শিরোনাম :
Logo মুমিনুল চান তিনশ’র লিড, দুইশ’তে আটকাতে চায় জিম্বাবুয়ে Logo স্বর্ণের দামে সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস Logo দুবাইয়ে বিগ টিকিট লটারি জিতে লাখপতি দুই বাংলাদেশি Logo বাবা হলেন যুক্তরাষ্ট্রে আটক খলিল, দেখতে পারলেন না সদ্যোজাত সন্তানের মুখ Logo এটিএম আজহার মুক্তি না পাওয়ায় আমরা ব্যথিত, তবে হতাশ নই Logo আপিল বিভাগের জ্যেষ্ঠ ৩ বিচারপতি থেকে প্রধান বিচারপতি নিয়োগের পক্ষে বিএনপি Logo ধর্ম নিরপেক্ষতা বিলুপ্তে ঐকমত্য কমিশনের সঙ্গে একমত বিএনপি Logo হঠাৎ বৃষ্টিতে চাঁদপুর শহরের মুসলিম কবরস্থান রোড এলাকা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে এলাকাবাসী Logo ইনসাফের আকাঙ্ক্ষা থেকেই চব্বিশের লড়াই:ব্যারিস্টার ফুয়াদ Logo ইবিতে বিভাগের নাম পরিবর্তসহ দুই দফা দাবিতে প্রশাসন ভবন অবরোধ

দুই বছরের মধ্যে দিল্লিকে ‘বাংলাদেশি’ মুক্ত করব: অমিত শাহ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:০৩:৫৬ অপরাহ্ণ, সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫
  • ৭৩৫ বার পড়া হয়েছে

ভারতের রাজধানী দিল্লিতে আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে তীব্র রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আম আদমি পার্টি (আপ) এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মধ্যে। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে ৮ ফেব্রুয়ারি।

বিজেপি নেতা ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচনী প্রচারে দিল্লিকে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসীদের হাত থেকে মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন। রোববার (২৬ জানুয়ারি) দিল্লির নরেলা বিধানসভা এলাকায় এক জনসভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।

অমিত শাহ অভিযোগ করেন, আম আদমি পার্টি (আপ) ভোটের জন্য অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। তার ভাষায়, “আপ মানে ‘অবৈধ আমদানিওয়ালি পার্টি’। তাদের ১০ বছরের শাসনে দিল্লি নোংরা পানি সরবরাহ, জলাবদ্ধতা, ও স্কুল-হাসপাতালের দুরবস্থায় ভুগছে। কেজরিওয়ালের সরকার শুধু মিথ্যা প্রচারণা এবং দুর্নীতিতে লিপ্ত হয়েছে।”

তিনি আরও দাবি করেন, আম আদমি পার্টির সাবেক শিক্ষামন্ত্রী মণীশ সিসোদিয়া মদের দোকান চালুর মাধ্যমে তরুণ প্রজন্মকে ধ্বংস করেছেন এবং বিপুল অর্থ কেলেঙ্কারিতে জড়িত ছিলেন।

বিজেপি নির্বাচনে জয়ী হলে দিল্লিকে বিশ্বমানের রাজধানীতে পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছেন অমিত শাহ। তিনি বলেন, “আপনারা বিজেপিকে জেতান, আমরা দুই বছরের মধ্যে দিল্লিকে অবৈধ অভিবাসী মুক্ত করব এবং রাজধানীর উন্নয়নে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেব।”

বিজেপি ইতোমধ্যেই দাবি করেছে যে আম আদমি পার্টি ভোট জয়ের জন্য অবৈধ অভিবাসীদের ব্যবহার করেছে। অন্যদিকে, আম আদমি পার্টি বিজেপির এসব অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।

উল্লেখ্য, ৭০ আসনের দিল্লি বিধানসভায় এই নির্বাচনে ভোটগ্রহণ ৫ ফেব্রুয়ারি এবং ফলাফল প্রকাশ হবে ৮ ফেব্রুয়ারি। দিল্লির রাজনীতিতে এই নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মুমিনুল চান তিনশ’র লিড, দুইশ’তে আটকাতে চায় জিম্বাবুয়ে

দুই বছরের মধ্যে দিল্লিকে ‘বাংলাদেশি’ মুক্ত করব: অমিত শাহ

আপডেট সময় : ০৬:০৩:৫৬ অপরাহ্ণ, সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫

ভারতের রাজধানী দিল্লিতে আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে তীব্র রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আম আদমি পার্টি (আপ) এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মধ্যে। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে ৮ ফেব্রুয়ারি।

বিজেপি নেতা ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচনী প্রচারে দিল্লিকে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসীদের হাত থেকে মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন। রোববার (২৬ জানুয়ারি) দিল্লির নরেলা বিধানসভা এলাকায় এক জনসভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।

অমিত শাহ অভিযোগ করেন, আম আদমি পার্টি (আপ) ভোটের জন্য অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। তার ভাষায়, “আপ মানে ‘অবৈধ আমদানিওয়ালি পার্টি’। তাদের ১০ বছরের শাসনে দিল্লি নোংরা পানি সরবরাহ, জলাবদ্ধতা, ও স্কুল-হাসপাতালের দুরবস্থায় ভুগছে। কেজরিওয়ালের সরকার শুধু মিথ্যা প্রচারণা এবং দুর্নীতিতে লিপ্ত হয়েছে।”

তিনি আরও দাবি করেন, আম আদমি পার্টির সাবেক শিক্ষামন্ত্রী মণীশ সিসোদিয়া মদের দোকান চালুর মাধ্যমে তরুণ প্রজন্মকে ধ্বংস করেছেন এবং বিপুল অর্থ কেলেঙ্কারিতে জড়িত ছিলেন।

বিজেপি নির্বাচনে জয়ী হলে দিল্লিকে বিশ্বমানের রাজধানীতে পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছেন অমিত শাহ। তিনি বলেন, “আপনারা বিজেপিকে জেতান, আমরা দুই বছরের মধ্যে দিল্লিকে অবৈধ অভিবাসী মুক্ত করব এবং রাজধানীর উন্নয়নে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেব।”

বিজেপি ইতোমধ্যেই দাবি করেছে যে আম আদমি পার্টি ভোট জয়ের জন্য অবৈধ অভিবাসীদের ব্যবহার করেছে। অন্যদিকে, আম আদমি পার্টি বিজেপির এসব অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।

উল্লেখ্য, ৭০ আসনের দিল্লি বিধানসভায় এই নির্বাচনে ভোটগ্রহণ ৫ ফেব্রুয়ারি এবং ফলাফল প্রকাশ হবে ৮ ফেব্রুয়ারি। দিল্লির রাজনীতিতে এই নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।