখনো ম্লান হয় না এবং সেই চাঁদ যা কখনো হারিয়ে যায় না। পৃথিবীতে মা-ই একমাত্র ব্যক্তি, যিনি কন্যার দুশ্চিন্তা এবং ভয়কে সুখে পরিণত করতে পারেন। আমার মায়ের চোখের দিকে তাকানো, মহাবিশ্বের গভীরতার দিকে তাকানোর মতো। তার শক্তি, তার ভালোবাসা, তার ভক্তি, তার ভয় এবং তার আত্মা আমার মধ্যে প্রতিফলিত হোক।

‘মা’ কে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী জুবাইর হোসেন বলেন, এইতো সেদিন সারা টা রাত গেলো অসুস্থতায়, কাশতে কাশতে জীবন বের হয়ে যাওয়ার উপক্রম। বাসায় থাকতে এমন হলে চলতো আমি কিভাবে সুস্থ হই তার কতো আয়োজন! মা হয়তো বার বার গরম চা এনে আমায় দিত আবার কখনোবা রসুন তেল গরম করে গলায় দিয়ে দিত,বুকে মালিশ করে দিত। কিন্তু আজ এমন এক শহরে আছি যেখানে থেকে মা কে শুধু মোবাইল ফোনের ওপাশেই পাওয়া যায়, শুধু কন্ঠ টাই শুনতে পাওয়া যায়। যেখানে আমি সারারাত ভর কাশতে কাশতে মরে গেলেও কেউ দেখতেও আসবে না। দেখতে আসবে কি বুঝতেই পারবে না। আজ আমি এমন শহরে আছি যেখানে রাতে কাশি শুরু হলে কেউ বলে না “বাবা চা খাবি বানায় দিব?” কেউ জোর করে গলায় বুকে তেল মালিশও করে দেয় না। আজ আমি এমন শহরে যেখানে সারাদিন না খেলেও কেউ জানতেও পারে না, খেতে জোর করা তো দুরের কথা। মঝে মাঝে খুবই ইচ্ছে হয় ছুটে চলে যাই বাড়ি মা কে একবার কাছ থেকে মন ভরে ডাক দিয়ে আসি মা… ওমা…। কিন্তু তা তো আর হয় না আমি কোথায় থাকি ইট পাথরের ব্যাস্ত শহর রাজশাহীতে, মা তো থাকে সেই দিনাজপুরের এক নির্মল সবুজে ঢাকা গ্রামে। ইশশ!!আজ যদি মায়ের কাছে নিজের বাসায় থাকতাম তাহলে হয়তো এত কষ্টকর একটা রাত কাটাতে হতো না।

একজন মায়ের ভালোবাসাই সবকিছু। এটিই একটি শিশুকে এই পৃথিবীতে নিয়ে আসে। যখন একজন মা তার সন্তানকে বিপদে দেখেন, তিনি আক্ষরিক অর্থেই যে কোনও কিছু করতে সক্ষম হন। একজন মায়ের ভালোবাসা সবচেয়ে শক্তিশালী শক্তি। একজন মা এবং একটি মেয়ে সবসময় একটি বিশেষ বন্ধন ভাগ করে নেয়, যা তাদের হৃদয়ে খোদাই করা হয়।