শিরোনাম :
Logo বিএসএফের হাতে আটক বাংলাদেশী কিশোরকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির নিকট হস্তান্তর Logo ব্যানসন গ্ৰুপের কোনো ঘরবাড়ি থাকবে না; রাবি ছাত্রদলের আহ্বায়ক রাহী Logo নতুন পোপ নির্বাচিত হবে যেভাবে Logo শুল্কযুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলো চীন Logo পোপ ফ্রান্সিসের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক Logo পারভেজ হত্যার বিচারের দাবিতে ইবি ছাত্রদলের মানববন্ধন Logo পঞ্চগড়ে ট্রাক মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেকানিক নিহত, আহত সহকারী Logo সড়ক অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে চাঁদপুর সওজ বিভাগ Logo জাবিতে বটতলাসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ওয়াশরুম স্থাপনের দাবি লাল সবুজের Logo যবিপ্রবিতে সক্রিয় তেল চুরির সিন্ডিকেট, হাতেনাতে ধরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সেনা-সন্ত্রাসী সংঘর্ষে নিহত ১৯

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় পৃথক দুটি গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে (আইবিও) ১৫ সন্ত্রাসী নিহত হয়েছে, একই সঙ্গে প্রাণ হারিয়েছেন চার পাকিস্তানি সেনা। শনিবার (১৫ ফেব্রুয়ারি) পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

আইএসপিআরের বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানায়, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খানের হাতালা এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতির তথ্য পেয়ে সেনাবাহিনী প্রথম অভিযান পরিচালনা করে। এতে ৯ সন্ত্রাসী নিহত হয়, যাদের মধ্যে বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী নেতা ছিলেন। তারা বিভিন্ন জঙ্গি কার্যক্রমে যুক্ত এবং আইনশৃঙ্খলা বাহিনীর মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন বলে দাবি করা হয়েছে।

দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহ এলাকায়। সেখানে আরও ছয় সন্ত্রাসীকে হত্যা করে সেনাবাহিনী। অভিযানে লড়াই চলাকালীন ২১ বছর বয়সী লেফটেন্যান্ট মোহাম্মদ হাসান অর্জাফ শহীদ হন। এ সময় নায়েব সুবেদার মোহাম্মদ বিলাল (৩৯), সিপাহী ফারহাত উল্লাহ (২৭) ও সিপাহী হিমত খান (২৯) প্রাণ হারান।

আইএসপিআর জানায়, খাইবার পাখতুনখাওয়া অঞ্চলে সন্ত্রাস দমনে স্যানিটাইজেশন অপারেশন চালানো হচ্ছে। পাকিস্তান সেনাবাহিনী সন্ত্রাস নির্মূলে বদ্ধপরিকর এবং এ ধরনের আত্মত্যাগ তাদের সংকল্পকে আরও দৃঢ় করছে বলে জানানো হয়।

পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সেনাবাহিনীর সফল অভিযান ও সেনাদের আত্মত্যাগকে সম্মান জানিয়েছেন।

রাষ্ট্রপতি এক বিবৃতিতে বলেন, “জাতি সর্বদা বীর শহিদদের আত্মত্যাগ স্মরণ রাখবে এবং সন্ত্রাসবাদের সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে।”

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, “সন্ত্রাসের বিরুদ্ধে এই লড়াইয়ে জাতি সেনাবাহিনীর পাশে আছে। আমরা কখনোই সন্ত্রাসীদের উদ্দেশ্য সফল হতে দেব না।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএসএফের হাতে আটক বাংলাদেশী কিশোরকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির নিকট হস্তান্তর

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সেনা-সন্ত্রাসী সংঘর্ষে নিহত ১৯

আপডেট সময় : ০১:৪৬:৩৫ অপরাহ্ণ, রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় পৃথক দুটি গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে (আইবিও) ১৫ সন্ত্রাসী নিহত হয়েছে, একই সঙ্গে প্রাণ হারিয়েছেন চার পাকিস্তানি সেনা। শনিবার (১৫ ফেব্রুয়ারি) পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

আইএসপিআরের বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানায়, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খানের হাতালা এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতির তথ্য পেয়ে সেনাবাহিনী প্রথম অভিযান পরিচালনা করে। এতে ৯ সন্ত্রাসী নিহত হয়, যাদের মধ্যে বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী নেতা ছিলেন। তারা বিভিন্ন জঙ্গি কার্যক্রমে যুক্ত এবং আইনশৃঙ্খলা বাহিনীর মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন বলে দাবি করা হয়েছে।

দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহ এলাকায়। সেখানে আরও ছয় সন্ত্রাসীকে হত্যা করে সেনাবাহিনী। অভিযানে লড়াই চলাকালীন ২১ বছর বয়সী লেফটেন্যান্ট মোহাম্মদ হাসান অর্জাফ শহীদ হন। এ সময় নায়েব সুবেদার মোহাম্মদ বিলাল (৩৯), সিপাহী ফারহাত উল্লাহ (২৭) ও সিপাহী হিমত খান (২৯) প্রাণ হারান।

আইএসপিআর জানায়, খাইবার পাখতুনখাওয়া অঞ্চলে সন্ত্রাস দমনে স্যানিটাইজেশন অপারেশন চালানো হচ্ছে। পাকিস্তান সেনাবাহিনী সন্ত্রাস নির্মূলে বদ্ধপরিকর এবং এ ধরনের আত্মত্যাগ তাদের সংকল্পকে আরও দৃঢ় করছে বলে জানানো হয়।

পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সেনাবাহিনীর সফল অভিযান ও সেনাদের আত্মত্যাগকে সম্মান জানিয়েছেন।

রাষ্ট্রপতি এক বিবৃতিতে বলেন, “জাতি সর্বদা বীর শহিদদের আত্মত্যাগ স্মরণ রাখবে এবং সন্ত্রাসবাদের সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে।”

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, “সন্ত্রাসের বিরুদ্ধে এই লড়াইয়ে জাতি সেনাবাহিনীর পাশে আছে। আমরা কখনোই সন্ত্রাসীদের উদ্দেশ্য সফল হতে দেব না।”