আনিস আমরিকে ধরতে ইউরোপজুড়ে গ্রেপ্তারি পরোয়ানা !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:১৯:৪৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০১৬
  • ৭৯৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জার্মানির বার্লিনে ক্রিসমাস মার্কেটে লরি নিয়ে হামলা চালানো তিউনিশীয় আনিস আমরিকে ধরতে ইউরোপজুড়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ঘোষণা করা হয়েছে এক লাখ ইউরো পুরস্কার।

২৩ বছরের এই সন্দেহভাজন, ডাকাতি পরিকল্পনার অভিযোগে বছরের শুরুতেই ছিলেন নজরদারিতে। তথ্যপ্রমাণের অভাবে পরে তা বাতিল করা হয়। জার্মানিতে আশ্রয় চাওয়ার আগে, ইতালিতে জেল খাটেন চার বছর। তিউনিশিয়াতেও তিনি দণ্ডিত অপরাধী।

এখনো ধরাছোয়ার বাইরে থাকায়, হামলাকারী আনিস আমরি সশস্ত্র ও বিপজ্জনক বলে হুঁশিয়ার করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তদন্তকারীরা বলছেন হামলাকারী আমরির সঙ্গে আইএসের যোগাযোগ রয়েছে। সোমবার সন্ধ্যায় তার হামলায় ১২ জন নিহত হয়।

এক বিবৃতিতে এর দায় স্বীকার করেছে আইএস।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আনিস আমরিকে ধরতে ইউরোপজুড়ে গ্রেপ্তারি পরোয়ানা !

আপডেট সময় : ১১:১৯:৪৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০১৬

নিউজ ডেস্ক:

জার্মানির বার্লিনে ক্রিসমাস মার্কেটে লরি নিয়ে হামলা চালানো তিউনিশীয় আনিস আমরিকে ধরতে ইউরোপজুড়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ঘোষণা করা হয়েছে এক লাখ ইউরো পুরস্কার।

২৩ বছরের এই সন্দেহভাজন, ডাকাতি পরিকল্পনার অভিযোগে বছরের শুরুতেই ছিলেন নজরদারিতে। তথ্যপ্রমাণের অভাবে পরে তা বাতিল করা হয়। জার্মানিতে আশ্রয় চাওয়ার আগে, ইতালিতে জেল খাটেন চার বছর। তিউনিশিয়াতেও তিনি দণ্ডিত অপরাধী।

এখনো ধরাছোয়ার বাইরে থাকায়, হামলাকারী আনিস আমরি সশস্ত্র ও বিপজ্জনক বলে হুঁশিয়ার করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তদন্তকারীরা বলছেন হামলাকারী আমরির সঙ্গে আইএসের যোগাযোগ রয়েছে। সোমবার সন্ধ্যায় তার হামলায় ১২ জন নিহত হয়।

এক বিবৃতিতে এর দায় স্বীকার করেছে আইএস।