পদ্মাসেতুতে রেললাইনের কাজ শুরু এপ্রিলে !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৪০:৩৪ পূর্বাহ্ণ, সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০১৭
  • ৭৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, আগামী এপ্রিল মাসে পদ্মা সেতুতে রেললাইনের নির্মাণকাজ শুরু হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুতে এ রেলসংযোগ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

সোমবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে সকালে ‘সাদা কোচ’ সংযোজন করে ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেনের উদ্বোধন শেষে তিনি এ তথ্য জানান।

এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সালাহউদ্দিন, রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেনসহ মন্ত্রণালয় ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মুজিবুল হক আরও বলেন, আগামী মাসে (মার্চ) চীনের সঙ্গে লোন এগ্রিমেন্ট হবে। এছাড়া এপ্রিলের শুরুর দিকে দ্বিতীয় ভৈরব রেলসেতু্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পদ্মাসেতুতে রেললাইনের কাজ শুরু এপ্রিলে !

আপডেট সময় : ১১:৪০:৩৪ পূর্বাহ্ণ, সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, আগামী এপ্রিল মাসে পদ্মা সেতুতে রেললাইনের নির্মাণকাজ শুরু হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুতে এ রেলসংযোগ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

সোমবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে সকালে ‘সাদা কোচ’ সংযোজন করে ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেনের উদ্বোধন শেষে তিনি এ তথ্য জানান।

এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সালাহউদ্দিন, রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেনসহ মন্ত্রণালয় ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মুজিবুল হক আরও বলেন, আগামী মাসে (মার্চ) চীনের সঙ্গে লোন এগ্রিমেন্ট হবে। এছাড়া এপ্রিলের শুরুর দিকে দ্বিতীয় ভৈরব রেলসেতু্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।