রাজধানীর শাহজাদপুরের সৌদিয়া হোটেলে ৬ তলা ভবনের ২য় তলায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে ৪ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
সোমবার (৩ মার্চ) দুপুর ১২টা ১৭ মিনিটে আগুনের খবর পেয়ে বারিধারা স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার কার্যক্রম শুরু করে। এরপর আগুন নিয়ন্ত্রণে আসে দুপুর ১টা ৪ মিনিটে। উদ্ধার অভিযানে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস জানায়, নিহতদের লাশ ৬ তলার ভেতর বিভিন্ন স্থানে পাওয়া যায়, যার মধ্যে একটি বাথরুমের ভেতর এবং তিনটি সিঁড়ির গোঁড়ায় ছিল। তবে সিঁড়ির দরজা তালা মারা ছিল ফলে উদ্ধার কাজে বিঘ্ন ঘটে। নিহত চারজনই পুরুষ বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।