নিউজ ডেস্ক:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীমিত আকারে পরিবহন চলাচল শুরু হয়েছে। তবে ট্রাক, পিকআপ, মটরসাইকেল, মাইক্রোবাস, প্রাইভেটকার চলাচল শুরু হলেও তাৎক্ষণিকভাবে কোন বাস চলতে দেখা যায়নি।
আজ বুধবার বেলা পৌনে ১টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও পরিবহন নেতা আরিফুল হক হাসান এবং স্থানীয় পুলিশ কর্মকর্তারা শ্রমিকদের বুঝিয়ে কাজে নামান। তারা পরিবহন শ্রমিকদের সঙ্গে দীর্ঘসময় বৈঠক করেন। তাদের কথায় শ্রমিকরা সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় থেকে যার যার গাড়ি নিয়ে সড়কে নামে।