জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় ৪৬তম মহান বিজয় দিবস পালিত হয়। দিবসটি পালন উপলক্ষে শনিবার দিনের প্রথম প্রহরে দলে দলে মানুষ ঝিনাইদহ মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকে শ্রদ্ধা জানান। বিজয় দিবসে সকাল ৭টায় জেলা শহরের চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ডে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকে প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক জাকির হোসেন পুস্পমাল্য অর্পন করেন। পর্যায়ক্রমে পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস ও সিভিল সার্জন ডাক্তার রাশেদা সুলতানা ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ ছাড়াও ঝিনাইদহ প্রেসক্লাব এর পক্ষ থেকে মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকে পুষ্পমাল্য অর্পণ করেন প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারন সম্পাদক এ্যাডঃ শেখ সেলিমসহ প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারন সম্পাদক নিজাম জোয়ারদার বাবলু, সিনিয়র সাংবাদিক এম সাইফুল মাবুদ সহনেতৃবৃন্দ। এরপর পৌরসভার পক্ষ থেকে পৌর মেয়র আলহাজ্জ্ব সাইদুল করিম মিন্টু, সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা প্রশাসন, জেলা আইনজীবী সমিতি, আওয়ামী লীগ, জাতীয়পার্টি, বিএনপি, জাসদ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, যুবদল, ছাত্রদলসহ সিও, উন্নয়ন ধারা, শেল্টার সমাজ কল্যান সংস্থা, এডাব, এইড ফাউন্ডেশন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকে পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়াও বিজয় দিবস উপলক্ষে সকালে বে-সরকারী সেচ্ছাসেবী মানব কল্যাণ-সিও এনজিও মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকে শহীদদের স্বরনে সমবেত হয়। এসময় উপস্থিত ছিলেন ও মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকে শ্রদ্ধা জানান সিও এনজিও”র সহকারী নির্বাহী পরিচালক তোফাজেল হোসেন, ডাউরেক্টর এডমিন মাফিদুন নেছা শিলা খাতুন, জোনাল ম্যানেজার আতিয়ার রহমান, হিসাবরক্ষক বদরুল আমিন, জোনাল হিসাবরক্ষক নাসিমুল ইসলাম, ম্যানেজার সদর-১ মহাসিন আলী, হিসাবরক্ষক ময়না খাতুন ,আইটি অফিসার সোহেল পারভেজ, নাসিমুল ইসলাম, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর শাহানাজ পারভীন, ছায়েনা খাতুন, মহিদুল ইসলাম, আনোয়ার হোসেন প্রমূখ। দিবসটি পালন উপলক্ষ্যে মুক্তিযুদ্ধ স্মৃতি ফলক ও শহীদ মিনারসহ আশেপাশের এলাকায় কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়। সদর থানার অফিসার ইনচার্জ সদর থানার ওসি এমদাদুল হক শেখ, সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) প্রবীর কুমার মিত্র, ট্রাফিক ইন্সেপেক্টর ইব্রাহিম কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান। সকালে বঙ্গবন্ধু পরিষদ জেলা শাখার কার্যালয় থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকে শহীদদের স্বরনে সমবেত হয়। এসময় উপস্থিত ছিলেন ও মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু পরিষদ জেলা শাখার সভাপতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের প্রফেসর ড.আক্তারুল ইসলাম জিল্লু, সহ-সভাপতি মসলেম আলী, সাধারন সম্পাদক হাফিজুর রহমান,প্রদীপ কুমার আধিকারী,সাজেদুর রহমান শিমুল,শাহিনুর রহমান,হারুন আর-রশীদ প্রমূখ। এছাড়াও বিজয় দিবস উপলক্ষে সকালে শেল্টার সমাজ কল্যান সংস্থার আয়োজনে মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকে শহীদদের স্বরনে সমবেত হয়।এসময় উপস্থিত ছিলেন ও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান শেল্টার সমাজ কল্যান সংস্থার নির্বাহী পরিচালক রোমেনা বেগম, শেল্টার সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা ইয়াছিন আলী, সাবেরা বেগম ঝর্ণা প্রমূখ। এছাড়াও বিজয় দিবস উপলক্ষে সকালে এডাব জেলা শাখার আয়োজনে মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকে শহীদদের স্বরনে সমবেত হয়।এসময় উপস্থিত ছিলেন ও মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকে শ্রদ্ধা জানান এইড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তারিকুল ইসলাম পলাশ, শেল্টার সমাজ কল্যান সংস্থার নির্বাহী পরিচালক রোমেনা বেগম, শেল্টার সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা ইয়াছিন আলী, সাবেরা বেগম ঝর্ণা, ডাস এর নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ, এইড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম বকুল,পরিচালক আশাবুল হক,এ্যাডঃ তন্ময় কুমার কুন্ডু ,নাসরিন সুলতানা,মনির আহমেদ প্রমূখ। এদিকে জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা জাতীয় পার্টির সদস্য সচিব রাশেদ মাজমাদার।এসময় উপস্থিত ছিলেন ও মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সাবেক এমপি নুরউদ্দীন, জয়নাল আবেদীন, জাপার সদর সভাপতি শহিদ বিশ্বাস,যুব নেতা ফিরোজ কবির,ছাত্রনেতা সোহাগ,জাতীয় প্রজন্ম পার্টিও আরবিন্দু ও লাভলুসহ সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতা ও কর্মিবৃন্দ। এদিকে ঘোড়শাল ইউনিয়নের জেড এ মাধ্যমিক বিদ্যালয় ও শিকারপুর মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়। শহীদদের স্বরনে প্রমাণ্য চিত্র প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন প্রমূখ। এছাড়াও বিজয় দিবস উপলক্ষে সকালে এইড ফাউন্ডেশনের আয়োজনে মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকে শহীদদের স্বরনে সমবেত হয়।এসময় উপস্থিত ছিলেন ও মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকে শ্রদ্ধা জানান এইড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তারিকুল ইসলাম পলাশ, নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম বকুল,এইড ফাউন্ডেশনের পরিচালক আশাবুল হক, এ্যাডঃ তন্ময় কুমার কুন্ডু , প্রকল্প সমন্বয়কারী শাহাব উদ্দীন আহমেদ, এ্যাডঃ নাসিরউদ্দীন বিশ্বাস, তৌহিদুর রহমান ডিটো, ময়না খাতুন প্রমূখ। জেলা আওয়ামী লীগ সকালে দলীয় কার্যালয় হতে এক বিশাল র্যালী জেলা আওয়ামীলীগের উদ্দোগে বের হয়। র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকে শহীদদের স্বরনে সমবেত হয় ও মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকে শ্রদ্ধা জানান । স্থানীয় পুরাতন ডিসি কোর্ট চত্তরে ১৬দিন ব্যাপী মেলা ও শহীদদের স্বরনে আলোচনা অনুষ্টানের আয়োজন করা হয়। এছাড়াও দিনব্যাপী শহীদদের স্বরনে মিলাদ মাহ্ফিল, আলোচনা সভা,চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করেছেন শিশু একাডেমি মিলনায়তনে। শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন শেষে সকাল সাড়ে আটটায় বীরশ্রেষ্ট হামিদুর রহমান স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠানে জেলা প্রশাসক জাকির হোসেন ও পুলিশ সুপার মিজানুর রহমান সালাম গ্রহন করেন।