মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে নির্মিত ঐতিহাসিক আভা সেতু ধসে পড়েছে। আজ শুক্রবার (২৮ মার্চ) বিকেলে পরপর দুটি ভূমিকম্পে দেশটির বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর প্রভাব ছড়িয়েছে প্রতিবেশী থাইল্যান্ড, ভারত ও বাংলাদেশেও।
৯১ বছর বয়সী আভা সেতু, যা পুরোনো সাগাইং সেতু নামেও পরিচিত, মান্দালয় ও সাগাইং অঞ্চলের সংযোগকারী প্রধান অবকাঠামোগুলোর মধ্যে একটি ছিল। তবে শক্তিশালী ভূমিকম্পের ফলে এটি সম্পূর্ণ ভেঙে পড়ে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মান্দালয় অঞ্চলে, যার গভীরতা ছিল ১০ কিলোমিটার। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৭। বিশেষজ্ঞদের মতে, গত ২০ বছরে মিয়ানমারে এত শক্তিশালী ভূমিকম্পের কোনো নজির নেই।
ভূমিকম্পে দেশটির মান্দালয়, নেইপিদোসহ বিভিন্ন এলাকায় ভবনধস ও অন্যান্য অবকাঠামোর ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা নিশ্চিত করা সম্ভব হয়নি।