আজ শুক্রবার (৭ জুন) দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বেলের মাঠের পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোছাঃ রোজিনা খাতুন (২৫) গাংনী উপজেলার চিৎলা (খালপাড়া) গ্রামের মোঃ হাসিবুল ইসলামের স্ত্রী।
র্যাব-১২ সিপিসি-৩, মেহেরপুর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার বিএন এম আবুল হাশেম সবুজ এই অভিযানে নেতৃত্ব দেন।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সে দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে মেহেরপুর জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো।
র্যাব-১২ সিপিসি-৩, মেহেরপুর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার বিএন এম আবুল হাশেম সবুজ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মেহেরপুর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল “একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০ গ্রাম হেরোইনসহ ১ মহিলা মাদক কারবারীকে গ্রেফতার করে। যার আনুমানিক মূল্য ১,০০,০০০/- টাকা।
পরে গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের জন্য মেহেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।