প্রধান উপদেষ্টার কাছে আজ প্রতিবেদন জমা দেবে গণমাধ্যম সংস্কার কমিশন

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১০:৪৭:০২ পূর্বাহ্ণ, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • ৭০৯ বার পড়া হয়েছে
গণমাধ্যম সংস্কার কমিশন আজ শনিবার (২২ মার্চ) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দেবে।

শুক্রবার (২১ মার্চ) প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান। তিনি জানান, দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবেন। পরে দুপুর ১টায় যমুনার বাইরে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

এর আগে, বৃহস্পতিবার (২০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ইঙ্গিত দিয়েছিলেন যে শনিবার এ প্রতিবেদন জমা হবে।

তিনি বলেন, “কিছু মালিক ও সম্পাদক নিজেদের জন্য নানা সুযোগ নিলেও সাংবাদিকদের ন্যূনতম বেতন দিতে চান না। এই সংস্কৃতি পরিবর্তন করতে হবে।”

তিনি আরও জানান, “গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে, যদি তারা সাংবাদিকদের ন্যায্য বেতন-ভাতা নিশ্চিত না করেন।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধান উপদেষ্টার কাছে আজ প্রতিবেদন জমা দেবে গণমাধ্যম সংস্কার কমিশন

আপডেট সময় : ১০:৪৭:০২ পূর্বাহ্ণ, শনিবার, ২২ মার্চ ২০২৫
গণমাধ্যম সংস্কার কমিশন আজ শনিবার (২২ মার্চ) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দেবে।

শুক্রবার (২১ মার্চ) প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান। তিনি জানান, দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবেন। পরে দুপুর ১টায় যমুনার বাইরে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

এর আগে, বৃহস্পতিবার (২০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ইঙ্গিত দিয়েছিলেন যে শনিবার এ প্রতিবেদন জমা হবে।

তিনি বলেন, “কিছু মালিক ও সম্পাদক নিজেদের জন্য নানা সুযোগ নিলেও সাংবাদিকদের ন্যূনতম বেতন দিতে চান না। এই সংস্কৃতি পরিবর্তন করতে হবে।”

তিনি আরও জানান, “গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে, যদি তারা সাংবাদিকদের ন্যায্য বেতন-ভাতা নিশ্চিত না করেন।”