শিরোনাম :
Logo রেজিস্ট্রারের কাছে অভিযোগ দিতে যেয়ে হেনস্তার শিকার জবি শিক্ষার্থী Logo ইবিতে রিপোর্টার্স ইউনিটির কমিটিতে নতুন নেতৃত্ব Logo অন্যায়ের বিরুদ্ধে আমি জিরো টলারেন্স ;বেরোবি উপাচার্য Logo কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে পাবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের মানববন্ধন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি নির্বাচন ২০২৫ এর কমিশন গঠন ও তফসিল ঘোষণা Logo কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে রাবি শিক্ষার্থীদের অনশন Logo কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশন—ইবি শিক্ষার্থীদের একাত্মতা Logo জাবিতে “সংগ্রামের শত রঙ” নামে জুলাই-বিপ্লবের আলোকচিত্র প্রদর্শনী Logo শ্রীবরদীতে এসএসসি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদল Logo আমরণ অনশনে বসেছেন হাবিপ্রবি শিক্ষার্থী কুয়েট ভিসির পদত্যাগের দাবি

অন্তর্বর্তী সরকারের প্রধান ঠিক করেছে সিরিয়া

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:০৭:৫৬ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
  • ৭২৭ বার পড়া হয়েছে

সিরিয়ার দীর্ঘদিনের প্রেসিডেন্ট বাশার আল-আসাদের দেশ ছেড়ে পালানোর পর বিদ্রোহীদের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হচ্ছে। এই সরকারের প্রধান হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মেদ আল-বশির।

৪১ বছর বয়সী মোহাম্মেদ আল-বশির ইদলিব অঞ্চলের বিদ্রোহী সরকার ‘ন্যাশনাল সালভেশন কাউন্সিল’-এর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) একটি সূত্র তার মনোনয়ন নিশ্চিত করেছে।

আল-জাজিরার বরাতে জানা গেছে, সিরিয়ার সাবেক প্রধানমন্ত্রী বিদ্রোহীদের কাছে ক্ষমতা হস্তান্তরে সম্মতি দেওয়ার পর মোহাম্মেদ আল-বশিরকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

গত রোববার (৮ ডিসেম্বর) ভোরে বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস রাজধানী দামেস্কে প্রবেশ করে এবং রাষ্ট্রীয় টেলিভিশনে ‘সিরিয়া এখন মুক্ত’ ঘোষণা দেয়। দীর্ঘদিন রাশিয়ার মিত্রতা এবং সামরিক সহায়তায় ক্ষমতায় থাকা বাশার আল-আসাদ তার পরিবারসহ দেশ ছেড়ে পালিয়ে মস্কোতে আশ্রয় নেন। রাশিয়া মানবিক কারণে আসাদকে আশ্রয় দেওয়ার কথা জানিয়েছে।

মোহাম্মেদ আল-বশির ১৯৮৩ সালে ইদলিবের জাবাল আল-জাউইয়া শহরে জন্মগ্রহণ করেন। আলেপ্পো ইউনিভার্সিটিতে ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা শেষে ইদলিব ইউনিভার্সিটিতে শরিয়াহ ও আইন নিয়ে শিক্ষাগ্রহণ করেন।

তিনি বিপ্লবী সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের শরিয়াহ শিক্ষা বিভাগের পরিচালক এবং উন্নয়ন ও মানবিক সম্পর্ক বিষয়ক মন্ত্রণালয়ের নীতিনির্ধারণী পর্যায়ে কাজ করেছেন।

সিরিয়ার এই রাজনৈতিক পরিবর্তন মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিদ্রোহীদের নতুন সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি পাবে কি না এবং দেশটির স্থিতিশীলতা ফেরাতে তারা কতটা কার্যকর ভূমিকা পালন করতে পারবে, তা সময়ই বলে দেবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রেজিস্ট্রারের কাছে অভিযোগ দিতে যেয়ে হেনস্তার শিকার জবি শিক্ষার্থী

অন্তর্বর্তী সরকারের প্রধান ঠিক করেছে সিরিয়া

আপডেট সময় : ১০:০৭:৫৬ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

সিরিয়ার দীর্ঘদিনের প্রেসিডেন্ট বাশার আল-আসাদের দেশ ছেড়ে পালানোর পর বিদ্রোহীদের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হচ্ছে। এই সরকারের প্রধান হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মেদ আল-বশির।

৪১ বছর বয়সী মোহাম্মেদ আল-বশির ইদলিব অঞ্চলের বিদ্রোহী সরকার ‘ন্যাশনাল সালভেশন কাউন্সিল’-এর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) একটি সূত্র তার মনোনয়ন নিশ্চিত করেছে।

আল-জাজিরার বরাতে জানা গেছে, সিরিয়ার সাবেক প্রধানমন্ত্রী বিদ্রোহীদের কাছে ক্ষমতা হস্তান্তরে সম্মতি দেওয়ার পর মোহাম্মেদ আল-বশিরকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

গত রোববার (৮ ডিসেম্বর) ভোরে বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস রাজধানী দামেস্কে প্রবেশ করে এবং রাষ্ট্রীয় টেলিভিশনে ‘সিরিয়া এখন মুক্ত’ ঘোষণা দেয়। দীর্ঘদিন রাশিয়ার মিত্রতা এবং সামরিক সহায়তায় ক্ষমতায় থাকা বাশার আল-আসাদ তার পরিবারসহ দেশ ছেড়ে পালিয়ে মস্কোতে আশ্রয় নেন। রাশিয়া মানবিক কারণে আসাদকে আশ্রয় দেওয়ার কথা জানিয়েছে।

মোহাম্মেদ আল-বশির ১৯৮৩ সালে ইদলিবের জাবাল আল-জাউইয়া শহরে জন্মগ্রহণ করেন। আলেপ্পো ইউনিভার্সিটিতে ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা শেষে ইদলিব ইউনিভার্সিটিতে শরিয়াহ ও আইন নিয়ে শিক্ষাগ্রহণ করেন।

তিনি বিপ্লবী সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের শরিয়াহ শিক্ষা বিভাগের পরিচালক এবং উন্নয়ন ও মানবিক সম্পর্ক বিষয়ক মন্ত্রণালয়ের নীতিনির্ধারণী পর্যায়ে কাজ করেছেন।

সিরিয়ার এই রাজনৈতিক পরিবর্তন মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিদ্রোহীদের নতুন সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি পাবে কি না এবং দেশটির স্থিতিশীলতা ফেরাতে তারা কতটা কার্যকর ভূমিকা পালন করতে পারবে, তা সময়ই বলে দেবে।