শিরোনাম :
Logo ৭৮ তম বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের সঙ্গে চাঁদপুর এলজিইডির অবহিতকরন সভা Logo পিয়াস আফ্রিদির উদ্যোগে চিত্রনায়ক ডিএ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের পথচলা Logo প্রান্তিক মানুষের আস্থার নাম সরাইলকান্দি কমিউনিটি ক্লিনিক Logo ইবিতে সিরাতুন নবি (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী Logo ইবি ক্যাম্পাসে তালিকাভুক্ত নয় এমন  সংগঠনের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা Logo সুন্দরবনের বিনা পাশে প্রবেশ করায় তিন জেলা কটক  Logo খুবি রিসার্চ সোসাইটির নতুন নেতৃত্বে বকসী-গৌর Logo চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক Logo কাল চাঁদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল সমাবেশ Logo খানপুর ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

‘গোল্ড কার্ড’ ভিসা দিচ্ছে ট্রাম্প প্রশাসন, মূল্য কত?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধনী অভিবাসীদের জন্য নতুন একটি ‘গোল্ড কার্ড’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন, যার মাধ্যমে মাত্র দুই সপ্তাহে স্থায়ী বাসিন্দার মর্যাদা পাওয়া যাবে। ভিসাটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ মিলিয়ন ডলার।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, এই প্রকল্পের সফটওয়্যার বানানোর দায়িত্ব পেয়েছে এলন মাস্কের নেতৃত্বাধীন Department of Government Efficiency (DOGE)। DOGE টিম মার্কিন স্টেট ডিপার্টমেন্ট, হোমল্যান্ড সিকিউরিটি এবং ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসের সঙ্গে একযোগে কাজ করছে।

এই ‘গোল্ড কার্ড’ বর্তমান EB-5 ভিসার বিকল্প হিসেবে আসছে। EB-5-এ যেখানে ৮ লাখ থেকে ১ দশমিক ৫ মিলিয়ন ডলারের বিনিয়োগে গ্রিন কার্ড মেলে, সেখানে গোল্ড কার্ডের ক্ষেত্রে ৫ মিলিয়ন ডলারেই মিলবে স্থায়ী বসবাসের অনুমতি।

ট্রাম্প মার্চে সংবাদমাধ্যমে এই কার্ড প্রদর্শন করেন, যেখানে ছিল তার ছবি, স্ট্যাচু অফ লিবার্টি এবং একটি বল্ড ঈগলের ছবি।

ডিওজিই (DOGE)-র পক্ষ থেকে এই প্রকল্পের নেতৃত্ব দিচ্ছেন মার্কো এলেজ এবং ১৯ বছর বয়সী এডওয়ার্ড কোরিস্টিন ওরফে “বিগ বলস”। দুইজনের অতীতে বিতর্কিত কর্মকাণ্ড থাকলেও এখন তারা ভিসা প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার সফটওয়্যার তৈরিতে ব্যস্ত।

বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানিয়েছেন, ইতোমধ্যে তারা ১,০০০টি গোল্ড কার্ড বিক্রি করেছেন বলে দাবি করেন, যদিও অর্থ লেনদেনের কোনও প্রমাণ দেখানো হয়নি।

তিনি বলেন, ‘যারা ৫ মিলিয়ন ডলার দেবে, তারা আমেরিকার স্থায়ী বাসিন্দা হতে পারবে—যতক্ষণ না তারা আইন ভাঙে।’

লুটনিক আরও জানান, এই প্রোগ্রাম এক সপ্তাহের মধ্যে চালু হতে পারে।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

৭৮ তম বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের সঙ্গে চাঁদপুর এলজিইডির অবহিতকরন সভা

‘গোল্ড কার্ড’ ভিসা দিচ্ছে ট্রাম্প প্রশাসন, মূল্য কত?

আপডেট সময় : ০৫:৫৮:০৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধনী অভিবাসীদের জন্য নতুন একটি ‘গোল্ড কার্ড’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন, যার মাধ্যমে মাত্র দুই সপ্তাহে স্থায়ী বাসিন্দার মর্যাদা পাওয়া যাবে। ভিসাটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ মিলিয়ন ডলার।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, এই প্রকল্পের সফটওয়্যার বানানোর দায়িত্ব পেয়েছে এলন মাস্কের নেতৃত্বাধীন Department of Government Efficiency (DOGE)। DOGE টিম মার্কিন স্টেট ডিপার্টমেন্ট, হোমল্যান্ড সিকিউরিটি এবং ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসের সঙ্গে একযোগে কাজ করছে।

এই ‘গোল্ড কার্ড’ বর্তমান EB-5 ভিসার বিকল্প হিসেবে আসছে। EB-5-এ যেখানে ৮ লাখ থেকে ১ দশমিক ৫ মিলিয়ন ডলারের বিনিয়োগে গ্রিন কার্ড মেলে, সেখানে গোল্ড কার্ডের ক্ষেত্রে ৫ মিলিয়ন ডলারেই মিলবে স্থায়ী বসবাসের অনুমতি।

ট্রাম্প মার্চে সংবাদমাধ্যমে এই কার্ড প্রদর্শন করেন, যেখানে ছিল তার ছবি, স্ট্যাচু অফ লিবার্টি এবং একটি বল্ড ঈগলের ছবি।

ডিওজিই (DOGE)-র পক্ষ থেকে এই প্রকল্পের নেতৃত্ব দিচ্ছেন মার্কো এলেজ এবং ১৯ বছর বয়সী এডওয়ার্ড কোরিস্টিন ওরফে “বিগ বলস”। দুইজনের অতীতে বিতর্কিত কর্মকাণ্ড থাকলেও এখন তারা ভিসা প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার সফটওয়্যার তৈরিতে ব্যস্ত।

বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানিয়েছেন, ইতোমধ্যে তারা ১,০০০টি গোল্ড কার্ড বিক্রি করেছেন বলে দাবি করেন, যদিও অর্থ লেনদেনের কোনও প্রমাণ দেখানো হয়নি।

তিনি বলেন, ‘যারা ৫ মিলিয়ন ডলার দেবে, তারা আমেরিকার স্থায়ী বাসিন্দা হতে পারবে—যতক্ষণ না তারা আইন ভাঙে।’

লুটনিক আরও জানান, এই প্রোগ্রাম এক সপ্তাহের মধ্যে চালু হতে পারে।