কারাগারে যাওয়া নেতা-কর্মীরা হলেন- চুয়াডাঙ্গা জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, যুগ্ম সম্পাদক মণ্টু মিয়া, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক আবু সাঈদ বিশ্বাস, নতিপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহাবুবুর রহমান বাচ্চু, সদস্যসচিব মাহফুজুর রহমান মিল্টন, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আরিফুল ইসলাম আরিফ, যুবদল নেতা আব্দুর রাজ্জাক, বিএনপিকর্মী হাতেম ও রফিক।
চুয়াডাঙ্গা কোর্ট পুলিশের পরিদর্শক নাসির উদ্দিন মৃধা বলেন, নাশকতার মামলায় বিএনপির ১৩ নেতা-কর্মী আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত সূত্রে জানা যায়, দামুড়হুদা মডেল থানার ২/১১/২৩ ও জিআর ১৪২/২০২৩ নাশকতা মামলার আসামি ছিলেন বিএনপির এসব নেতা-কর্মী। এর আগে বিএনপির নেতা-কর্মীরা উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত ছিলেন।