শেরপুরে যুবদের ক্ষমতায়ন ও তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে ভিএসও (VSO) এবং UNFPA যৌথভাবে একটি কর্মশালা আয়োজন করেছে। কর্মশালার মূল আলোচ্য বিষয় ছিল যুবদের মানবিক এবং উন্নয়নমূলক প্রক্রিয়ায় অংশগ্রহণ এবং নেতৃত্বের শক্তি বৃদ্ধি।
কর্মশালায় স্থানীয় যুবসংগঠন, সরকারের কর্মকর্তা এবং বিভিন্ন অংশীদার উপস্থিত ছিলেন। এতে যুবকদের মানবিক-উন্নয়ন-শান্তি নেক্সাস (Humanitarian and Development Nexus) বিষয়ে ধারণা বৃদ্ধি, দুর্যোগ প্রতিক্রিয়া, স্থিতিস্থাপকতা, এবং স্থানীয় নীতি প্রণয়নে সক্রিয় ভূমিকা নেওয়ার কৌশল নিয়ে আলোচনা করা হয়।
শেরপুর শহরে সম্পদ চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ কর্মশালায় উপস্থিত ছিলেন মোঃ নুরুজ্জামান চৌধুরী, ডিডি (যুব উন্নয়ন অধিদপ্তর) শেরপুর; VSO-এর প্রতিনিধি অনুপ শুন ও আয়ন রায়; এবং ন্যাশনাল ইউথ ফোরাম, ময়মনসিংহ বিভাগের প্রতিনিধি মোঃ উজ্জ্বল মিয়া। ফ্যাসিলিটেটররা যুবদের নেতৃত্বের শক্তি ও সামাজিক পরিবর্তনে অংশগ্রহণের সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং পূর্ববর্তী দুর্যোগে তাদের অবদান তুলে ধরেন।
কর্মশালার শেষে যুবরা আগামী এক বছরের জন্য কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে, যা তাদের স্থানীয় কর্মকাণ্ড ও নীতি প্রণয়নে সক্রিয় ভূমিকা রাখতে সহায়ক হবে। এটি নিশ্চিত করে যে, যুবকর্মী ও স্থানীয় সরকার একসঙ্গে কাজ করলে মানবিক এবং উন্নয়নমূলক প্রক্রিয়ায় কার্যকরভাবে অংশগ্রহণ সম্ভব।
এই উদ্যোগ ভবিষ্যতে যুবদের ক্ষমতায়ন এবং স্থানীয় পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।






















































