শিরোনাম :
Logo ভেড়ামারায় আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার Logo বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে ভারতে আটক ৪৪৮ জন Logo ফ্রান্সে ভয়াবহ দাবানল, আহত শতাধিক মানুষ Logo জমি বিরোধকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা Logo বীরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়ম, ৬০ হাজার টাকা জরিমানা Logo দিনমজুরি করেও স্বপ্ন দেখেছে আইনজীবী হওয়ার, পাঁচ বিশ্ববিদ্যালয় চান্স পেয়ে আইন বিভাগে ভর্তি হলেও পড়ালেখার ভবিষ্যৎ টাকার অভাবে অনিশ্চিৎ Logo কুবিতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনের দায়িত্বে বঙ্গবন্ধু পরিষদের নেতাকর্মীরা! Logo মাদরাসা শিক্ষা ব্যবস্থার ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ধর্ম উপদেষ্টা Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের আয়োজনে ঈদ পুনর্মিলনী” শিশু শিল্পী টুনটুনির জন্মদিন উদযাপন Logo রাবিতে ডাইনিং সংকটসহ ৫ দফা দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের

আশকোনায় আত্মঘাতি হামলায় আহত শিশুটি এখনো শঙ্কামুক্ত নয়!

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০৫:৪৩ অপরাহ্ণ, সোমবার, ২৬ ডিসেম্বর ২০১৬
  • ৭৬৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীর আশকোনায় এক নারী জঙ্গির আত্মঘাতি বিস্ফোরণে আহত শিশু সাবিনার (৪) অস্ত্রপচারের পর অবস্থা কিছুটা উন্নতি হলেও সে শঙ্কামুক্ত নয়। ৭২ ঘণ্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত চিকিৎসকরা তাকে আশঙ্কামুক্ত ভাবতে পারছেন না।
গতকাল শনিবার রাতেই সাবিনার শরীরের বিভিন্ন অংশে আপারেশন করেন চিকিৎসকরা। সাবিনা বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের পোস্ট অপারেটিভে চিকিৎসাধীন আছে।

ঢামেকের ক্যাজুয়ালটি বিভাগের চিকিসক ডা. মোস্তাক আহমেদ জানান, ‘স্প্লিন্টারের আঘাতে সাবিনার পাকস্থলিতে ৫/৬টি ফুটো হয়েছিল। তার বাম হাতও ভেঙে গেছে এবং শরীরে বিভিন্ন স্থানে কাটা-ছেড়া আছে। শনিবার রাতেই তার অপারেশন করা হয়। তার রিকভারি ভালো। তবে ৭২ ঘণ্টা না যাওয়া পর্যন্ত নিশ্চিভাবে কিছু বলা যাবে না।’

আজ রোববার সকালে সাবিনা চিকিৎসকদের সাথে কিছু কথাও বলেছে উল্লেখ করে তিনি জানান, ‘আমরা তার কাছ থেকে তথ্য জানার চেয়ে তার সুস্থতার দিকটিকেই বেশি গুরুত্ব দিচ্ছি। বয়সের তুলনায় তার আঘাত খুব বেশি।’

তিনি আরো জানান, ‘সাবিনার খোঁজ নিতে তার স্বজনদের মধ্যে কেউই যোগাযোগ করেনি।’

ঢামেকের ক্যাজুয়ালটি বিভাগের আরেক চিকিৎসক ডা. জেসমিন নাহার জানান, সাবিনা এখনো আশঙ্কামুক্ত নয়। তার বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাবে না। এজন্য ৫/৬ দিন সময় লাগবে। কর্তব্যরত ডাক্তার-নার্সরা পরম মমতায় তার সেবা করছে বলে জানান তিনি।

গত শুক্রবার মধ্যরাতে রাজধানীর আশকোনার ‘সূর্য ভিলা’ নামে একটি বাড়িতে উগ্রবাদীদের অবস্থান নিশ্চিত হয়ে সেখানে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল ৯টার দিকে দুই নারী দুটি শিশুসহ আত্মসমর্পন করে। তখনো তিন তলা ওই বাড়ির নিচ তলায় অবস্থান করছিলেন তিনজন। দুপুরের দিকে এক নারী উগ্রবাদী শিশু সাবিনার হাত ধরে বাসা থেকে বেরিয়েই তার শরীরে থাকা বোমার বিস্ফোরণ ঘটান। এতে ওই নারী উগ্রবাদী ঘটনাস্থলে মারা যান। ভাগ্যক্রমে বেঁচে যাওয়া শিশু সাবিনাকে দ্রুত নিয়ে যাওয়া হয় ঢামেক হাসপাতালে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

আশকোনায় আত্মঘাতি হামলায় আহত শিশুটি এখনো শঙ্কামুক্ত নয়!

আপডেট সময় : ১২:০৫:৪৩ অপরাহ্ণ, সোমবার, ২৬ ডিসেম্বর ২০১৬

নিউজ ডেস্ক:

রাজধানীর আশকোনায় এক নারী জঙ্গির আত্মঘাতি বিস্ফোরণে আহত শিশু সাবিনার (৪) অস্ত্রপচারের পর অবস্থা কিছুটা উন্নতি হলেও সে শঙ্কামুক্ত নয়। ৭২ ঘণ্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত চিকিৎসকরা তাকে আশঙ্কামুক্ত ভাবতে পারছেন না।
গতকাল শনিবার রাতেই সাবিনার শরীরের বিভিন্ন অংশে আপারেশন করেন চিকিৎসকরা। সাবিনা বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের পোস্ট অপারেটিভে চিকিৎসাধীন আছে।

ঢামেকের ক্যাজুয়ালটি বিভাগের চিকিসক ডা. মোস্তাক আহমেদ জানান, ‘স্প্লিন্টারের আঘাতে সাবিনার পাকস্থলিতে ৫/৬টি ফুটো হয়েছিল। তার বাম হাতও ভেঙে গেছে এবং শরীরে বিভিন্ন স্থানে কাটা-ছেড়া আছে। শনিবার রাতেই তার অপারেশন করা হয়। তার রিকভারি ভালো। তবে ৭২ ঘণ্টা না যাওয়া পর্যন্ত নিশ্চিভাবে কিছু বলা যাবে না।’

আজ রোববার সকালে সাবিনা চিকিৎসকদের সাথে কিছু কথাও বলেছে উল্লেখ করে তিনি জানান, ‘আমরা তার কাছ থেকে তথ্য জানার চেয়ে তার সুস্থতার দিকটিকেই বেশি গুরুত্ব দিচ্ছি। বয়সের তুলনায় তার আঘাত খুব বেশি।’

তিনি আরো জানান, ‘সাবিনার খোঁজ নিতে তার স্বজনদের মধ্যে কেউই যোগাযোগ করেনি।’

ঢামেকের ক্যাজুয়ালটি বিভাগের আরেক চিকিৎসক ডা. জেসমিন নাহার জানান, সাবিনা এখনো আশঙ্কামুক্ত নয়। তার বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাবে না। এজন্য ৫/৬ দিন সময় লাগবে। কর্তব্যরত ডাক্তার-নার্সরা পরম মমতায় তার সেবা করছে বলে জানান তিনি।

গত শুক্রবার মধ্যরাতে রাজধানীর আশকোনার ‘সূর্য ভিলা’ নামে একটি বাড়িতে উগ্রবাদীদের অবস্থান নিশ্চিত হয়ে সেখানে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল ৯টার দিকে দুই নারী দুটি শিশুসহ আত্মসমর্পন করে। তখনো তিন তলা ওই বাড়ির নিচ তলায় অবস্থান করছিলেন তিনজন। দুপুরের দিকে এক নারী উগ্রবাদী শিশু সাবিনার হাত ধরে বাসা থেকে বেরিয়েই তার শরীরে থাকা বোমার বিস্ফোরণ ঘটান। এতে ওই নারী উগ্রবাদী ঘটনাস্থলে মারা যান। ভাগ্যক্রমে বেঁচে যাওয়া শিশু সাবিনাকে দ্রুত নিয়ে যাওয়া হয় ঢামেক হাসপাতালে।