রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫

গুলশানের আগুনের ঘটনায় ফখরুলের দুঃখ প্রকাশ !

নিউজ ডেস্ক:

গুলশান-১ ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সকালে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দুঃখ প্রকাশ করেন।

বিবৃতিতে আগুন লাগার কারণ অনুসন্ধানের জন্য সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে ফখরুল বলেন, ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ শতাধিক দোকান পুড়ে যাওয়া এবং মার্কেটের একটি অংশ ধসে পড়ায় আমি গভীরভাবে মর্মাহত ও ব্যথিত। এ ঘটনায় যে ক্ষতি হয়েছে তাতে দোকান মালিক ও ব্যবসায়ীদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই।

এছাড়া বিবৃতিতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো ও সাহায্য সহযোগিতার জন্য বিএনপির পক্ষ থেকে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি তিনি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular