লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ মায়ানমারের আরকান রাজ্যের রোহিঙ্গা মুসলমানদের হত্যা নির্যাতনের প্রতিবাদ ও বন্ধের দাবীতে লক্ষ্মীপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সামাজিক ও স্বেচ্ছাসেবি সংগঠন প্রভাত। বুধবার বিকেলে স্থানীয় পালের হাট বাজারে এক কিলোমিটার জুড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করে তারা।
সংগঠনের সভাপতি মোরশেদ কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রফেসর আ হ ম মোশতাকুর রহমান, এ্যাড. সাইফুল ইসলাম হিরু চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন,তুষার অহম্মদ হামদুর রহমান বাবু ইফতাখারুল ইসলাম বাবু প্রমুখ।
এসময় বক্তারা মায়ানমারের মুসলিম রোহিঙ্গাদের হত্যা নির্যাতনের প্রতিবাদ জানিয়ে বলেন, অবিলম্বে এসব হত্যাকান্ড ও নির্যাতন বন্ধে জাতিসংর্ঘকে হস্তক্ষেপ এবং দ্রুত সমস্যার সমাধের জোর দাবী জানান তারা।
এছাড়া বাংলাদেশে প্রবেশকারী অসহায় রোহিঙ্গাদের পাশে সরকার দাঁড়ানোর পাশাপাশি তাদের সকল বরণ পোশনের ব্যবস্থা নেয়ার দাবীজানান প্রভাত নেতারা।
মানববন্ধন শেষে পালের হাট বাজারে বিক্ষোভ শেষে মায়ানমারের প্রধান অং সান সুচীর কুশ পুত্তলিকায় অগ্নিসংযোগ করেন বিক্ষুব্দ জনতা।