সুন্দরবনের কুখ্যাত দোস্যু মজনু বাহিনীর তিন সদস্য আটক 

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:২৯:০৩ অপরাহ্ণ, সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫
  • ৭৪৩ বার পড়া হয়েছে
ফরহাদ হোসাইন কয়রা( খুলনা) প্রতিনিধ :
সুন্দরবনের মান্দার বাড়িয়া এলাকা থেকে অস্ত্র ও গুলি সহ তিন বনদস্যকে আটক করে কোস্টগার্ডের হাতে হস্তান্তর করেছে বনদস্যদের হাতে অপহরণ হওয়া সাত জেলে
সোমবার ২৭ জানুয়ারি সকালে তাদের সুন্দরবনের দুবলাস চরের পোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয় এর আগে রোববার দিবাগত রাত ১ টার দিকে প্রচন্ড প্রতিরোধের বনদস্যদের আটক করতে সক্ষম হন জেলেরা। তার আগে সন্ধ্যা সাতটার দিকে ওই সাত জেলে কে অপহরণ করে নিয়ে যায় আটক দস্যরা। আটো দস্যুরা হলেন সাতক্ষীরা শ্যামনগর মুন্সিগঞ্জ ইউনিয়নের আব্দুল আজিজের ছেলে রবিউল, বাগেরহাটের মংলার আমড়াতলার মুন্না ও জাহাঙ্গীর তারা সবাই বনদস্য মজনুর সহযোগী বলে জানা যায়।
সাতক্ষীরা আশাশুনে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের চাকলা গ্রামের জেলে শাহাজালাল বলেন রোববার সন্ধ্যা ৭ টার দিকে আমার ফিশিং বোর্ড সহ ৭ জন জেলেকে জিম্মি করে নিয়ে যায়। নিজেদেরকে বাঁচাতে সুযোগ বুঝে বনদস্যদের উপর ঝাঁপিয়ে পড়ি। হঠাৎ আক্রমণের কবলে পড়ে চার বনদস্যু পানিতে লাফিয়ে পড়ে। পরবর্তীতে পানি থেকে তিন জন কে আটক করতে সক্ষম হই। একজনকে খুঁজে পাওয়া যায়নি। বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা মো:জিয়াউর রহমান বলেন,জেলেরা ৩ বনদস্যুকে আটক করেছে বলে শুনেছি। আটক বনদস্যু কে কোস্টগার্ড এর কাছে হস্তান্তর করেছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সুন্দরবনের কুখ্যাত দোস্যু মজনু বাহিনীর তিন সদস্য আটক 

আপডেট সময় : ০৬:২৯:০৩ অপরাহ্ণ, সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫
ফরহাদ হোসাইন কয়রা( খুলনা) প্রতিনিধ :
সুন্দরবনের মান্দার বাড়িয়া এলাকা থেকে অস্ত্র ও গুলি সহ তিন বনদস্যকে আটক করে কোস্টগার্ডের হাতে হস্তান্তর করেছে বনদস্যদের হাতে অপহরণ হওয়া সাত জেলে
সোমবার ২৭ জানুয়ারি সকালে তাদের সুন্দরবনের দুবলাস চরের পোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয় এর আগে রোববার দিবাগত রাত ১ টার দিকে প্রচন্ড প্রতিরোধের বনদস্যদের আটক করতে সক্ষম হন জেলেরা। তার আগে সন্ধ্যা সাতটার দিকে ওই সাত জেলে কে অপহরণ করে নিয়ে যায় আটক দস্যরা। আটো দস্যুরা হলেন সাতক্ষীরা শ্যামনগর মুন্সিগঞ্জ ইউনিয়নের আব্দুল আজিজের ছেলে রবিউল, বাগেরহাটের মংলার আমড়াতলার মুন্না ও জাহাঙ্গীর তারা সবাই বনদস্য মজনুর সহযোগী বলে জানা যায়।
সাতক্ষীরা আশাশুনে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের চাকলা গ্রামের জেলে শাহাজালাল বলেন রোববার সন্ধ্যা ৭ টার দিকে আমার ফিশিং বোর্ড সহ ৭ জন জেলেকে জিম্মি করে নিয়ে যায়। নিজেদেরকে বাঁচাতে সুযোগ বুঝে বনদস্যদের উপর ঝাঁপিয়ে পড়ি। হঠাৎ আক্রমণের কবলে পড়ে চার বনদস্যু পানিতে লাফিয়ে পড়ে। পরবর্তীতে পানি থেকে তিন জন কে আটক করতে সক্ষম হই। একজনকে খুঁজে পাওয়া যায়নি। বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা মো:জিয়াউর রহমান বলেন,জেলেরা ৩ বনদস্যুকে আটক করেছে বলে শুনেছি। আটক বনদস্যু কে কোস্টগার্ড এর কাছে হস্তান্তর করেছে।