মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
গোলাম পরওয়ার বলেন, ৮ মাস আগে স্বৈরশাসক শেখ হাসিনার পতন হয়েছে। ফ্যাসিস্ট আমলে যারা জুলুমের শিকার হয়ে কারাগারে ছিলেন সবাই মুক্তি পেয়েছেন। কিন্তু এ টি এম আজহারুল ইসলাম এখনও কারাগারে। এ দায় সবার।
তিনি বলেন, আদালতের প্রতি আমাদের আস্থা রয়েছে। তবে আমরা বিস্মিত ও ব্যথিত। আমরা বিস্মিত এবং ব্যথিত এ কারণে যে, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর যারা আওয়ামী ফ্যাসিবাদের হাতে অন্যায়ভাবে আটক ছিলেন, অন্যায় বিচারে যাদের ফাঁসির আদেশ হয়েছিল তাদের প্রায় সবাই মুক্তি পেয়েছেন। কিন্তু আমাদের মজলুম নেতা এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো ভিত্তি নেই। তা আইনজীবীরা আদালতে প্রমাণ করতে সক্ষম হয়েছেন।