শেরপুরের নালিতাবাড়ী নাকুগাঁও এলাকায় বন্যহাতির দল আবাদী বোরো ফসলে হামলা চালিয়েছে। গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে থাকে হাতির দল তখন নেমে আসে ফসলের মাঠে। এ সময় ৩০/৪০টি হাতি একসাথে আক্রমণ চালায় ফিলামিনা চিসিম এর জমিতে।
বাংলাদেশের ১১১৫ নং পিলার থেকে শুরু করে ফিলামিনার সোয়া দুই একর আবাদী বোরোধান ক্ষেত খেয়ে সাবাড় করে দেয় হাতিরা। রাত গভীর হওয়ায় সবাই ঘুমিয়েছিল। এ সময় সুযোগ বুঝে হাতির দল ইচ্ছেমতো খেয়ে পা দিয়ে মাড়িয়ে একেবারে শেষ করে দিয়েছে কৃষকের স্বপ্নকে।
ফিলামিনা জানায়, অনেক কষ্টে ঋণ ধার করে আবাদ করেছিল এই জমিটুকু। পরিবারের সদস্যদের নিয়ে দু বেলা দুমুঠো ভাত খাওয়ার স্বপ্ন নিয়ে। সব শেষ করে দিয়েছে হাতির দল। তাই হাতির আক্রমণ থেকে বাঁচতে চায় ফিলামিনার মতো ক্ষতিগ্রস্ত পাহাড়িবাসী।
মধুটিলা ইকোপার্কের রেঞ্জার দেওয়ান আলী বিষয়টি নিশ্চিত করে জানান, হাতি মানুষ সহবস্থানে থাকার ব্যাপারে বন বিভাগ সব সময় কাজ করে যাচ্ছে।