১৬ উইকেটের দিনে ৩৪ রানের লিড প্রোটিয়াদের

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:২৭:১৫ অপরাহ্ণ, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
  • ৭১৮ বার পড়া হয়েছে

বোলারদের রাজ করার এক দিন কাটলো মিরপুরে। টেস্টের প্রথম দিনেই দুই দলের মিলিয়ে পড়েছে ১৬ উইকেট।

এরপর দিনের খেলা শেষ হওয়ার ৬ ওভার আগেই আলোকস্বল্পতার জন্য খেলা বন্ধ হওয়ার আগে ৩৪ রানের লিড পেয়েছে প্রটিয়ারা।

এর আগে দিনের শুরুতে বাংলাদেশকে প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানে গুটিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে তারাও খুব স্বস্তিতে নেই। প্রথম দিন শেষ করেছে ৬ উইকেটে ১৪০ রান নিয়ে। ৩২ বলে ১৮ রান করে কাইল ভেরেইন্নে ও উইয়ান মুল্ডার ৩১ বলে ১৭ রান করে অপরাজিত থেকে কাল দিনের খেলা শুরু করবে।

প্রথম ইনিংসে বাংলাদেশের ১০৬ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ৯৯ রানে ৫ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ১০৮ রানে ৬ উইকেট হারায় তারা। দক্ষিণ আফ্রিকার ইনিংসের প্রথম ওভারেই উইকেট পান এই ম্যাচে বাংলাদেশ দলে খেলা একমাত্র পেসার হাসান মাহমুদ। তিনি এইডেন মার্করামকে বোল্ড করে ফেরানোর পর বাকি ৫ উইকেটই নেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। এটি তাঁর টেস্ট ক্যারিয়ারে ইনিংসে ১৩তম ৫ উইকেট।

এর আগে বাংলাদেশকে লাঞ্চের ঠিক আগে ১০৬ রানে অলআউট করতে ৩টি করে উইকেট নেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা, উইয়ান মুল্ডার ও কেশব মহারাজ। নিজের প্রথম উইকেটটি পেয়ে টেস্ট ক্রিকেটে ৩০০ রানের মাইলফলক ছুঁয়েছেন রাবাদা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেছেন ওপেনার মাহমুদুল হাসান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

১৬ উইকেটের দিনে ৩৪ রানের লিড প্রোটিয়াদের

আপডেট সময় : ০৯:২৭:১৫ অপরাহ্ণ, সোমবার, ২১ অক্টোবর ২০২৪

বোলারদের রাজ করার এক দিন কাটলো মিরপুরে। টেস্টের প্রথম দিনেই দুই দলের মিলিয়ে পড়েছে ১৬ উইকেট।

এরপর দিনের খেলা শেষ হওয়ার ৬ ওভার আগেই আলোকস্বল্পতার জন্য খেলা বন্ধ হওয়ার আগে ৩৪ রানের লিড পেয়েছে প্রটিয়ারা।

এর আগে দিনের শুরুতে বাংলাদেশকে প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানে গুটিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে তারাও খুব স্বস্তিতে নেই। প্রথম দিন শেষ করেছে ৬ উইকেটে ১৪০ রান নিয়ে। ৩২ বলে ১৮ রান করে কাইল ভেরেইন্নে ও উইয়ান মুল্ডার ৩১ বলে ১৭ রান করে অপরাজিত থেকে কাল দিনের খেলা শুরু করবে।

প্রথম ইনিংসে বাংলাদেশের ১০৬ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ৯৯ রানে ৫ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ১০৮ রানে ৬ উইকেট হারায় তারা। দক্ষিণ আফ্রিকার ইনিংসের প্রথম ওভারেই উইকেট পান এই ম্যাচে বাংলাদেশ দলে খেলা একমাত্র পেসার হাসান মাহমুদ। তিনি এইডেন মার্করামকে বোল্ড করে ফেরানোর পর বাকি ৫ উইকেটই নেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। এটি তাঁর টেস্ট ক্যারিয়ারে ইনিংসে ১৩তম ৫ উইকেট।

এর আগে বাংলাদেশকে লাঞ্চের ঠিক আগে ১০৬ রানে অলআউট করতে ৩টি করে উইকেট নেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা, উইয়ান মুল্ডার ও কেশব মহারাজ। নিজের প্রথম উইকেটটি পেয়ে টেস্ট ক্রিকেটে ৩০০ রানের মাইলফলক ছুঁয়েছেন রাবাদা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেছেন ওপেনার মাহমুদুল হাসান।