‘বাহুবলী-টু’ প্রথম দেখবেন ব্রিটেনের রানি !

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:২০:২৮ অপরাহ্ণ, বুধবার, ১ মার্চ ২০১৭
  • ৭৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ভারতের বিগ বাজেটের আলোচিত ছবি বাহুবলী। যার সিক্যুয়েন্স বাহুবলী-টু। আগামী ২৮ এপ্রিল ছবিটি মুক্তির কথা রয়েছে। তবে এর আগেও ছবি দেখা যাবে। তবে ভারতবাসী নয়। বহু প্রতিক্ষিত ‘‌বাহুবলি টু’‌ দেখার প্রথম সুযোগ পাচ্ছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। খবর আজকালের।

ভারতের স্বাধীনতার ৭০ বছর উদযাপনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে ব্রিটিশ ফিল্ম ইন্সটিটিউট। সেখানেই দেখানো হবে পরিচালক রাজামৌলির ‘‌বাহুবলী টু, দ্য কনক্লুসন’‌। এই সুযোগ রানির সঙ্গে ভাগ করে নেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার খবর এখনও নিশ্চিত করা হয়নি। আগামী ২৪ এপ্রিল এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

তবে ভারতবাসীর বাহুবলী টু দেখার জন্য আরও ৪ দিন অপেক্ষা করতে হবে। কারণ ছবিটি ভারতের মুক্তি পাবে ২৮ এপ্রিল।এর আগে, ২০১৫ সালে রাজামৌলির ‘‌বাহুবলী’‌ জাতীয় পুরস্কার জিতে নিয়েছিল। বক্স অফিস কালেকশনেও রেকর্ড গড়েছিল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

‘বাহুবলী-টু’ প্রথম দেখবেন ব্রিটেনের রানি !

আপডেট সময় : ০৭:২০:২৮ অপরাহ্ণ, বুধবার, ১ মার্চ ২০১৭

নিউজ ডেস্ক:

ভারতের বিগ বাজেটের আলোচিত ছবি বাহুবলী। যার সিক্যুয়েন্স বাহুবলী-টু। আগামী ২৮ এপ্রিল ছবিটি মুক্তির কথা রয়েছে। তবে এর আগেও ছবি দেখা যাবে। তবে ভারতবাসী নয়। বহু প্রতিক্ষিত ‘‌বাহুবলি টু’‌ দেখার প্রথম সুযোগ পাচ্ছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। খবর আজকালের।

ভারতের স্বাধীনতার ৭০ বছর উদযাপনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে ব্রিটিশ ফিল্ম ইন্সটিটিউট। সেখানেই দেখানো হবে পরিচালক রাজামৌলির ‘‌বাহুবলী টু, দ্য কনক্লুসন’‌। এই সুযোগ রানির সঙ্গে ভাগ করে নেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার খবর এখনও নিশ্চিত করা হয়নি। আগামী ২৪ এপ্রিল এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

তবে ভারতবাসীর বাহুবলী টু দেখার জন্য আরও ৪ দিন অপেক্ষা করতে হবে। কারণ ছবিটি ভারতের মুক্তি পাবে ২৮ এপ্রিল।এর আগে, ২০১৫ সালে রাজামৌলির ‘‌বাহুবলী’‌ জাতীয় পুরস্কার জিতে নিয়েছিল। বক্স অফিস কালেকশনেও রেকর্ড গড়েছিল।