শিরোনাম :
Logo বিএসএফের হাতে আটক বাংলাদেশী কিশোরকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির নিকট হস্তান্তর Logo ব্যানসন গ্ৰুপের কোনো ঘরবাড়ি থাকবে না; রাবি ছাত্রদলের আহ্বায়ক রাহী Logo নতুন পোপ নির্বাচিত হবে যেভাবে Logo শুল্কযুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলো চীন Logo পোপ ফ্রান্সিসের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক Logo পারভেজ হত্যার বিচারের দাবিতে ইবি ছাত্রদলের মানববন্ধন Logo পঞ্চগড়ে ট্রাক মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেকানিক নিহত, আহত সহকারী Logo সড়ক অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে চাঁদপুর সওজ বিভাগ Logo জাবিতে বটতলাসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ওয়াশরুম স্থাপনের দাবি লাল সবুজের Logo যবিপ্রবিতে সক্রিয় তেল চুরির সিন্ডিকেট, হাতেনাতে ধরা

প্রথমবারের মতো ভারত ইস্যুতে বিপরীতমুখী অবস্থানে ট্রাম্প ও মাস্ক, যা জানা গেল

মার্কিন ধনকুবের ইলন মাস্কের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের পর বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ভারতে উৎপাদন এবং ব্যবসা শুরু করতে যাচ্ছে। এ খবরে ভারতীয়দের মধ্যে উচ্ছ্বাস দেখা দিলেও বিষয়টি ভালোভাবে নেননি গোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, টেসলা যদি ভারতে কারখানা চালু করে, তবে সেটি যুক্তরাষ্ট্রের প্রতি ‘অন্যায়’ হবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প যেখানে ভারতের ওপর সমহারে শুল্ক আরোপের কথা বলছেন, সেখানে তার ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্ক ভারতে টেসলার উৎপাদন প্ল্যান্ট ও শোরুম খোলার পরিকল্পনা করছেন। এ কারণেই ট্রাম্পের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, একটি টেলিভিশন শো-তে ট্রাম্প বলেন, ‘টেসলা যদি ভারতে কারখানা বানায়, তবে তা যুক্তরাষ্ট্রের প্রতি অন্যায় হবে।’ তার মতে, ভারতে গাড়ি বিক্রি করা প্রায় অসম্ভব, কারণ দেশটি আমদানিকৃত গাড়ির ওপর উচ্চ হারে শুল্ক আরোপ করে।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ‘বিশ্বের প্রতিটি দেশ আমাদের কাছ থেকে সুবিধা নেয় এবং শুল্ক দিয়ে তা নিশ্চিত করে। বিশেষ করে ভারতের বাজারে গাড়ি বিক্রি প্রায় অসম্ভব তাদের শুল্ক ব্যবস্থার কারণে।’ তিনি তার নতুন বাণিজ্য নীতিতে ‘প্রতিশোধমূলক শুল্ক’ আরোপের পরিকল্পনা করছেন, যার আওতায় আমেরিকান পণ্যের ওপর শুল্ক বসালে যুক্তরাষ্ট্রও সেই দেশের পণ্যের ওপর একই হারে শুল্ক আরোপ করবে।

ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘যদি আমি বলি ২৫ শতাংশ শুল্ক, সবাই বলবে, ‘ওহ, এটা ভয়ানক।’ তাই এখন আমি আর তা বলি না। আমি শুধু বলি, তারা যা নেবে, আমরাও তাই নেব। জানেন এতে কী হয়? তারা থেমে যায়।’

অন্যদিকে, টেসলা শিগগিরই ভারতের বাজারে প্রবেশের পরিকল্পনা করছে। ব্লুমবার্গ ও এনডিটিভির তথ্য অনুযায়ী, বহুজাতিক প্রতিষ্ঠানটি সম্প্রতি লিংকডইনে ১৩টি শূন্য পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মধ্যে গ্রাহকসেবা ও ব্যাকএন্ড সংশ্লিষ্ট বিভিন্ন পদ উল্লেখযোগ্য। মুম্বাই ও দিল্লিতে সার্ভিস টেকনিশিয়ান ও উপদেষ্টাসহ পাঁচটি পদে নিয়োগ দেয়া হবে, আর মুম্বাইয়ে কাস্টমার এনগেজমেন্ট ম্যানেজার ও ডেলিভারি অপারেশনস স্পেশালিস্টের মতো কিছু পদে নিয়োগ দেয়া হচ্ছে।

টেসলা ও ভারত সরকারের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা চললেও উচ্চ শুল্কের কারণে প্রতিষ্ঠানটি এতদিন দেশটির বাজারে ঢুকতে পারেনি। তবে ভারত সরকার সম্প্রতি ৪০ হাজার মার্কিন ডলারের বেশি মূল্যের বিলাসবহুল গাড়ির ওপর মৌলিক কাস্টমস শুল্ক ১১০ শতাংশ থেকে কমিয়ে ৭০ শতাংশ করেছে।

