স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুটি বিভাগ !

  • amzad khan
  • আপডেট সময় : ০৪:৫৫:৫৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০১৭
  • ৭৫৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজকে দুটি বিভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে জননিরাপত্তা বিভাগ ও অপরটি অভ্যন্তরীণ সুরক্ষা সেবা বিভাগ।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই দুটি আলাদা বিভাগ গঠনের আদেশ জারি করা হয়েছে। দুই বিভাগে দুজন সচিব দায়িত্ব পালন করবেন।
জন নিরাপত্তা বিভাগে থাকছে- পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার, কোস্টগার্ড, আইসিটি, তদন্ত সংস্থা, ন্যাশনাল টেলিমনিটরিং সেল।

অপরদিকে সুরক্ষা সেবা বিভাগে থাকছে- ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বহির্গমন ও পাসপোর্ট অধিদপ্তর, কারা অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ইত্যাদি।মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে উল্লেখ করা হয়েছে, রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুনর্গঠন করে দুটি বিভাগ গঠন করে দিয়েছেন।

প্রসঙ্গত, এর আগে সরকার গত বছর শিক্ষা মন্ত্রণালয়ের কাজ দুটি বিভাগে ভাগ করে। এর একটি হচ্ছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং অপরটি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুটি বিভাগ !

আপডেট সময় : ০৪:৫৫:৫৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজকে দুটি বিভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে জননিরাপত্তা বিভাগ ও অপরটি অভ্যন্তরীণ সুরক্ষা সেবা বিভাগ।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই দুটি আলাদা বিভাগ গঠনের আদেশ জারি করা হয়েছে। দুই বিভাগে দুজন সচিব দায়িত্ব পালন করবেন।
জন নিরাপত্তা বিভাগে থাকছে- পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার, কোস্টগার্ড, আইসিটি, তদন্ত সংস্থা, ন্যাশনাল টেলিমনিটরিং সেল।

অপরদিকে সুরক্ষা সেবা বিভাগে থাকছে- ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বহির্গমন ও পাসপোর্ট অধিদপ্তর, কারা অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ইত্যাদি।মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে উল্লেখ করা হয়েছে, রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুনর্গঠন করে দুটি বিভাগ গঠন করে দিয়েছেন।

প্রসঙ্গত, এর আগে সরকার গত বছর শিক্ষা মন্ত্রণালয়ের কাজ দুটি বিভাগে ভাগ করে। এর একটি হচ্ছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং অপরটি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।