শিরোনাম :
Logo শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতায় ছিল নির্বাচনগুলো নিয়ন্ত্রণ করার মাধ্যমে: বদরুদ্দীন উমরের জবানবন্দি Logo ঝটিকা মিছিলের বিষয়ে ‘মনিটরিং’ জোরদার করবে সরকার, নেবে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব Logo ভোলার মুহাদ্দিস নোমানী হত্যার বিচারে ইবিতে মানববন্ধন Logo নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের ভিতরে ছিনতাই, শঙ্কিত শিক্ষার্থীরা Logo আজকের ৪টি দ্বিতল বাসের যাত্রা নবদিগন্তের সূচনা : ইবি উপাচার্য Logo সিরাজগঞ্জে জাতীয় নৌকা বাইচ প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর সদর হাসপাতালের সম্প্রসারিত পোস্ট অপারেটিভ ওয়ার্ডের উদ্বোধন Logo শেখহাসিনার ছাত্রলীগ যেই দুঃসাহস করতে পারেনি, সেই দুঃসাহস ২৪-পরবর্তী বাংলাদেশে এখন ছাত্রদল করা শুরু করেছে, পঞ্চগড়ে -সারজিস Logo আশিকাটি ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায় কর্মসূচীর উদ্বোধন Logo মেধাভিত্তিক নিয়োগ হলে নিয়োগপ্রাপ্ত সকলেই দেশের সম্পদ হবে : আসিফ মাহমুদ

নীলফামারীতে হবে চীন সরকারের হাসপাতাল

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১০:৪০:০৫ পূর্বাহ্ণ, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • ৭৪৮ বার পড়া হয়েছে
চীন সরকারের সহায়তায় নীলফামারী জেলায় এক হাজার শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফর।

শনিবার (১৯ এপ্রিল) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “চীন সরকারের অর্থায়নে এক হাজার শয্যার একটি হাসপাতাল নির্মাণের প্রস্তাব গৃহীত হয়েছে। প্রাথমিকভাবে নীলফামারী জেলাকে এই প্রকল্পের জন্য নির্ধারণ করা হয়েছে। শিগগিরই এর কাজ শুরু হবে।”

সভায় তিনি স্বাস্থ্যখাতে চিকিৎসক, নার্স ও কর্মচারীদের আরও যত্নবান হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “সীমিত জনবল ও সরঞ্জামের মাঝেও চিকিৎসা সেবায় নিয়োজিত কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। রোগীদের প্রতি আরও যত্নশীল হতে হবে।”

তিনি আরও জানান, স্বাস্থ্য ক্যাডারে বর্তমানে ৩৭ হাজার পদ থাকলেও গ্রেড ওয়ানে রয়েছে মাত্র একটি পদ। ইতোমধ্যে ৭ হাজার সুপার নিউমারি পদ সৃষ্টি করা হয়েছে, যেখানে দ্রুত নিয়োগ ও পদোন্নতি দেওয়া হবে। এ ছাড়া ৩ হাজার চিকিৎসকের ফাইল অনুমোদিত হয়েছে এবং দ্রুত পদোন্নতির কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

সভায় চিকিৎসকদের পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা আইন বাস্তবায়ন প্রসঙ্গে জানতে চাওয়া হলে ডিজি জানান, আইনটি শিগগিরই কার্যকর করা হবে।

সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওমর রাশেদ মনির। আরও উপস্থিত ছিলেন ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক জিয়াউর রহমান চৌধুরী, উপপরিচালক সৌমিত্র চক্রবর্তী, সহকারী পরিচালক মাহবুবুল আলম, মো. বদরুল আমিনসহ বিভিন্ন বিভাগের প্রধান ও কর্মকর্তা-কর্মচারীরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতায় ছিল নির্বাচনগুলো নিয়ন্ত্রণ করার মাধ্যমে: বদরুদ্দীন উমরের জবানবন্দি

নীলফামারীতে হবে চীন সরকারের হাসপাতাল

আপডেট সময় : ১০:৪০:০৫ পূর্বাহ্ণ, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
চীন সরকারের সহায়তায় নীলফামারী জেলায় এক হাজার শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফর।

শনিবার (১৯ এপ্রিল) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “চীন সরকারের অর্থায়নে এক হাজার শয্যার একটি হাসপাতাল নির্মাণের প্রস্তাব গৃহীত হয়েছে। প্রাথমিকভাবে নীলফামারী জেলাকে এই প্রকল্পের জন্য নির্ধারণ করা হয়েছে। শিগগিরই এর কাজ শুরু হবে।”

সভায় তিনি স্বাস্থ্যখাতে চিকিৎসক, নার্স ও কর্মচারীদের আরও যত্নবান হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “সীমিত জনবল ও সরঞ্জামের মাঝেও চিকিৎসা সেবায় নিয়োজিত কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। রোগীদের প্রতি আরও যত্নশীল হতে হবে।”

তিনি আরও জানান, স্বাস্থ্য ক্যাডারে বর্তমানে ৩৭ হাজার পদ থাকলেও গ্রেড ওয়ানে রয়েছে মাত্র একটি পদ। ইতোমধ্যে ৭ হাজার সুপার নিউমারি পদ সৃষ্টি করা হয়েছে, যেখানে দ্রুত নিয়োগ ও পদোন্নতি দেওয়া হবে। এ ছাড়া ৩ হাজার চিকিৎসকের ফাইল অনুমোদিত হয়েছে এবং দ্রুত পদোন্নতির কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

সভায় চিকিৎসকদের পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা আইন বাস্তবায়ন প্রসঙ্গে জানতে চাওয়া হলে ডিজি জানান, আইনটি শিগগিরই কার্যকর করা হবে।

সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওমর রাশেদ মনির। আরও উপস্থিত ছিলেন ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক জিয়াউর রহমান চৌধুরী, উপপরিচালক সৌমিত্র চক্রবর্তী, সহকারী পরিচালক মাহবুবুল আলম, মো. বদরুল আমিনসহ বিভিন্ন বিভাগের প্রধান ও কর্মকর্তা-কর্মচারীরা।