কয়েক বছর ধরেই ভারতের বাজারে ঢুকার পরিকল্পনা করছিল টেসলা। এজন্য প্রতিষ্ঠানটি ২০০-৩০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে। প্রতিষ্ঠানটি এর আগে ইঙ্গিত দিয়েছিল, তারা ভারতের সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে বৈদ্যুতিক গাড়ি (ইভি) তৈরি করতে চায়, যার দাম হবে মাত্র ২৫-৩০ লাখ রুপি। পাশাপাশি, ভারতের আশপাশের দেশগুলোতে গাড়ি রপ্তানির পরিকল্পনাও তাদের রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএসএফের হাতে আটক বাংলাদেশী কিশোরকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির নিকট হস্তান্তর

প্রথমবারের মতো ভারত ইস্যুতে বিপরীতমুখী অবস্থানে ট্রাম্প ও মাস্ক, যা জানা গেল

আপডেট সময় : ১০:৫০:১৭ পূর্বাহ্ণ, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫

মার্কিন ধনকুবের ইলন মাস্কের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের পর বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ভারতে উৎপাদন এবং ব্যবসা শুরু করতে যাচ্ছে। এ খবরে ভারতীয়দের মধ্যে উচ্ছ্বাস দেখা দিলেও বিষয়টি ভালোভাবে নেননি গোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, টেসলা যদি ভারতে কারখানা চালু করে, তবে সেটি যুক্তরাষ্ট্রের প্রতি ‘অন্যায়’ হবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প যেখানে ভারতের ওপর সমহারে শুল্ক আরোপের কথা বলছেন, সেখানে তার ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্ক ভারতে টেসলার উৎপাদন প্ল্যান্ট ও শোরুম খোলার পরিকল্পনা করছেন। এ কারণেই ট্রাম্পের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, একটি টেলিভিশন শো-তে ট্রাম্প বলেন, ‘টেসলা যদি ভারতে কারখানা বানায়, তবে তা যুক্তরাষ্ট্রের প্রতি অন্যায় হবে।’ তার মতে, ভারতে গাড়ি বিক্রি করা প্রায় অসম্ভব, কারণ দেশটি আমদানিকৃত গাড়ির ওপর উচ্চ হারে শুল্ক আরোপ করে।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ‘বিশ্বের প্রতিটি দেশ আমাদের কাছ থেকে সুবিধা নেয় এবং শুল্ক দিয়ে তা নিশ্চিত করে। বিশেষ করে ভারতের বাজারে গাড়ি বিক্রি প্রায় অসম্ভব তাদের শুল্ক ব্যবস্থার কারণে।’ তিনি তার নতুন বাণিজ্য নীতিতে ‘প্রতিশোধমূলক শুল্ক’ আরোপের পরিকল্পনা করছেন, যার আওতায় আমেরিকান পণ্যের ওপর শুল্ক বসালে যুক্তরাষ্ট্রও সেই দেশের পণ্যের ওপর একই হারে শুল্ক আরোপ করবে।

ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘যদি আমি বলি ২৫ শতাংশ শুল্ক, সবাই বলবে, ‘ওহ, এটা ভয়ানক।’ তাই এখন আমি আর তা বলি না। আমি শুধু বলি, তারা যা নেবে, আমরাও তাই নেব। জানেন এতে কী হয়? তারা থেমে যায়।’

অন্যদিকে, টেসলা শিগগিরই ভারতের বাজারে প্রবেশের পরিকল্পনা করছে। ব্লুমবার্গ ও এনডিটিভির তথ্য অনুযায়ী, বহুজাতিক প্রতিষ্ঠানটি সম্প্রতি লিংকডইনে ১৩টি শূন্য পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মধ্যে গ্রাহকসেবা ও ব্যাকএন্ড সংশ্লিষ্ট বিভিন্ন পদ উল্লেখযোগ্য। মুম্বাই ও দিল্লিতে সার্ভিস টেকনিশিয়ান ও উপদেষ্টাসহ পাঁচটি পদে নিয়োগ দেয়া হবে, আর মুম্বাইয়ে কাস্টমার এনগেজমেন্ট ম্যানেজার ও ডেলিভারি অপারেশনস স্পেশালিস্টের মতো কিছু পদে নিয়োগ দেয়া হচ্ছে।

টেসলা ও ভারত সরকারের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা চললেও উচ্চ শুল্কের কারণে প্রতিষ্ঠানটি এতদিন দেশটির বাজারে ঢুকতে পারেনি। তবে ভারত সরকার সম্প্রতি ৪০ হাজার মার্কিন ডলারের বেশি মূল্যের বিলাসবহুল গাড়ির ওপর মৌলিক কাস্টমস শুল্ক ১১০ শতাংশ থেকে কমিয়ে ৭০ শতাংশ করেছে।

কয়েক বছর ধরেই ভারতের বাজারে ঢুকার পরিকল্পনা করছিল টেসলা। এজন্য প্রতিষ্ঠানটি ২০০-৩০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে। প্রতিষ্ঠানটি এর আগে ইঙ্গিত দিয়েছিল, তারা ভারতের সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে বৈদ্যুতিক গাড়ি (ইভি) তৈরি করতে চায়, যার দাম হবে মাত্র ২৫-৩০ লাখ রুপি। পাশাপাশি, ভারতের আশপাশের দেশগুলোতে গাড়ি রপ্তানির পরিকল্পনাও তাদের রয়েছে।