শিরোনাম :
Logo ভেড়ামারায় আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার Logo বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে ভারতে আটক ৪৪৮ জন Logo ফ্রান্সে ভয়াবহ দাবানল, আহত শতাধিক মানুষ Logo জমি বিরোধকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা Logo বীরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়ম, ৬০ হাজার টাকা জরিমানা Logo দিনমজুরি করেও স্বপ্ন দেখেছে আইনজীবী হওয়ার, পাঁচ বিশ্ববিদ্যালয় চান্স পেয়ে আইন বিভাগে ভর্তি হলেও পড়ালেখার ভবিষ্যৎ টাকার অভাবে অনিশ্চিৎ Logo কুবিতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনের দায়িত্বে বঙ্গবন্ধু পরিষদের নেতাকর্মীরা! Logo মাদরাসা শিক্ষা ব্যবস্থার ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ধর্ম উপদেষ্টা Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের আয়োজনে ঈদ পুনর্মিলনী” শিশু শিল্পী টুনটুনির জন্মদিন উদযাপন Logo রাবিতে ডাইনিং সংকটসহ ৫ দফা দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের

নারীর চোখে চোখ রেখে সব হারালেন যুবক

  • amzad khan
  • আপডেট সময় : ০২:১৩:৩৮ অপরাহ্ণ, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
  • ৭৭৪ বার পড়া হয়েছে

ফেনী থেকে চট্টগ্রাম যাওয়ার পথে এক নারীর সঙ্গে পরিচয় হয় রাজিব মজুমদার (৩৫) নামে এক যুবকের। এ সময় তাদের মধ্যে দৃষ্টি বিনিময় হয়। একে অপরের ফোন নম্বর আদান-প্রদান হয়। গতকাল মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) সকালে ওই নারী ফোন করে ফেনী শহরের নাজির রোডে নিজের বাসায় ডাকেন রাজিবকে। এরপর ঘটে প্রতারণার ঘটনা। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী যুবক।

অভিযোগ সূত্রে জানা গেছে, ফেনী সদর উপজেলার দেবীপুর গ্রামের দুলাল মজুমদারের ছেলে রাজিবের সঙ্গে দুই সপ্তাহ আগে চট্টগ্রামে যাওয়ার পথে চোখাচোখির সূত্র ধরে মাহি নামে এক তরুণীর পরিচয় হয়। পরে তারা মোবাইল নম্বর বিনিময় করেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় ফোন করে মাহি ফেনী শহরের নাজির রোডে নিজের বাসায় ডাকেন রাজিবকে। রাজিব ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে মাহির বাসায় যায়। বাসায় যাওয়ার কিছুক্ষণ পরই বিদ্যুৎ চলে যায়।

এ সময় আগে থেকে উৎ পেতে থাকা মাহির সহযোগীরা বাসায় প্রবেশ করেন এবং মাহির সঙ্গে রাজীবকে ঘনিষ্ঠ ছবি ও ভিডিওতে পোজ দিতে বাধ্য করেন। এ সময় অজ্ঞাত পাঁচ যুবক রাজীবকে চড়-থাপ্পর ও কিল-ঘুষি মেরে সঙ্গে থাকা নগদ ৫ হাজার ৭০০ টাকা, মোবাইল ও মোটরসাইকেলের সব কাগজপত্র ছিনিয়ে নেয়। এছাড়া মাথায় পিস্তল ঠেকিয়ে মোটরসাইকেল বিক্রির স্টাম্পে স্বাক্ষর নেয় এবং ১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের মোটরসাইকেলটি নিয়ে যায়।

শুধু তাই নয়, রাজিবকে বিকাশের মাধ্যমে ২ লাখ টাকা এনে দিতেও বলে প্রতারকরা। পরে শহরের নিহা মেডিকেল সেন্টার থেকে রাজিবের বন্ধু আজাদকে ফোন দিয়ে বিকাশে ১০ হাজার টাকা নিয়ে বিকেল পৌনে ৪টার দিকে তাকে ছেড়ে দেয়। মুক্ত হয়ে রাজিব ফেনী মডেল থানায় অভিযোগ দেন।

এ বিষয়ে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

নারীর চোখে চোখ রেখে সব হারালেন যুবক

আপডেট সময় : ০২:১৩:৩৮ অপরাহ্ণ, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২

ফেনী থেকে চট্টগ্রাম যাওয়ার পথে এক নারীর সঙ্গে পরিচয় হয় রাজিব মজুমদার (৩৫) নামে এক যুবকের। এ সময় তাদের মধ্যে দৃষ্টি বিনিময় হয়। একে অপরের ফোন নম্বর আদান-প্রদান হয়। গতকাল মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) সকালে ওই নারী ফোন করে ফেনী শহরের নাজির রোডে নিজের বাসায় ডাকেন রাজিবকে। এরপর ঘটে প্রতারণার ঘটনা। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী যুবক।

অভিযোগ সূত্রে জানা গেছে, ফেনী সদর উপজেলার দেবীপুর গ্রামের দুলাল মজুমদারের ছেলে রাজিবের সঙ্গে দুই সপ্তাহ আগে চট্টগ্রামে যাওয়ার পথে চোখাচোখির সূত্র ধরে মাহি নামে এক তরুণীর পরিচয় হয়। পরে তারা মোবাইল নম্বর বিনিময় করেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় ফোন করে মাহি ফেনী শহরের নাজির রোডে নিজের বাসায় ডাকেন রাজিবকে। রাজিব ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে মাহির বাসায় যায়। বাসায় যাওয়ার কিছুক্ষণ পরই বিদ্যুৎ চলে যায়।

এ সময় আগে থেকে উৎ পেতে থাকা মাহির সহযোগীরা বাসায় প্রবেশ করেন এবং মাহির সঙ্গে রাজীবকে ঘনিষ্ঠ ছবি ও ভিডিওতে পোজ দিতে বাধ্য করেন। এ সময় অজ্ঞাত পাঁচ যুবক রাজীবকে চড়-থাপ্পর ও কিল-ঘুষি মেরে সঙ্গে থাকা নগদ ৫ হাজার ৭০০ টাকা, মোবাইল ও মোটরসাইকেলের সব কাগজপত্র ছিনিয়ে নেয়। এছাড়া মাথায় পিস্তল ঠেকিয়ে মোটরসাইকেল বিক্রির স্টাম্পে স্বাক্ষর নেয় এবং ১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের মোটরসাইকেলটি নিয়ে যায়।

শুধু তাই নয়, রাজিবকে বিকাশের মাধ্যমে ২ লাখ টাকা এনে দিতেও বলে প্রতারকরা। পরে শহরের নিহা মেডিকেল সেন্টার থেকে রাজিবের বন্ধু আজাদকে ফোন দিয়ে বিকাশে ১০ হাজার টাকা নিয়ে বিকেল পৌনে ৪টার দিকে তাকে ছেড়ে দেয়। মুক্ত হয়ে রাজিব ফেনী মডেল থানায় অভিযোগ দেন।

এ বিষয়ে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন।