শিরোনাম :
Logo ভেড়ামারায় আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার Logo বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে ভারতে আটক ৪৪৮ জন Logo ফ্রান্সে ভয়াবহ দাবানল, আহত শতাধিক মানুষ Logo জমি বিরোধকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা Logo বীরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়ম, ৬০ হাজার টাকা জরিমানা Logo দিনমজুরি করেও স্বপ্ন দেখেছে আইনজীবী হওয়ার, পাঁচ বিশ্ববিদ্যালয় চান্স পেয়ে আইন বিভাগে ভর্তি হলেও পড়ালেখার ভবিষ্যৎ টাকার অভাবে অনিশ্চিৎ Logo কুবিতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনের দায়িত্বে বঙ্গবন্ধু পরিষদের নেতাকর্মীরা! Logo মাদরাসা শিক্ষা ব্যবস্থার ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ধর্ম উপদেষ্টা Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের আয়োজনে ঈদ পুনর্মিলনী” শিশু শিল্পী টুনটুনির জন্মদিন উদযাপন Logo রাবিতে ডাইনিং সংকটসহ ৫ দফা দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের

আবু নাসের হাসপাতালে আইসিইউ ও বার্ন ইউনিটের উদ্বোধন !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:০২:৩৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি ২০১৭
  • ৭৬৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

খুলনার ২৫০ শয্যাবিশিষ্ট শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ এবং ২০ শয্যাবিশিষ্ট প্লাস্টিক অ্যান্ড বার্ন ইউনিটের  উদ্বোধন করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম গতকাল বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ দুটি বিভাগের উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে তিনি শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালকে ইন্সটিটিউটে পরিণত করে চলতি বছরের মধ্যে ২৫০ শয্যা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে ঘোষণা দেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের উন্নয়নে ইতিমধ্যে ১০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী তিন মাসের মধ্যে এর কাজ অবশ্যই শেষ করতে হবে। হাসপাতালে ১৫টি ডায়াগনস্টিক মেশিন প্রদান এবং দ্রুত চিকিৎসক সংকট দূর করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শেখ হেলাল উদ্দিন এমপি, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, বেগম মন্নুজান সুফিয়ান এমপি, তালুকদার আবদুল খালেক এমপি, মুহাম্মদ মিজানুর রহমান এমপি, পঞ্চানন বিশ্বাস এমপি।

হাসপাতালের পরিচালক ডা. বিধান চন্দ্র গোস্বামীর সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন খুলনা বিএমএ সভাপতি ডা. শেখ বাহারুল আলম এবং খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ।

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) আবুল কাশেম মো. সাইদুর রহমান, খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান, খুলনা সিভিল সার্জন ডা. এ এস এম আবদুর রাজ্জাকসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, ডাক্তার, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ১২২টি বেড চালু ছিল। আইসিইউ এবং বার্ন ইউনিটে মোট ৩০টি বেড চালুর ফলে বেডের সংখ্যা দাঁড়িয়েছে ১৫২টিতে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

আবু নাসের হাসপাতালে আইসিইউ ও বার্ন ইউনিটের উদ্বোধন !

আপডেট সময় : ০১:০২:৩৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

খুলনার ২৫০ শয্যাবিশিষ্ট শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ এবং ২০ শয্যাবিশিষ্ট প্লাস্টিক অ্যান্ড বার্ন ইউনিটের  উদ্বোধন করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম গতকাল বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ দুটি বিভাগের উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে তিনি শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালকে ইন্সটিটিউটে পরিণত করে চলতি বছরের মধ্যে ২৫০ শয্যা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে ঘোষণা দেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের উন্নয়নে ইতিমধ্যে ১০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী তিন মাসের মধ্যে এর কাজ অবশ্যই শেষ করতে হবে। হাসপাতালে ১৫টি ডায়াগনস্টিক মেশিন প্রদান এবং দ্রুত চিকিৎসক সংকট দূর করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শেখ হেলাল উদ্দিন এমপি, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, বেগম মন্নুজান সুফিয়ান এমপি, তালুকদার আবদুল খালেক এমপি, মুহাম্মদ মিজানুর রহমান এমপি, পঞ্চানন বিশ্বাস এমপি।

হাসপাতালের পরিচালক ডা. বিধান চন্দ্র গোস্বামীর সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন খুলনা বিএমএ সভাপতি ডা. শেখ বাহারুল আলম এবং খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ।

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) আবুল কাশেম মো. সাইদুর রহমান, খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান, খুলনা সিভিল সার্জন ডা. এ এস এম আবদুর রাজ্জাকসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, ডাক্তার, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ১২২টি বেড চালু ছিল। আইসিইউ এবং বার্ন ইউনিটে মোট ৩০টি বেড চালুর ফলে বেডের সংখ্যা দাঁড়িয়েছে ১৫২টিতে।